Better Life with Steem|| The Diary Game||13 may 2024

in Incredible India18 days ago

মানুষ মানুষের জন্য পৃথিবীতে আমরা চলার পথে যে কোন বিপদেই পড়ি না কেন দিনশেষে মানুষই আমাদের সাহায্য করে থাকে। তাই বলে যে সব মানুষ সাহায্য করে এমনটা কিন্তু নয়। অনেক মানুষ সাহায্য করতে এসে মানুষকে বিপদের ফেলিয়ে দেয় আর এরকম মানুষও আজকাল অনেক।

Picsart_24-05-14_18-35-03-335.jpg

যাইহোক গতকালকে আমার পরীক্ষা ছিল না। কিন্তু পরের দিন যে পরীক্ষা ছিল সেটা অনেক কঠিন আর সেই কঠিন পরীক্ষায় একদিন বন্ধ দিয়েছে, তাই অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম। আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করেই পড়তে বসি। আর পড়তে বসে দেখি অনেক ম্যাথ মাথা থেকে আউট হয়ে গেছে। আসলে ম্যাথ এমন একটি সাবজেক্ট যদি চর্চা না থাকে, তাহলে এটা অটোমেটিক মাথা থেকে আউট হয়ে যায়। পরে দীর্ঘ সময় পড়ার পর কিছুটা নিয়ন্ত্রণের নিয়ে আসি।

IMG_20240513_182916.jpg

তার একটু পরেই বোন বলতেছিল ব্যাংকে যেতে টাকা উঠানোর জন্য কিন্তু আমার দুলাভাই তার স্বাক্ষর সঠিকভাবে দিতে পারছিল না। আর স্বাক্ষর যদি সঠিক না হয়, তাহলে ব্যাংক কতৃপক্ষ কখনোই টাকা দেবে না। অনেকক্ষণ ট্রাই করার পর স্বাক্ষর দিতে পারে তাও আগের মত হয়নি। পরে এই অবস্থায় নিয়ে যাই ব্যাংকে, আমি ভেবেছিলাম হয়তো দিবে না কিন্তু চেক দেওয়ার পর টাকা দিয়ে দেয়।

IMG_20240513_182838.jpg

পরে আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, চলে যাই একটা মিষ্টির দোকানে বোনের জন্য রসমালাই নেওয়ার জন্য। পরে সেখানে যেয়ে আমি হাফ কেজি রসমালাই নেই ২০০ টাকা দিয়ে। পরে একটা অটোতে উঠে চলে আসি বাসায় আর বাসায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায়।

IMG_20240513_183107.jpg

পরে বাসায় এসে কিছু সময় রেস্ট নেওয়ার পর গোসল করে নেই। আর গোসল করা হলে রুমে চলে আসি আর কিছু সময় বসে থেকে একটু ফোন দেখি তার একটু পরেই দুপুরের খাবার খেয়ে রুমে এসে বই নিয়ে বসি। পরে অনেক সময় পড়াশোনা করে একটু বাইরে বের হই।

IMG_20240513_182809.jpg

ম্যাথ এমন একটি সাবজেক্ট যে দীর্ঘ সময় পড়লে ভালো লাগেনা জানি না সবার এরকম হয় কিনা। যাই হোক পরে বাইরে হাঁটাহাঁটি করার সময় আমার একটা বন্ধু আমাকে ডাক দেয়, সে একটা মেশিন ঠিক করতে ছিল। অনেকদিন হয় তার সাথে দেখায় হয় না আসলে বর্তমান সময়ের বাসা থেকে খুব কম বের হয়। পরে তার সাথে অনেকক্ষণ গল্প করি আর গল্প করার পর আমি বাসায় চলে আসি।

আর বাসায় আসার পর বোনের সাথে বসে কিছু সময় গল্প করি। পরে বিকালে নাস্তা করে নেই আর নাস্তা করার পর আমি বই নিয়ে পড়তে বসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Sort:  
Loading...
 18 days ago 
  • ভাই, সত্যি এই বিষয়টা সত্যিই খারাপ লাগে, অনেক সময় সহজ পরিক্ষার আগে অনেকদিন বন্ধ থাকে কিন্তু কঠিন পরিক্ষার আগে বন্ধ থাকে না।

  • একদম ঠিকই বলেছেন, ম্যাথ যত বেশি প্রাকটিস করা হয় ততবেশি সহজ মনে হয়। আমার ম্যাথ রয়েছে এজন্য এটা আমি জানি খুব ভালো ভাবে। আমার সারাদিন ম্যাথ করলেও একঘেয়েমি লাগে না। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 16 days ago 

আর এরকম বন্ধের রিয়াল থাকার জন্য পরীক্ষা অনেক সময় খারাপ হয়।। তার পর খুব বেশি খারাপ হয়নি।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।

 17 days ago 

একদম ঠিক বলেছেন ম্যাথ এমন একটি জিনিস যা যদি চর্চা না করা হয়। তাহলে কোন কিছুই আর মনে থাকে না।
এদিকে আপনার বোন ব্যাংক থেকে টাকা তুলে আনতে বলেছে। কিন্তু আপনার দুলাভাই সঠিক ভাবে স্বাক্ষর দিতে না পারায় বেশ ঝামেলায় পড়েছিলেন।
যাইহোক তারপরও স্বাক্ষর দেওয়ার পর ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছেন।
আমার বাসায় আসার সময় বোনের জন্য রসমালাই নিয়ে এসেছেন।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 16 days ago 

একদম ভাই ম্যাথ চার্চা না থাকলে কখনোই মনে থাকবে না।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 17 days ago 

ম্যাথ আসলে আপনি যত বেশি প্রাকটিস করবেন ততো বেশি মনে থাকবে। কোনো কারণে প্রাকটিস করা বন্ধ করলেই ভুলে যেতে থাকবেন। ম্যাথ বেশিরভাগ মানুষই করতে পছন্দ করেন। এর কারণ দেখেছিলাম যে ,আমাদের ব্রেইন আসলে আমাদেরকে দিয়ে বেশি পরিশ্রম করতে চায় না।
আপনার দুলাভাইয়ের ঠিকমতো সাক্ষর দিতে এখনো সমস্যা হচ্ছে জেনে খারাপ লাগলো কিছুটা। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন। শেষ পযন্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পেরেছেন জেনে ভালো লাগলো।
বোনের জন বাসায় ফেরার পথে রসমালাই নিয়ে এসেছিলেন। বোন আর ভাগ্নের প্রতি আপনার এই ভালোবাসা খুব ভালো লাগে আমার।
ভালো থাকবেন সবসময়।

 16 days ago 

আমার কাছে ম্যাথ অনেক বেশি প্যারা লাগে তারপরও যেহেতু সাবজেক্ট এরকম পড়তে তো হয়।। খুবই চমৎকারভাবে কমেন্ট করেছে ভালো লাগলো।।

 16 days ago 

ঠিক বলেছেন অঙ্ক রোজ প্রাকটিস না করলে কিছুই মনে থাকে না। আপনার পোস্টটা খুব ভালো হয়েছে। ভালো থাকবেন।

 15 days ago 

রসমালাই আমার কাছে অনেক প্রিয়। তবে অনেকদিন যাবত খাওয়া হয় নাই রসমালাই দেখে তো অনেক লোভ লাগছে ভাই তবে এখানে আমি লোক দিচ্ছি না যেহেতু আপুর জন্য কিনছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম বেশি ভালোভাবে উপস্থাপনা করার জন্য।

 12 days ago 

প্রিয় জিনিস এতদিন হয় খান না কারণ কি ভাই?? যদি টাকা পয়সা লাগে বলেন পাঠিয়ে দেই না হয় রসমালাই পাঠিয়ে দেই😆😊

 11 days ago 

ভাই আপনাদের তো টাকা পয়সার কোন অভাব নাই আপনারা শুধু ডলারের পর ডলার ইনকাম করেন। সমস্যা নাই কিছু পাঠিয়ে দিয়েন। মাঝে মাঝে কমেন্টের মধ্যে মশকরা করলে ভালই লাগে।

 11 days ago 

ডলার রাখার জায়গা পাচ্ছি না ভাই।। আপনার কোন একটা এক্সচেঞ্জারের এড্রেস দিয়েন ওখানে কিছু জমা রাখবো নি।।😆

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56