আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৪

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আলোর সীমানায় অন্ধকার
মেঘ জমতে শুরু করেছে,
হৃদয়ের সীমানায় উষ্ণতা
শীতল হাওয়ায় চঞ্চল হয়েছে।

আজি বৃষ্টির রিমিঝিমি
টুপটাপ স্পর্শের আলোড়নে,
উষ্ণতা হারিয়েছে শীতলতায়
ভালোবাসা জাগ্রত নিরবে।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

হৃদয়ের কোনে একটু মেঘ চাই, চাই শীতলতার স্পর্শের বৃস্টি। উষ্ণতা হারিয়ে চঞ্চল হতে চাই শীতলতার আলোড়নে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

আজ ঝরঝর এই মিষ্টি বৃষ্টিতে
মন চায় দূর অজানায় হারাতে।
বৃষ্টির রিমঝিম শব্দের ঘোরে,
আনমনে হারিয়ে যাই কোন এক ভোরে।

 last month 

মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম শব্দে দূর অজানায় হারিয়ে যেতে ইচ্ছে করে। সত্যি ভাইয়া দারুন লিখেছেন। বেশ ভালো লাগলো।

 last month 

খুব খুশি হলাম আপু আমার অনু কবিতার প্রশংসা করার জন্য।

 last month 

বৃষ্টিতে হৃদয় চঞ্চল হয়ে ওঠে তাইতো হারিয়ে যেতে ইচ্ছা করে দূর অজানায়। অনেক চমৎকার লিখেছেন ভাই।

 last month 

একরাশ অন্ধকার জমেছে মনের আঙিনাতে
আলোগুলি কালিমা লিপ্ত হয়ে ধোঁয়াশাময়,
সব উষ্ণতা ছুঁয়ে নতুন প্রানের জাগরণ
ঠান্ডা পরশে কাটাতে চায় এই মন।

বর্ষণমুখর এই সন্ধ্যায়
ঝিরিঝিরি শীতল হাওয়ায়,
উত্তপ্ত পৃথিবী হয়েছে কিছুটা শান্ত
ভালোবাসা তাই এখন হৃদয়ে জীবন্ত।।

 last month 

বর্ষার কোন এক সন্ধ্যায় হয়তো পৃথিবীটা শীতলতায় ভরে যায়। আর সেই শীতলতার মাঝে ভালোবাসা জীবন্ত হয়ে যায়। দারুন লিখেছেন আপু।

 last month 

ধন্যবাদ আপু।

 last month 

ওয়াও দিদি আপনার অনু কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। বর্ষণমুখর পরিবেশে ভালোবাসা জীবন্ত হয়ে যায়। অনেক সুন্দর লিখেছেন শুভকামনা রইল।

 last month 

ধন্যবাদ দাদা,সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 last month 

ভালোবাসার আলোড়নে জাগ্রত,
হৃদয়ের কোণে জমা আবেগ,
উষ্ণতার ছোঁয়ায় হয়েছিল নিস্তেজ,
শীতলতায় তার জেগেছে উদ্বেগ।

স্পর্শকাতর মনটা এখন,
ডুবেছে সজীবতার সমুদ্রে,
ভালোবাসাময় জাগ্রত আবেগ,
খুশি আছে গভীর নিরবে।

 last month 

খুব ভালো লিখেছো।🌹❤️

 last month 

মেঘ হতে মেঘে ভালোবাসার টানে
বৃষ্টি ঝরবে আজ এই মাটির বুকের মাঝে
ভালোবাসার সৃষ্টি হবে এই ধরাতে
আজ তাই শিহরণ জাগে এই মনের মাঝে।

সতেজতায় স্নিগ্ধ হবে চারিপাশ
চঞ্চল হবে মন আজ তোমার অপেক্ষায়
বসে বসে প্রহর গুলি আসার অপেক্ষায়
এই বুঝি এলে তুমি শীতলতায়।

 last month 

অভিমানে রুষ্ঠ মনে
একটু খানি মেঘের হাওয়া,
বৃষ্টি হয়ে ঝড়ুক কান্না
দেখি বসে অবেলায় যাওয়া।

শীতলতার শীর্ষে থেকে
উষ্ণতাকে যায় না ছোঁয়া,
ভালোবাসার আলোরনে জাগ্রত হয়ে
ভেসে ওঠে মন খারাপির ধোঁয়া।

 last month 

অভিমান মনে জমলে মেঘের আবাস ভেসে বেড়ায় হৃদয় জুড়ে। আর সেই হৃদয়ে ভালোবাসা খুঁজে শীতলতা। দারুন লিখেছেন ভাইয়া।

 last month 

কালো মেঘের আড়ালে ,
রয়েছে সুন্দর নীল আকাশ।
হৃদয়ের ভিতরে গভীরে,
রয়েছো তুমি সুপ্ত বাতাস।

উষ্ণতায় পরিপূর্ণ এখন স্বদেশ,
রয়েছে চারিদিকে উচ্ছ্বাস।
একটুখানি সতেজ হাওয়া হয়ে,
তুমি হও প্রশান্তির নিঃশ্বাস।

 last month 

সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রোদ
হৃদয়কে করেছে মরুচর!
আমাকে করেছে বেদুইন
এখন ঘুরে বেড়াই দেশ দেশান্তর।

আজ কত দিন দেখিনা
হৃদয় চক্ষে শীতলতা!
ব্যাকুল আমার এই হৃদয়
দেখতে বৃষ্টির ভারী ধারা।

 last month 

আজই তোমাতে খুঁজি সুখ
তোমাতে হারাই
তোমার সেই উষ্ণতায়
হৃদয় কে রাঙাই ।।

বৃষ্টির রিমিঝিমি শব্দের মাঝে
তোমার ভালোবাসা মন যে খোঁজে,
আসবে কি প্রিয় ওগো এ শীতল ধরায়,
কষ্ট কে করবে দূর তোমার ভালোবাসায়।।

 last month 

বাহ দারুণ লিখেছেন আপু।

 last month 

তৃষ্ণার্ত হৃদয় আমার
শুধুই খোঁজে মেঘ,
মেঘের মতো যা দেখি সব
লাগে যেন ফেক।

মেঘের দেয়া বৃষ্টি ফোঁটায়
শীতল হবে মন,
চঞ্চলা এই হৃদয় ভিজে
থাকবে সারাক্ষণ।

মেঘের কাছে তাইতো করি
বৃষ্টি আবেদন,
অঝোর ধারার বৃষ্টি হোক
এটাই নিবেদন।

 last month 

ভালোর মধ্যেই খারাপের আনাগোনা
বিশ্বজুড়েই চলছে তাই দুর্নীতির বঞ্চনা,
ধরায় চাই পবিত্রতার বৃষ্টি
যাতে অন্যায় দূরীভূত হয়ে,মিলবে শুধু শান্তি।

চলছে এখন চতুর্দিকে শুধুই হাহাকার
সূর্য মামাও দিচ্ছে প্রচণ্ড তাপ তাহার,
চাই যে একটু শীতলতার হওয়া
নতুন জীবন অঙ্কুরিত হবে পেলে বৃষ্টির ছোঁয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67597.54
ETH 3772.68
USDT 1.00
SBD 3.55