জীবনের নতুন অধ্যায় শুরু।।১৮ নভেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে নিজের কিছু ব্যক্তিগত কথা বলতে চলেছি।আমি basically একটু অন্তর্মুখী মানুষ।তাই ব্যক্তিগত ভাবে কিছু সম্পর্কে খুব একটা কথা বলতে চাই না।তবে আজ কিছু কথা বলতে ইচ্ছে করছে। কাল আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। প্রত্যেক মানুষের জীবনে কিছু অতি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে।বিয়ে মানুষের জীবনে তেমনই একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।কিন্তু ভালোবাসার মানুষ কে শেষ অবধি সারাজীবনের সঙ্গিনী হিসেবে পাওয়া আরো অনেক বড় ব্যাপার।আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের ইচ্ছে পূরণ করেছেন।

IMG_20231118_002649.jpg

আমাদের প্রথম দেখা


সময়ের হাত ধরে আমি আর স্বাগতা এক সাথে সারাজীবনে যাত্রা শুরু করতে চলেছি।আর এই নতুন জীবন শুরু করার আগে বড় দের আশীর্বাদ ও ছোটদের শুভ কামনা চাই।মানুষের ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু নেই।অনেক কঠিন বিপদের মুখে এই ভালোবাসাই ব্রহ্মাস্ত্র।২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমাদের প্রথম দেখা।খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল আমাদের মধ্যে।হয়তো ভালো বন্ধুত্ব নিজেই আমরা বাকি জীবন কাটিয়ে দিতে পারতাম।কিন্তু বিধাতার ইচ্ছে তেমন একদমই ছিলো না।আমি কখনোই শুধু বন্ধু ভাবতে পারিনি স্বাগতা কে।আমার প্রথম থেকেই মনে হয়েছিল ও আমার।আর ওর প্রতি একমাত্র অধিকার আমার ই।প্রথম দিকে হয়তো এটা খুবই অদ্ভুত ছিলো আমার এই চিন্তা ভাবনা।কিন্তু স্বাগতা আমাকে বন্ধু হিসেবে খুব সম্মান ও দেখভাল করেছে।

IMG_20231118_002721.jpg

কিন্তু আমি তাকে ভালবেসে গেছি।একসময় স্বাগতা ও আমাকে না ভালোবেসে আর থাকতে পারলো না। আস্তে আস্তে আমরা দুজন দুজনকে ভালোবাসলাম।আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় মিল আমাদের দুজনের কাছেই আমাদের পরিবার সবকিছু।কারণ মা মা দাদা বৌদি পুটু টিনটিন যেমন আমার সবকিছু তেমনি মা বাবা ও ছোট বোন ও স্বাগতার সব কিছু।তাই পরিবারের ভ্যালু আমরা দুজন খুব ভালো করেই বুঝি।

আমি স্বাগতার মধ্যে অনেক ছেলেমানুষী দেখি।কিন্তু একজন মানুষ হিসেবে ও আমার একদম মনের মত।আমাকে ও আমার পরিবার কে সে যে পরিমাণ ভালোবাসে তারজন্য আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। আমার দুই বৌদির জন্য এত ভালো বোন হয়তো আমি কখনোই এনে দিতে পারতাম না যদি না ঈশ্বর স্বাগতা কে আমার সাথে মিলিয়ে না দিতো।সুখে দুঃখে ও নিশ্চয়ই সবাইকে নিয়ে চলতে পারবে।একটু ভালোবাসা পেলেই ও খুশি আর কিছুই চাহিদা নেই।সব স্বপ্ন পূরণ হোক স্বাগতার।আর আমরা সবাই ওকে ভালোবাসা দিয়ে আপন করে রাখবো।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 7 months ago 

সকল মানুষ চাই জীবনে ভালো একটি বন্ধু থাকুক। তবে সেই বিষয় আমি বলতে পারি জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু তার প্রিয়জন অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ। এর চেয়ে প্রিয় বন্ধু হয় বলে মনে হয় না। কারণ একজন পুরুষের জন্য মেয়ে মানুষ আর মেয়ে মানুষের জন্য পুরুষ মানুষ বেটার। হয়তো আপনার উনি একজন প্রিয় ব্যক্তি ছিলেন আর সেটা মহান সৃষ্টিকর্তা চিরবন্ধনে পেতে দেওয়ার কাজটা করেছে। আজকে আপনি আপনার ডিটেলস আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দোয়া করি আপনাদের জন্য।

 7 months ago 

মানুষের জীবনে বিয়ে সব থেকে বড় সিদ্ধান্ত গুলোর মধ্যে একটা । আর এই বিয়ের ক্ষেত্রে যদি ভালোবাসার মানুষটাকে সাথে পাওয়া যায় তাহলে তো জীবনের সম্পূর্ণতা চলে আসে । তোমাদের ভালবাসার পরিপূর্ণতা পেয়েছে জেনে অনেক ভালো লাগলো দাদা। সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল । অনেক অনেক ভালো থাকো সবসময় পরিবারের সবাইকে নিয়ে। স্বাগতা দিদির সব স্বপ্ন পূরণ হোক আমরাও সেই প্রার্থনা করি।

 7 months ago 

জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আপনাদের দুজনের জন্যই অনেক শুভকামনা রইল। ভালোবাসার মানুষ কে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গী হিসেবে পাওয়ার আনন্দটাই অন্যরকম। আপনাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এই কামনা করি।

 7 months ago 

নতুন জীবনের শুরু দুজনের জন্য মঙ্গল কামনা করছি।সুখে-দুঃখে সব সময় দুজন এভাবেই থাকবেন দাদা এমনটাই আশাকরি। দিদি খুব সহজ সরল দেখলেই বোঝা যায়। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আপনাদের দুজনের এই ভালোবাসা আজীবন একই রকম থাকবে এমনটাই চাওয়া।শুভকামনা রইলো দুজনের জন্য। 🥰🥰

 7 months ago 

অনেক অনেক অভিনন্দন দাদা, আপনার নতুন জীবন আরো সুখকর হোক, জীবনের প্রতিটি মুহূর্ত আরো রঙিন হয়ে উঠুক এবং প্রতিটি পদক্ষেপে স্বপ্নের মানুষটি আপনার পাশে থাকুক এই কামনা করছি। শুভ বিবাহিত জীবন।

 7 months ago 

আপনাদের দুইজনের নতুন রুপে, নতুন ভাবে একসাথে পথচলার দিনে আপনাদের জন্য মন থেকে শুভকামনা রইলো ছোটদাদা। আগামী দিনগুলো খুব সুখী থাকুন পরিবারের সবাইকে নিয়ে। নতুন জীবন সুখ-সমৃদ্ধি এবং ভালোবাসায় ভরপুর থাকুক।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা যেন এরকম ভাবে সুখে-দুখে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারেন । আসলে দাদা সৃষ্টিকর্তা মনে হয় আপনার জীবন অনেক সুখময় এবং ভালোভাবে কাটানোর জন্যই স্বাগতা দিদিকে আপনার কাছে পাঠিয়েছেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এমন একটা দিন দেখব বলে অপেক্ষায় ছিলাম। কিছু অনুভূতি লিখেও প্রকাশ করা যায় না হয়তো। আপনার পুরো লেখা পড়ে আমার ক্ষেত্রেও তাই হলো দাদা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনের এই নতুন অধ্যায়ের প্রতিটি ধাপে যেন তিনি আপনাদের সহায় হোন। ভালোবাসা আর শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে। ❤️❤️

 7 months ago 

প্রথমেই জানাই শুভকামনা ও আশীর্বাদ। আসলে মনের মতো সুসঙ্গী পাওয়া অবশ্যই ভাগ্যের উপর নির্ভর করে।সত্যি দিদির মুখটাই লক্ষীমন্ত তাই তার আচার আচরণ ভালোবাসা সব কিছুই লক্ষীমন্ত।খুব আনন্দ আনন্দ লাগছে দাদাও দিদির শুভ পরিনয় হচ্ছে জেনে।বন্ধুত্ব থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা সব গুলোই খুব সুন্দর ও রোমান্টিক।ধন্যবাদ দাদা সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

অনেক ভালো লাগলো দাদার বিষয়টি আপনি আমাদের সাথে খুব সুন্দর ভাবে বিস্তারিত শেয়ার করলেন। আসলেই দীর্ঘ দিনের বন্ধুত্ব। সেই সাথে ভালোবাসা আবার সেই ভালবাসার প্রিয় মানুষের সাথে জীবনের জার্নি বেশ খুশির একটি অধ্যায় দাদা। তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা দুজনের জীবন যেন খুব সুন্দর ভাবে অতিবাহিত করতে পারেন। একসঙ্গে যেন আপনাদের সবাইকে সব সময় সুখে রাখেন। আপনাদের পরবর্তী জীবন যেন খুবই সুখের কাট। এবং পরিবারের সবাই যেন এক সাথে একই বন্ধনে আবদ্ধ থাকতে পারেন সেই কামনা করি। আপনাদের পরিবারের সবার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69706.59
ETH 3690.54
USDT 1.00
SBD 3.23