"আমার দেবরের প্রথম বিবাহ বার্ষিকী পালন"(শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ9 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন?আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিবাহ বার্ষিকীর দিন সন্ধ্যায় ওদের দুজনের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছিল। যদিও ইচ্ছা ছিলো এই পার্টি বাইরে করার। কিন্তু এটা হয়তো স্বাগতা ও আমার দেবর মেনে নিতে চাইতো না। কারণ আমি এখনো বাইরে যেতে পারছি না এখনো। আর আপনাদের দাদা রাজি ছিলো না।তাই বাধ্য হয়ে নিজেদের ছাদে পার্টি করার সিদ্ধান্ত নিলাম। যদিও সবকিছু নিলয় আর আমার ভাইপো করেছিলো।সে তো আগের পোস্টে বলছি। ওরা সবকিছু করে আমাকে ফোনে জানিয়েছিল।আমি শুধু ভিডিও কলে দেখেছিলাম। এমনকি ঘরে বসে ফোনে ফোনে ওদের জন্য কেক অর্ডার করেছিলাম।

IMG-20241121-WA0021.jpg

IMG-20241121-WA0017.jpg
এই কেকটি আমি নিজে পছন্দ করে অর্ডার করেছিলাম। আপনারা জানাবেন কেকটি কেমন হয়েছে?যদি ও কেক টি একটু অন্য রকম হয়ে গেছে।রাতে বেশ কয়েক রকমের খাবারেরআয়োজন করা হয়েছিলো। সন্ধ্যায় কফি ও স্ন্যাকের ব্যবস্থা ছিলো। যদিও আমি যদি থেকে পার্টিতে উপস্থিত থাকতে পারিনি। আর আমি উপস্থিত না থাকার কারণে কেক কাটতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। কেক আনতে গিয়ে দেখি আমার অর্ডার করা কেকের ডিজাইন অন্য রকম করে দিয়েছে। এটা নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি করার জন্য আরো দেরি হয়ে গেল। পরে উনারা ক্ষমা চেয়ে নিলো। যাই হোক কিছু করার নেই কেকটি নেওয়া ছাড়া কোন উপায় নেই। যদিও আমি রাত নয়টার পর যেতে পেরেছিলাম। আর। তখন কেক কেটে মূল অনুষ্ঠান শুরু করা হলো।

IMG-20241121-WA0019.jpg

IMG-20241121-WA0007.jpg

IMG-20241121-WA0010.jpg
কেক কাটার পর সবাই মিলে কিছু ফটোশুট করলাম। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম।বিবাহ বার্ষিকীতে দুজন কে নিজের সাধ্য মতো একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি ।জানিনা কত টুকু পেরেছি।

Sort:  
 9 months ago 

বৌদি অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো। স্বাগতা দিদি আর ছোট দাদার বিবাহ বার্ষিকীতে আপনি সম্পূর্ণ সুস্থ না হয়েও তাদের জন্য বিশাল আয়োজন করেছেন। কমিউনিটি সেন্টার থেকে আমার মনে হচ্ছে বাসার ছাদের ডেকোরেশন খুবই চমৎকার হয়েছে। বৌদি যেহেতু কেক আপনি নিজে পছন্দ করে এনেছেন সেটা সুন্দর না হয়ে কি থাকতে পারে। আপনার পছন্দ জাস্ট অসাধারন। কেকের ডেকোরেশন খুব সুন্দর হয়। আপনাকে ও দিদি কে বেশ সুন্দর দেখাচ্ছে। তাছাড়া টিনটিন বাবু কে অনেক কিউট লাগছে। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি আপনারা সবাই সেদিন খুব আনন্দ করেছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

অনেক দিন পর আপনাকে দেখলাম দিদি।আপনি ছোট দাদা ও দিদির বিবাহ বার্ষিকীর আয়োজনে চমৎকার কেকের অর্ডার করেছেন।সবাই মিলে আনন্দ উৎসব পরিবেশের সৃষ্টি হয়েছে যা দেখে ভীষণ ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে দিনটি কেটেছে বলেই আশাকরি।পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ভালোবাসায় ভরে থাকুক জীবন এমনটাই আশাকরি। অনেক ধন্যবাদ দিদি পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

 9 months ago 

দেখতে দেখতেই এক বছর পূর্ণ হয়ে গেল।মনে হচ্ছে কিছু দিন আগেই যেন বিয়েটা হলো। যাইহোক, আপনারা বেশ দারুন ভাবে প্রথম বিবাহ বার্ষিকী পালন করেছেন। বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বার্ষিকী পালিত হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আশা করছি সামনের বছর আরো সুন্দর ভাবে পালিত হবে।

 9 months ago 

ছোট দাদার প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে বেশ সুন্দর আয়োজন করা হয়েছিল আপনাদের পরিবারে। ছোট বৌদির সাথে আমাদের সকলের প্রিয় বাবুর সুন্দর ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বুঝতে পারলাম অনেক সুন্দর আনন্দ হাসিখুশির মুহূর্ত ছিল দিনটা।

 9 months ago 

জ্বী বৌদি আমরা ভালো আছি এবং দোয়া করছি আপনারাও ভালো থাকেন। আশা টুনকো বাবুও ভালো আছে। হ্যা, ছোট দাদার বিবাহ বার্ষিকীর প্রথম পর্বের অনুভূতি পড়েছিলাম আজ তার বাকি অংশ পড়লাম, বেশ ভালো লাগলো। ফটো শেসনের দৃশ্যগুলো সত্যি বেশ চমৎকার হয়েছে, আপনাদের দুইজনকে দেখে আপন বোনের মতো মনে হচ্ছে। আর টিনটিনকেও অনেক বেশী কিউট ও স্মার্ট লাগছে। অনেক ধন্যবাদ।

 9 months ago 

ছোট দাদা এবং বৌদির প্রথম বিবাহ বার্ষিকীতে দেখছি সবাই মিলে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। অ্যানিভার্সারির জন্য অর্ডার করা কেকটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনাকে আর ছোট বৌদিকে একসাথে দেখে খুব ভালো লাগলো। এভাবে যেন উনাদের বৈবাহিক জীবন সুন্দর এবং আনন্দে কাটে এটাই কামনা করি।

 9 months ago 

কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছে বৌদি। তাছাড়া বাসার ছাঁদে আয়োজন করাতে খুব ভালো হয়েছে। সম্পূর্ণ আয়োজন এককথায় দুর্দান্ত হয়েছে। টিনটিন বাবুকে তো খুবই কিউট লাগছে দেখতে। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো বৌদি। ছোট দাদা এবং স্বাগতা বৌদির ভালোবাসার বন্ধন সারাজীবন অটুট থাকুক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

বৌদি আপনি অসুস্থ হওয়া সত্ত্বেও সুন্দর বিবাহ বার্ষিকীর আয়োজন করেছেন ছোট দাদাদের।আসলে কেকটি ভিন্ন ধরনের হলেও ভালোই লাগছে দেখতে।আর ঘরোয়াভাবে আয়োজন করাতে মনে হয় আনন্দটা আরো বেশিই হয়েছে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111502.89
ETH 4317.30
SBD 0.85