আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৭

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

জীবনের ভাবনাগুলো নিশ্চল নীরব
হচ্ছে প্রতিনিয়ত, নির্মম আঘাতে।
হৃদয়ের স্বপ্নগুলো ধূসর কালো
হচ্ছে প্রতিনিয়ত, রাতের অন্ধকারে।

সময়ের সাথে মানুষের ব্যবহার
কেন এতো পাল্টে যায়?
অযথা বিরূপ আচরণে সবাই
কেন এমন বদলে যায়?

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

জীবনের অনুভূতিগুলো মাঝে মাঝে সত্যি বড্ড বেশী অসহায় হয়ে যায়, চেনা মানুষগুলোর অচেনা ব্যবহার খুব বেশী নির্জীব করে দেয় হৃদয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

জীবনের এক প্রান্তে ভাবনাগুলো বড্ড গুরুগম্ভীর
নিয়মের করাঘাতে,বন্দিনীর বেদনাতে।
হৃদয়ের কল্পনায় যায় ছাই উড়ে
নিয়মের বেড়াজালে, কালো রঙের গভীরে।

পরিচিতরা নাম লেখায় অপরিচিতদের খাতায়
কেন এত ঘটে বদল?
উদ্মত্তায় সবাই খোলসের আড়ালে মুখ ঢেকে
কেন এমন রঙের বিনিময়?

 2 months ago 

দারুণ লিখেছেন লাইনগুলো, শব্দের সাথে অর্থের দারুণ সংযোগ হয়েছে। অনেক ধন্যবাদ

 2 months ago 

সবই আপনাদের আশীর্বাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।

 2 months ago 

দিদি আপনার লেখা অনু কবিতাগুলো সব সময়ই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

জীবনের ভাবনাগুলো নিশ্চল নীরব
হচ্ছে প্রতিনিয়ত, নির্মম আঘাতে।
হৃদয়ের স্বপ্নগুলো ধূসর কালো
হচ্ছে প্রতিনিয়ত, রাতের অন্ধকারে।

সময়ের সাথে মানুষের ব্যবহার
কেন এতো পাল্টে যায়?
অযথা বিরূপ আচরণে সবাই
কেন এমন বদলে যায়?

জীবনের পথটা কঠিন পাথুরে
হচ্ছে প্রতিনিয়ত, বিষম কড়াঘাতে।
বুকের মাঝে লালিত সুখের স্বপ্ন
ডুবে যাচ্ছে দুঃস্বপ্নের কালো আঁধারে।

উল্টে যাচ্ছে দুনিয়া, পাল্টে যাচ্ছে
ভালো মানুষের বুনিয়া কেন?
আমিতো ভালোবাসতে চাই
কেন আমি অবজ্ঞার পাত্র?

 2 months ago 

ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে ভাই। অনেক ভালো লাগলো আপনার অনু কবিতাটি পড়ে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত করার জন্য। ♥️

 2 months ago 

স্বার্থের খেলায় আজ ভুলে গেলে তুমি
একদিন আমায় তুমি খুঁজবে সেতো জানি
নিজের মাঝে তুমি হিংসার বীজ বুনে
আপন মানুষকে তুমি করেছো পর ভবে।।

তোমার স্বার্থপরতায় বদলে গেছি আমি
কষ্টের আঘাত গুলো মনে মনে ভাবী
তোমার দেওয়া আঘাত মনে আছে গাঁথা
ভুলিবো কেমনে বলো রেখে গেছো যাহা।।

 2 months ago 

আমার আশার আলো যাচ্ছে নিভে
তোমারই নির্মম অবহেলাতে।
ইচ্ছেগুলো সব মলিন হয়ে গেছে
প্রতিনিয়ত কিছু নিশি আঘাতে।

রাত দিনের মতো
কেনো যে পাল্টাও তুমিও
নিষ্ঠুর অভিমানী হয়ে
কেনো যে হারাও তুমিও।

 2 months ago 

বদলে যাওয়া মানুষের রুপ
মনে বাড়ায় জ্বালা আরো দিগুন
কষ্ট পেতে পেতে হয়েছে মন পাথর
ধিকিধিকি কষ্টগুলো জ্বলছে অবিরত।

রুপ বদলের এই খেলায়
হেরে গিয়েছি আমি এই অবেলায়
পরিচিত জনরা হয় আজ অচেনা
জীবনের মানে আজ বড়ই অজানা।

Posted using SteemPro Mobile

 2 months ago 

হ্নদয়ের পথে স্রোতহীন ঢেউ
অনবরত বয়ে যায়
মানুষের নির্মম অবহেলায়,
চঞ্চলতা হারিয়ে যায়
শুভ্রতার শুরুর বেলায়।

অথচ প্রতিনিয়ত কত সুন্দর স্বপ্ন
সাজিয়েছি নিজের অন্তরে,
অকারণে দোষের ভাগিদারে
তা আজ রুপ নিয়েছে রংচটা ধূসরে।

 2 months ago 

ওয়াও বন্ধু তোমার অনু কবিতাটি অনেক ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

তাইতো আজ আমি আঘাতের সাথেই
গড়েছি বন্ধুত্ব আর প্রেম
যেন বার বার আঘাতের কষাঘাতে
ভেঙ্গে না পড়ি এই অবহেলিত আমি।।

কষ্টের কাছে দিয়েছি নিজেকে বিক্রি করে
যাতে করে ভালোবাসার প্রলোভনে
হতাশা আর না পাওয়ার বেদনাগুলো
আমায় ছুঁতে না পারে, না পারে আমায়
ভেঙ্গে দিতে আমার ভাঙ্গা হৃদয়টাকে।।

 2 months ago 

মাঝে মাঝে জীবন আঘাতের সাথে লড়াই করে যায়। আর মাঝে মাঝে বিনিময়ে শুধু আঘাত পায়। দারুন লিখেছেন আপু।

 2 months ago 

অনেক আঘাতের পরেও নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রাখাটা সত্যি দারুন ব্যাপার। অনেক ভালো লাগলো আপনার অনু কবিতাটি পড়ে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সময়ের সাথে বদলে যায়
মানুষ ও তার রুপ,
নির্মম আঘাতে মন ভেঙ্গে দেয়
তাই হয়ে যাই চুপ।

ভাবনাগুলো নিরব এখন
রাতের অন্ধকারে,
অযথা সব বিরূপ আচরণ
বেঁচে থাকতেও মারে।

কেমনে এটা পারে-?

 2 months ago 

জীবনের স্বপ্নগুলো অসীম অজানা,
হচ্ছে মাটি, ঘাত-প্রতিঘাতে।
হৃদয়ের কষ্টগুলো,
বৃষ্টি হয়ে ঝরে পরে।

কেউ দেখে না হাসির অন্তরালে কান্নার শব্দ,
কেউ বুঝে না হৃদয়ের অনুভূতি যত!
কেন মানুষ হয় স্বার্থপর?
সময় গেলেই বুঝি আপন হয়ে যায় পর!
কেন মানুষ করে হৃদয় নিয়ে ছলনা?
স্বার্থ হাসিল করাই যেন তাদের প্রথম প্রেরণা!
মানুষ কেন করে খেলা মন নিয়ে?
মনের ভাঙনে কি সুধা মিটে!

 2 months ago 

নীরবতা আজ মেনে নিয়েছে ভাগ্য
ভাবনা গুলো আজ ভাষাহীন
বদলেছে মানুষ আর বদলে গেছে দিন
সময়ের সাথে বদলে গেছে
চিরচেনা আপন মানুষের রূপ
সময় বদলায়, বদলায় মানুষ
অনুভূতি গুলো আজ নিশ্চুপ।

 2 months ago 

একেবারে মনের অনুভূতি দিয়ে কথাগুলো লিখেছেন আপু। লেখাগুলো যেন মন ছুয়ে গেল।

 2 months ago 

সত্যি বলেছেন আপু সময়ের সাথে সাথে মানুষগুলোও পাল্টে যায়। ‌ আপনার অনু কবিতাটি পরিবেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.77
ETH 3784.66
USDT 1.00
SBD 3.65