ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যতে কাজে লাগে||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি চমৎকার একটি পোস্ট সবার মাঝে শেয়ার করতে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে লিখব। তো বন্ধুরা চলুন আমার আজকের এই পোস্ট পড়ে নেওয়া যাক

ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যতে কাজে লাগে:

money-5901808_1280.jpg

source


ছোটবেলা থেকেই আমি সঞ্চয়ী একজন মানুষ। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমাদের ভীষণ কাজে লাগে। যদি আমরা সঞ্চয়ী হওয়ার মানসিকতা তৈরি করি তাহলে কোন একটা সময় গিয়ে দেখা যাবে আমরা ভালো কিছু অর্জন করছি। ছোট্ট ছোট্ট সঞ্চয়গুলো একসময় বৃহৎ পরিমাণে কাজে লাগবে। এই ধরুন আপনি যদি প্রতি মাসে সামান্য পরিমাণে কিছু সঞ্চয় করেন তাহলে বছর শেষে ভালো একটি এমাউন্ট পাবেন।

হঠাৎ করে যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই ক্ষুদ্র সঞ্চয়ের কিছু টাকা দিয়েই আপনি পরিবারের মানুষটির পাশে দাঁড়াতে পারবেন। কিংবা তার চিকিৎসা করতে পারবেন। সঞ্চয়ী হতে গেলে খুব একটা অর্থের প্রয়োজন এরকম চিন্তা ধারা করা খুবই ভুল। কারণ আমরা যতটুকু আয় করি ততটুকু থেকেই যদি সঞ্চয় করার মানসিকতা তৈরি করি তাহলে ভালো কিছুই হবে।

অনেকে যারা স্টুডেন্ট আছেন তারা যদি নিজের হাত খরচ থেকে কিছু টাকা সঞ্চয় করেন তাহলে দেখা যাবে মাস শেষে একটি ভালো পরিমাণের টাকা সঞ্চয় করতে পেরেছেন। আর যেটা আপনার মুখে তৃপ্তির হাসি এনে দিবে। আপনি নিজের প্রয়োজনীয় কিছু কিনে ফেলতে পারবেন। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো প্রয়োজনে ব্যবহার করতেও ভালো লাগে আর খুবই উপকার হয়।

আমরা মধ্যবিত্ত মানুষ। তাই ভেবেচিন্তে পথ চলতে হয়। আর এই মধ্যবিত্ত মানুষদের একমাত্র উপায় হল ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করা।।আর এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় যদি আমরা নিজ উদ্যোগে করি তাহলেই ভালো কিছু পাব। নিজ উদ্যোগে এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা সফল হতে পারব। কিংবা ভবিষ্যতে সেই ক্ষুদ্র সঞ্চয় দিয়ে ভালো কিছু করতে পারবো। তাই সবাইকে বলব এখন থেকে সঞ্চয়ী হোন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110063.87
ETH 3858.27
USDT 1.00
SBD 0.56