আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৪

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নিত্যনতুনে আবিষ্ট তোমার মন
পুরাতনে গায়ে ধরে জ্বালা,
সুখের মাঝে থেকেও তোমার অন্তর
ঝুলাতে পারে নি কোনো মায়ার তালা।

আজ সহস্রতে মেতে উঠেছো
ভাবছো কি সুখের জীবন,
আসল মানিক চেনোনি তুমি
আফসোস, এমন দুর্ভাগা আছে আর ক'জন?!

লেখক

@kazi-raihan

লেখক এর অনুভূতি:

বর্তমান প্রজন্মে এসে সবাই ভালোবাসা না বরং ঝাঁ চকচকে তে আকৃষ্ট হয় বেশি নতুন নতুনে থাকে ঝোঁক, অথচ এই মোহে থেকে সত্যিকারের ভালোবাসাই হারিয়ে ফেলে যা সে বুঝতেও পারে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

নতুনকে ঘিরে আশা বেঁধেছো মনে
ছিলাম আমি গেলে তা ভুলে ,
থেকেও পরম সুখের ছায়ায়
দেখোনি কখনো আমায় সেই মায়ায়।
অপার মোহে আজ উচ্ছ্বাস তোমার মন
অনুভবে কত সুখ ।
চির ভালোবাসা বোঝোনি তুমি
হায় , অবুঝ তোমার সেই মন।

 2 months ago 

বাহ! দারুণ লিখেছেন তো, ছন্দের সাথে সুন্দর মিল রেখে লাইনগুলো বেশ হয়েছে।

 2 months ago 

ছুটছে সবাই নব জোয়ারের পিছু
আসল ভালোবাসার মৃত্যু,যায়-আসে না কিছু
খাঁটিরা যাচ্ছে ধূলায় লুটিয়ে
সুখেরা পাড়ি দেয় মন থেকে হারিয়ে।

মায়াগুলি এখন শুধুই তামাশার পাত্র
সবই ভুয়া ভালোবাসার ছাত্র
আসল ভালোবাসাকে করেছো লঙ্ঘন
অনুতাপের সাগরে ডুবে যায় এই মন।।

 2 months ago 

ওয়াও দিদি দারুন অনু কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি।

 2 months ago 

ধন্যবাদ দাদা,সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 months ago 

রঙিন দুনিয়ার মাঝে এসে,
প্রকৃত ভালোবাসা হারিয়ে গেছে এক নিমিষে।
পাবো কি আর কখনো আমি,
হৃদয় ভরা সেই ভালোবাসাখানি।

অবুঝ মন আমার বুঝতে পারেনি,
ভালোবাসার সেই হৃদয় খানি।
তাইতো আজও খুঁজে বেড়াই আমি,
প্রকৃত সেই ভালোবাসার মানুষ খানি।

 2 months ago 

দারুণ লিখেছেন

 2 months ago 

ভাই ছন্দে ছন্দে বেশ দারুণ কবিতা লিখেছেন। প্রকৃত ভালোবাসার মানুষ খানিকে খুঁজে পেতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়।

 2 months ago 

নিত্যনতুনে আবিষ্ট তোমার মন
পুরাতনে গায়ে ধরে জ্বালা,
সুখের মাঝে থেকেও তোমার অন্তর
ঝুলাতে পারে নি কোনো মায়ার তালা।

আজ সহস্রতে মেতে উঠেছো
ভাবছো কি সুখের জীবন,
আসল মানিক চেনোনি তুমি
আফসোস, এমন দুর্ভাগা আছে আর ক'জন?!

রঙিন দুনিয়ার রঙিন নেশায় ডুবে
ভাসিয়েছো গা উন্মত্ত উচ্ছাসে,
ভালোবাসার শৃংখলে বাঁধতে চেয়েছি
তুমি ছুটেছো নির্লিপ্ত উল্লাসে।

আজ সন্ধ্যায় উঠেছো মেতে
শত আনন্দে গেয়ে নেচে
বুঝলে না তুমি ভালোবাসার গভীরতা
ধিক্কার, তুমি স্বপ্নরাজের দুঃস্বপ্নের দ্রষ্টা।

 2 months ago 

ওয়াও ভাই আপনি চমৎকার অনু কবিতা লিখেছেন । আপনার অনু কবিতার শব্দ চয়ন গুলো সত্যিই বেশ দারুন লেগেছে আমার কাছে।

 2 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর হয়েছে লাইনগুলো, দারুণ লেগেছে আমার কাছে ভাই।

 2 months ago 

ধন্যবাদ ভাই।

 2 months ago 

নতুন নতুন সামনে আসলে,
পুরনো কে যায় ভুলে।
পুরনো সেই স্মৃতিগুলো,
হারিয়ে গেছে হাজার কষ্টের ভিড়ে।

যখন তোমার কেউ ছিলনা,
পাশে ছিলাম আমি।
এখন সবকিছু পেয়ে,
আমায় ভুলে গেলে তুমি।

পুরাতন জিনিসের মায়া বেশি,
বোঝেনাতো কেউ।
নিঃস্ব করে দিলে আমায়,
পেলাম কষ্টের স্রোতের ঢেউ।

 2 months ago 

তোমার জন্য রেখেছি ওগো,
আমার জীবন বাজি,
তোমার ভালোবাসার মায়ায় পড়ে
হয়েছি আমি উদাসিনী।।

অপেক্ষার প্রহর হয় না গো শেষ,
তোমার জন্য পথও চেয়ে,
তাই তো ভাবছি তোমারও বিহনে,
কি করে বাচঁবো এই ভবনে?

 2 months ago 

নিত্যনতুনে আবিষ্ট তোমার মন
পুরাতনে গায়ে ধরে জ্বালা,
সুখের মাঝে থেকেও তোমার অন্তর
ঝুলাতে পারে নি কোনো মায়ার তালা।

আজ সহস্রতে মেতে উঠেছো
ভাবছো কি সুখের জীবন,
আসল মানিক চেনোনি তুমি
আফসোস, এমন দুর্ভাগা আছে আর ক'জন?!

রঙ্গিন দুনিয়ার রঙ্গিন খেলায়
মেতে উঠেছো তুমি,
তাইতো তুমি আসল ছেড়ে
নকলে হয়েছো মগ্ন।

ভাবছো তুমি কাটবে সুখে
এভাবেই বাকি দিন,
একদিন তুমি পস্তাবে ঠিকই
রইবো না আমি সেদিন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

নতুনের আগমনে আবদ্ধ তুমি
পুরাতনকে করো অবহেলা
মানুষের জীবনে পুরাতনের অবদান বেশি
নতুনের মোহে হয় না আকৃষ্ট
এই বুঝলাম তোমার মন বড় নিকৃষ্ট।

জীবনে কত আসবে যাবে
থেকে যাবে পুরাতন সেই মানিক
তাই সময়ের স্রোতে পুরাতনকে
করোনা অবহেলা
জীবনের কঠিন সময়ে
সেই হবে তোমার অনন্ত পথ চলা।

 2 months ago 

পুরাতন শেষ হলে নতুন জন্ম নেয়
এইতো জগতের নীতি
তাই বলে কি পুরাতনকে
আমরা ভুলে থাকি।
সুখের দিনেও আমি তোমার
দুঃখের দিনেও সাথী ,
নিত্যনতুন আয়োজনে
তুমি আজ মেতেছ নেশায়
মনটি হচ্ছে রঙ্গিন,
আসল মানুষ চেনোনি তুমি
অপেক্ষায় আছি এখন।

 2 months ago 

নতুনত্বে আকৃষ্ট তুমি সর্বদা
তাইতো পুরাতনে শুরু হয় তোমার অবহেলা,
সুখের সাগরে ভেসেও তুমি
নিজেকে একজনাতে আসক্ত রাখতে পারোনি।

রঙ্গিন শহরে বৈঠা বাইছো
এটাই আসল জীবন তাইতো তুমি ভাবছো,
রত্নকে ভাবিলে নগণ্য
আশাহত,এমন কপাল পোড়া আছে বা ক'জন?!

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.77
ETH 3784.66
USDT 1.00
SBD 3.65