আমার ভিডিওগ্রাফি:) বিড়াল ফ্লোরার খেলার সময়।

in আমার বাংলা ব্লগlast month (edited)
:) আমার ভিডিওগ্রাফী :)
বিড়াল ফ্লোরার খেলার সময়

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। বৃহস্পতিবার দিনটা আমি সচরাচর ভিডিওগ্রাফি পোস্ট করার চেষ্টা করি। আসলে আমি আমার সময় এবং সুযোগের সদ্ব্যবহার করে মাঝে মাঝে চমৎকার ভিডিওগ্রাফি সংগ্রহ করে রাখি। পরবর্তী সময়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি।

এইতো সেদিন আমি ঢাকায় আমার স্ত্রীর বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানেই চমৎকার কিছু বিড়ালের দেখা পেলাম। আসলে তিনি বিড়াল পালন করতে ভীষণ পছন্দ করেন এবং বিভিন্ন ধরনের বিড়াল তার বাসায় রয়েছে। এই বিড়ালটি একটি পার্শিয়ান বিড়াল এবং এর নাম রাখা হয়েছে ফ্লোরা। এখনকার সময়ে মানুষ কুকুর এবং বিড়াল পালনের প্রতি বেশ আগ্রহ দেখায়। এদের সযত্নে লালন পালন করে থাকে ঠিক তেমনি করে এই বিড়ালটি চমৎকারভাবে লালন পালন করে চলেছেন তিনি।


ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

ফ্লোরা দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং খেয়ে দেয়ে বেশ নাদুসনুদুস শরীর তৈরি করে ফেলেছে 😺 আমার ছেলেমেয়েরা ফ্লোরাকে দেখে ভীষণ খুশি হয়েছিল এবং তারা বিড়ালের সাথে সারাক্ষণ খেলাধুলায় মেতে থাকতো। আমি ওদের এতটা বারণ করিনি কারণ আমি জানি এর মার বিড়াল ভীষণ পছন্দ।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

আসলে এই বিড়ালটিকে পছন্দ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বিড়ালটি যেমন দেখতে সুন্দর তেমনি তার সমস্ত কাজগুলো সে গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করে এরকম সে যথেষ্ট যত সরকারি খাবার খায় এবং তার প্রাকৃতিক কাজগুলো সে একটি নির্দিষ্ট জায়গায় সমাপ্ত করার চেষ্টা করে। সব মিলিয়ে বিড়ালটি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, তাইতো তার চমৎকার একটি ভিডিওগ্রাফি তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে আসি আজকের ভিডিওগ্রাফি।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওগ্রাফিটি আপনাদের ভালো লেগেছেল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

অসাধারণ! দেখে তো মুগ্ধ হয়ে গেছি ভাইয়া চমৎকার একটি ভিডিও শেয়ার করলেন আপনি ফ্লোরার। নামটা যেমন সুন্দর তার চেহারা ও খুব কিউট। সত্যিই এমন বিড়ালের সাথে বাচ্চারা খেলতে অনেক বেশি আনন্দ ভাবে। যেহেতু সেই সরকারি খাবার খেয়ে নির্দিষ্ট স্থানে তার কাজগুলো সেরে আসেন সেটাও এক ধরনের ভালো লাগার🤣। কারণ তার কাজগুলো সে বেশ গুছিয়ে করেন দেখছি। আপনার বর্ণনা গুলো শুনে বেশ মজা পেলাম। আর ভিডিওটি আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করতে পেরেছেন। সবকিছু মিলিয়ে চমৎকার একটি ভিডিও এবং অনেক বিনোদন করতে পারলাম।

 last month 

অনেক ধন্যবাদ আপু।
সত্যিই বিড়ালটা খেয়ে বেশ নাদুসনুদুস হয়ে গেছে 😄

 last month 

বিড়ালের খুনশুটি দেখতে বেশ ভালোই লাগে।আমাদের বাড়িতে একটা আছে এভাবে খেলা করে।খুব ভালো ভিডিও করেছেন ভাই।অনেক সুন্দর ছিল।আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বিড়াল ফ্লোরার খেলার সময়ের চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন। আমি বিড়ালটিকে সেদিন দেখলাম বেশ কিউট দেখতে। তবে বিড়ালটির নাম জানা ছিলো না। আজকে নামটি জানতে পেরে খুব খুশি হলাম। এধরনের বিড়াল গুলোর দৃশ্য দেখতে সব সময়ই ভালো লাগে। চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন এবং আমাদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 last month 

হ্যা তুমি যেটা দেখেছিলে এটাই সেই বিড়াল।
বেশ চমৎকার দেখতে হয়েছে এটা। চেষ্টা করলাম একটু ভিডিও করার।

 last month 

চমৎকার একটি বিড়াল এর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাই। এই ধরনের বিড়াল গুলো অনেক দুষ্টু হয়ে থাকে। একটি কাপড় মুখ দিয়ে ধরে সুন্দর করে খেলা করছিল। বিড়াল ফ্লোরার খেলার সময় আপনি খুব সুন্দর ভাবে ভিডিও করলেন এবং বিড়ালের নাম জেনে খুব খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই বিড়ালের ভিডিও উপহার দেওয়ার জন্য।

 last month 

বিড়ালের ভিডিওগ্ৰাফি দেখে ভীষণ লাগলো। বর্তমান সময়ে মানুষ বিড়াল পালন করতে বেশ পছন্দ করেন। তাছাড়া বিড়াল এমন একটি প্রাণি যাকে সবাই কম বেশি পছন্দ করেন। আপনার ভিডিওর মাধ্যমে বিড়ালের খেলার খুনসুটি গুলো আসলেই দারুন লাগলো। এবং বিড়ালটি দেখতে ও বেশ কিউট ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ফ্লোরা তো সত্যিই বেশ সুন্দর। আমি নিশ্চিত ফ্লোরা ঐ এলাকার সবগুলো হুলোর ক্রাশ হা হা। বাচ্চারা সাধারণত বিড়াল দেখলে খুশি হয় খেলায় মেতে যায়। বিড়ালের খেলার মূহূর্তের ভিডিওগ্রাফি টা বেশ চমৎকার করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

হা হা হা 😄
না ফ্লোরাকে বাইরে বের করা হয়না, যদি বের করা হতো তাহলে সত্যিই কিডন্যাপ হয়ে যেতো 😄

 last month 

পার্শিয়ান বিড়াল গুলো দেখতে বরাবরই অনেক সুন্দর হয়। তবে বিড়ালের "ফ্লোরা" নামটা আমার কাছে অনেক ভালো লাগলো ভাই। তাছাড়া আপনার শেয়ার করা বিড়ালের ভিডিওগ্রাফি টা দেখে বুঝলাম যে, ফ্লোরা খুবই চঞ্চল এবং সে খেলাধুলা করতে খুব পছন্দ করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক টা সুন্দর হওয়ার কারনে ভিডিওগ্রাফিটা দেখতেও বেশ ভালো লাগছিল।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66697.56
ETH 3490.05
USDT 1.00
SBD 3.17