শীতের আগমন ||
আসসালামু-আলাইকুম/আদাব। 
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি শীতের আগমন নিয়ে কিছু কথা লিখব। আর শীতের সুন্দর অনুভূতি সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।
শীতের আগমন 

source
দেখতে দেখতে শীতের আগমন ঘটে গেলো। সকালবেলায় ঘুম থেকে উঠলেই দেখা যায় কুয়াশা ভেজা সকাল। কুয়াশায় চারপাশ ভোরে উঠে। যদিও শীত তেমনটা পরেনি। তবে শীতের আবহাওয়া চারপাশে বিরাজমান। চারদিকে তাকালেই দেখা যায় হালকা কুয়াশা পড়েছে। শিশির ভেজা ঘাসের ছোঁয়ায় শীতের আগমন লক্ষ্য করা যায়। শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা বলে দিচ্ছি শীত অনেক সন্নিকটে।
গতকাল রাতে হঠাৎ করে লক্ষ্য করলাম টুপটাপ বৃষ্টি পড়ছে। এরপর খেয়াল করে দেখলাম এটা বৃষ্টির শব্দ নয় কুয়াশা পড়ার শব্দ। তখন থেকেই বেশ ভালোই কুয়াশা পড়েছে। সারাদিন মেঘলা আকাশ আর হালকা হালকা শীতের আমেজ সবকিছু মিলিয়ে পরিবেশ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে শীত চলে এসেছে। আর শীতের আবহাওয়া চারপাশে লক্ষ্য করা যাচ্ছে।
গরমকালের চেয়ে শীতটাই সবার বেশি প্রিয়। শীতকাল মানে মজার মজার পিঠা খাওয়ার উৎসব। আর শীতকাল মানে আরাম করে ঘুমিয়ে থাকা। সবকিছু যেন শীতকালে সম্ভব হয়। সব মিলিয়ে শীতের অনুভূতিটাই আলাদা রকমের। এখন যেহেতু হালকা শীত পরতে শুরু করেছে তাই শীতের সময়টা আশা করা যায় ভালোভাবেই আমরা উপভোগ করতে পারবো।
গ্রামের দিকে শীতের আবহাওয়া বেশি লক্ষ্য করা যায়। আর পরিবেশের এই শীতলতা বেশ উপভোগ করছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে এই শীতল আবহাওয়া। শীতের এই আগমন আমাদের মনে নতুন রকমের ভালো লাগা সৃষ্টি করেছে। আর এই ভালোলাগার মাঝে মিশে আছে প্রকৃতির এই অপরূপ পরিবর্তন। সব মিলিয়ে শীতের আগমনে বেশ ভালো লাগছে।
🥀ধন্যবাদ সকলকে।🌹 
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1983546872351674788?t=ligJ762AG-iyH3WujfR3CA&s=19