সুখের অভাব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে আমার কাছে মনে হয় যে মানুষ কখনো না খেয়ে মারা যায় না। মানুষ মারা যায় সুখের অভাবে। আসলে এই পৃথিবীতে সুখের খুবই প্রয়োজন। আপনি একটা দিক কখনো ভেবে দেখেছেন যে, এই পৃথিবীতে ধনী লোকের যেমন টাকার অভাব নেই কিন্তু তবুও তারা সুখের জন্য চারিদিক ঘুরে বেড়ায়। তেমনি গরিব মানুষেরও একটু সুখের জন্য তারা কঠোর পরিশ্রম করে। আসলে ধনী হোক বা গরীব হোক দুই শ্রেণীর লোকেদেরই কিন্তু জীবনে সুখের প্রয়োজন হয়। তাইতো কাছে টাকা থাকুক বা না থাকুক জীবনে সুখের প্রয়োজন অনেক বেশি। আর এই সুখকে কখনো টাকার বিনিময়ে ক্রয় করা যায় না।



আসলে সুখ এমন এক জিনিস যা মানুষের কাছে টাকা থাকলেও সেই সুখ তার কাছে থাকে না এমনকি যার কাছে টাকা নেই তার কাছেও কিন্তু সুখ থাকে না। আসলে আমরা যদি সুখের পিছনে ছুটে বেড়াই তাহলে সুখ কখনো আমাদের কাছে ধরা দেবে না। আসলে যারা এই সুখের কথা না ভেবে জীবনে কঠোর পরিশ্রম করে এবং সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে চলে তারাই জীবনে একমাত্র সুখী হতে পারে। আসলে সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে চলার ভিতরে যে সুখ আছে তা অন্য কোন কিছুতে সুখ নেই।



তাইতো আমরা কখনো সুখের পিছনে না ছুটে সব সময় কর্মের পিছনে ছুটে বেড়াবো। কারণ যারা কর্ম করে তাদের জীবনে কখনো সুখের অভাব হয় না। আর যারা পৃথিবীতে অকর্ম করে বিভিন্ন উপায় অবলম্বন করে প্রচুর টাকা ইনকাম করে তারা আসলে জীবনে কখনো সুখী হতে পারে না। কারণ অন্যকে কষ্ট দিয়ে জীবনে বড় হলেও আমরা কখনো প্রকৃত সুখী হতে পারব না। তাইতো আমাদের সকল অসৎ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করে জীবনে উন্নতি লাভ করতে হবে এবং আমাদের কাজের ফলে যেন অন্যের উপকার হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে।


সুখের অভাব


এই পৃথিবীতে সব মানুষ,

না খেয়ে কখনো মারা যায় না।

সুখের অভাবে মানুষ মরে,

ক্ষুধায় কষ্ট ছাড়া কিছু পায় না।


টাকার পিছনে মানুষ ছোটে,

টাকার বিনিময়ে নাকি সুখ জোটে।

কিন্তু টাকা পেলে সুখের দেখা,

আর তো কোথাও মেলে না।


ধনী গরিব সবাই মিলে,

সুখের সন্ধানে ছুটে বেড়ায়।

টাকা দিয়ে সুখকে কখনো,

কেনা তো আর যায় না।


সুখের কথা না ভেবে যারা,

দিনরাত কঠোর পরিশ্রম করে।

সুখ না চাইতেও তারা,

সুখে তাদের দিন চলে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67731.65
ETH 3780.34
USDT 1.00
SBD 3.51