হিংসে নাকি প্রোমোশন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবাই বিভিন্ন কাজের সাথে জড়িত। এমনটা নয় যে, কেউ হয়তো কাজ করছি আবার এমনটা ও নয় যে কেউ হয়তো কাজ করছে না। অর্থাৎ প্রতিটা মানুষ ই জীবনে বেঁচে থাকার জন্য কাজ করে এবং সবাইকেই বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার।

এবং মানুষের জীবনে যেমন কাজ থাকে। তেমন আয়, উন্নতি, অবনতি সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের কাজকর্ম বা কর্মক্ষেত্র। এখন সেই সব কর্মক্ষেত্রে দেখবেন যে, আপনি যদি একটু উন্নতি করা শুরু করেন। তবে আপনার প্রতি সবাই হিংসাত্মক মনোভাব পোষণ করবে এবং আপনি খুব ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরতে থাকবেন, সকলের অপছন্দের ব্যক্তি হয়ে যাবেন। আর এইটা করার একমাত্র কারণ হলো , আপনি কাজে ভালো করছেন। তারা কাজে ভালো করতে পারছে না ।

আমি মনে করি মানুষ এই ধরনের হিংসাত্মক মনোভাব মনে মনে পোষণ করলে কখনোই কর্মক্ষেত্রে ভালো কোনো কিছু আশা করতে পারে না। এবং ভালো কোনো কিছু হয় ও না।আর যারা এই ধরনের কথাবার্তায় কিংবা ব্যাপারে মনোযোগ না দিয়ে নিজের কাজটাই করে যায়। দেখবেন তারাই কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রমোশন পায়। এবং তাদের কাজের মূল্যটা তারা বরাবর পায়। আর যারা শুধুমাত্র হিংসে করতে থাকে এবং মানুষের পিছনে কথা বলতে থাকে। তাদের ঠিক অবনতিটাই হতে থাকে।

আর এই অবনতির জন্য যে মানুষগুলো হিংসে করে। তারা আজীবন হিংসে করতেই থাকে।আর যারা প্রোমোশন পেতে থাকে,নিজের কাজের ধারা আরো ভালো করতে থাকে,অন্যকে নিয়ে মন্তব্য না করে নিজের কাজটা ঠিকঠাক করতে থাকে, তারাই জীবনে বেশি উন্নতি করে। আর অফিসিয়াল ভাষায় বলতে গেলে তারাই সবচেয়ে বেশি প্রোমোশন পায়।তাই আমি মনে করি কর্মক্ষেত্রে মানুষের পিছনে কথা না বলে, শুধু শুধু অন্যের উন্নতি নিয়ে হিংসে না করে। যদি নিজের কাজটাতে মন দেওয়া যায়। তাতেই অনেক বেশি লাভবান হওয়া সম্ভব।

আর তাও যদি মানুষের ইচ্ছে না করে। অর্থাৎ শুধুমাত্র হিংসে করে যেতে ইচ্ছে করে এবং সেই আগের জায়গাতেই পরে থাকতে ইচ্ছা করে। তাহলে সে তা ই করতে পারে এবং তার ফল হবে শুধুমাত্র অবনতি আর অবনতি।
Sort:  
 10 days ago 

যারা আসলে অন্যের উন্নতি দেখে হিংসা করে এবং সারাক্ষণ সমালোচনা করতে থাকে,তারা কখনোই উন্নতি করতে পারে না। কারণ তাদের সময় তো অন্যের সমালোচনা করতে করতেই চলে যায়। এতে করে নিজের কাজকর্ম করার সময় পায় না। প্রকৃতপক্ষে তারা যে সময়টুকু অন্যের সমালোচনা করার পিছনে ব্যয় করে, সেই সময়টুকু যদি মন দিয়ে কাজ করতো,তাহলে তারা অবশ্যই উন্নতি করতে পারতো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67659.20
ETH 3773.37
USDT 1.00
SBD 3.55