প্রয়োজনীয় কিছু মেডিসিন ঘরে রাখা খুবই জরুরী||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি খুবই শিক্ষনীয় একটি পোস্ট সবার মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সচেতন হবেন।
প্রয়োজনীয় কিছু মেডিসিন ঘরে রাখা খুবই জরুরী:

source
আমরা অনেক সময় অসুস্থ হওয়ার পরেই মেডিসিন কিনতে যাই। কিন্তু মাঝে মাঝে এমন কিছু মেডিসিন আছে যেগুলো হঠাৎ করেই প্রয়োজন পড়ে। এই ধরুন আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তখন কাছে কোথাও ফার্মেসি পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় আপনাকে খুবই বিপদে পরতে হবে। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে জ্বর চলে আসে কিংবা পেটের সমস্যা হয়ে যায় সেই সময় এমার্জেন্সি ওষুধের প্রয়োজন পড়ে।
হঠাৎ করে মাঝরাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য প্রাথমিকভাবে কিছু মেডিসিনের ব্যবস্থা করতে আমাদেরকে অনেক সময় হিমশিম খেতে হয়। কিছু প্রাথমিক ট্রিটমেন্টের মেডিসিন যদি আমরা ঘরেই রাখি তাহলে হয়তো হাতে আরো কিছুটা সময় পাওয়া যাবে ডক্টরের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়ার। আবার অনেক সময় দেখা যায় বাসার কেউ অসুস্থ হয়ে পড়ল সেই অবস্থায় মেডিসিন আনার মত অবস্থা থাকে না। তখন তাৎক্ষণিক যদি তাকে ঘরে থাকা মেডিসিন গুলোই প্রয়োজনে খাইয়ে দেওয়া হয় তাহলে অনেকটা উপকার পাওয়া যাবে।
ছোট ছোট রোগের মেডিসিন গুলো আমরা যদি ঘরেই রাখি তাহলে বিপদের সময় কাজে লাগবে। হঠাৎ করে মাঝরাতে যদি কারো প্রচন্ড জ্বর ওঠে তখন তাৎক্ষণিকভাবে তাকে যদি জ্বরের মেডিসিন খাইয়ে দেওয়া যায় তাহলে সকাল পর্যন্ত সে ভালো থাকবে। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টের যদি ব্যবস্থা না থাকে তাহলে সকাল হতে না হতে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে।
আমাদের প্রত্যেকের উচিত প্রয়োজনীয় কিছু মেডিসিন বাসায় রাখা। যাতে করে হঠাৎ বিপদে সেই মেডিসিন গুলো কাজে লাগানো যায়। আমরা যেমন এই মেডিসিন গুলো সেবন করে সুস্থ থাকতে পারি তেমনি আমাদের পরিবারের মানুষগুলো কেউ সুস্থ রাখতে পারি। তাই প্রত্যেকের উচিত প্রয়োজনীয় কিছু মেডিসিন সংগ্রহে রাখা। যাতে করে বিপদের সময় কাজে লাগে এবং তাৎক্ষণিকভাবে কোন প্রাথমিক চিকিৎসা করা যায়
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1981557387862691910?t=r23hh04rWSbxIVDt2KTJzw&s=19