প্রতারণা||

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি জনসচেতনতা মূলক একটি পোস্ট সবার মাঝে শেয়ার করব। আশা করছি এই পোস্ট ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

প্রতারণা:

bangladesh-3541408_1280.jpg

source


প্রতারণা শব্দটি যেমন ঘৃণিত তেমনি যারা এই প্রতারণার সাথে জড়িত তারাও খুবই জঘন্য। আজকে যখন বাজারে গিয়েছি তখন একটি বিষয় নিয়ে খুবই খারাপ লেগেছে। প্রতারণা চক্রগুলো নিজেদের কাজ ঠিকভাবেই চালিয়ে যাচ্ছে। তাদের কিছু কিছু কার্যকলাপ দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। আর অবাক লাগে। মাছ বাজারে গেলে আরও বেশি প্রতারণার শিকার হতে হয়।

মাছের ওজন নিয়ে তারা অনেক বেশি প্রতারণা করে। এছাড়া ভালো মাছের সাথে নষ্ট কয়েক পিস মাছ দিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় সেই ক্রেতা মাছগুলো ফেলে দিতে বাধ্য হয়। এটা অনেক বড় একটি প্রতারণা। আমার মনে হয় এরকম প্রতারণার শিকার আমরা প্রতিনিয়তই হই। যেগুলো আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে।

প্রত্যেকটা সেক্টরেই যেন প্রতারণা বেড়ে চলেছে। মাছ বাজার কিংবা সবজি বাজার সবকিছুতে যেমন প্রতারণা চলছে তেমনি বর্তমানে মেডিসিনের দোকানগুলোতেও প্রতারণা শুরু হয়েছে। মেডিসিনের দোকানগুলোতে গেলে এক এক দোকানে এক এক দামে মেডিসিন বিক্রি করতে দেখা যায়। আবার অনেকে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ কিছু ঔষধ ছোট ছোট করে কেটে রেখে দিয়েছেন। যাতে কেউ ডেট ভালোভাবে বুঝতে না পারে।

বর্তমানে মনে হচ্ছে চারপাশ প্রতারণায় ভরে গেছে। সবাই যে যার মত করে প্রতারণা করছে। আর আমরা সাধারণ মানুষরা এই প্রতারণার শিকার হচ্ছি। আমরা ভুক্তভোগী সাধারণ মানুষ সচেতন হতে গিয়েও সচেতন হতে পারছি না। তবুও আমরা বিভিন্ন সেক্টরে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছি। প্রতারণার হাত থেকে আমরা কখনো রক্ষা পাবো কিনা জানিনা তবে এই প্রতারক চক্রের কিছুটা হলেও শিক্ষা পাওয়া উচিত।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 110744.36
ETH 3917.66
USDT 1.00
SBD 0.60