জেনারেল রাইটিং:- "প্রতিটি কঠিন পথই নতুন সম্ভাবনার দরজা খোলে।"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
জীবনে এগিয়ে যাওয়ার পথে আমরা অনেক কিছু সম্মুখীন হয়ে থাকি। আর আমাদের এগিয়ে যাওয়ার পথ যেমন কঠিন হয়ে থাকে, তেমনি আবার অনেক বেশি সহজ হয়ে থাকে। আমরা যত বেশি কঠিন মনে করি তত বেশি কঠিন নয়, আবার যত বেশি সহজ মনে করি তত বেশি সহজ নয়। আমাদের নেওয়া প্রতিটা চ্যালেঞ্জ নতুন নতুন সব ধরনের সুযোগের জন্ম দিয়ে থাকো। আমাদের এগিয়ে যাওয়ার পথ যত বেশি কঠিন হবে, তার সম্ভাবনাও কিন্তু তত বেশি হয়ে থাকবে। এইজন্য পথকে কঠিন করতে হবে সম্ভাবনা বাড়াতে হবে।
আর আমাদের এই কঠিন পথ অতিক্রম করার জন্য আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়। কোনো কিছুই কিন্তু কষ্ট ছাড়া এমনিতেই হয়ে যায় না। প্রতিটা কঠিন পথ আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করে। আর আমাদের সেই শক্তিকে আমাদের সব সময় অবশ্যই কাজে লাগাতে হবে। যার মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি। আর এই সব কিছুর মধ্যেই বাধা বিপত্তি অবশ্যই আসে। অনেকে রয়েছে বাধা আসলেই থেমে যায়। কিন্তু ওখান থেকে এই শিক্ষা নিতে হবে আমাদেরকে। সমস্যা আছে মানে এটার সমাধান অবশ্যই রয়েছে। প্রতিটা সমস্যা আমাদেরকে এক একটা বিষয় শিখিয়ে যায়।
যেকোনো কিছু করার জন্য ঝুঁকি নেওয়া অবশ্যই দরকার। ঝুঁকি না নিলে কোনো কিছুই হয় না। আমরা যত বেশি ঝুঁকি নেব তত ভালো ফল পাব। আমরা যদি ঝুঁকে নিই তাহলে নতুন কিছু চালু হবে। আমাদের এগিয়ে যাওয়ার কঠিন পথ আমাদেরকে কিন্তু অনেক বেশি সাহায্য করে থাকে আমাদের জীবনে। এটি আমাদের আত্মবিশ্বাস কে অনেক বেশি বাড়িয়ে থাকে। আর এর ফলে আমরা পরবর্তীতে যে কোন কিছু আরো ভালোভাবে করতে পারি। আমাদের নেওয়া পরবর্তী চ্যালেঞ্জের জন্য এটি একটু বেশি কাজ করে থাকে।
আমরা যদি শুরুটা কঠিন দিয়েই শুরু করি তাহলে আমাদের শেষটা অনেক বেশি সহজ হবে। কিন্তু প্রথমেই যদি সহজ কিছু দিয়ে শুরু করি, তাহলে শেষটা অনেক বেশি কঠিন হবে, যেটা আমরা সামাল দিতে পারবো না হয়তো। সবকিছুর মাঝেই আমরা অনেকবার ধাক্কা খেয়ে থাকি। কিন্তু মাঝপথে আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে কোনো কিছুই আমরা করতে পারবোনা। হাল না ছেড়ে দিয়ে ধৈর্য ধরা উচিত আর এগিয়ে যাওয়া উচিত। এই ধরনের ধাক্কা গুলো আমাদেরকে হাল ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে আরো বেশি প্রেরণা দিয়ে থাকে এগিয়ে যাওয়ার জন্য।
কঠিন পথ গুলো অন্য পথের থেকে হয়ে থাকে সব থেকে আলাদা। আর এই পথগুলো আমাদেরকেও আলাদা করে তুলে। প্রতিটা জয়ের পেছনে লুকিয়ে থাকে কষ্টের একটা গল্প। আর সেই গল্পের শেষটা জয় দিয়ে হলে সত্যি খুব সুন্দর হয়। আমরা যদি অজানা পথে হাটি তাহলে আমরা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকি। আর আমাদের এরকম হাজারো অভিজ্ঞতা অর্জন করা দরকার। যেন আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি। কারণ এরকম অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে লাগে। আর এই সবকিছু মিলিয়ে সুন্দর একটা জয় আমরা অর্জন করি। ধৈর্য আর সাহস নিয়ে আমাদের সেই জয় অর্জন করতে হয়।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1962752231238967428?t=3ST8k2bZAAx1XVsTTd5Uhg&s=19
আসলেই পথ যতই কঠিন হোক না কেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে।আর ভালো কিছুর জন্য কঠিন পথ পার করতে হয়, সুন্দর লিখেছেন আপু।ধন্যবাদ আপনাকে।
আমার পুরো পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।।
https://x.com/TASonya5/status/1963055987511976076?t=eECaRhoBhUoNb43IbsuPJQ&s=19
আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। আসলে মানুষের জীবনে যে কোন কাজ করতে হলে ঝুঁকি নিতে হয়। আর কঠিন পথ গুলোতে যখন জোকি নেওয়া হয় তখন নতুন কিছু শিখতে পারে এবং সম্ভাবনা জাগিয়ে তুলে। খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করবেন তাই ধন্যবাদ আপনাকে।
আসলে প্রতিটা কাজে ঝুঁকি অবশ্যই নিতে হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।