মাছ ধরতে গিয়ে সাপ দেখে ভয় পাওয়ার একটি স্মৃতি||

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশবের স্মৃতিগুলো এখনো মনে আছে। আর শৈশবের স্মৃতিগুলো হঠাৎ করে যখন মনে পড়ে তখনই লিখতে বসে যাই। আজকে আমি একটি শৈশব স্মৃতি সবার মাঝে শেয়ার করবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেওয়া যাক।

মাছ ধরতে গিয়ে সাপ দেখে ভয় পাওয়ার একটি স্মৃতি

fishing-1822589_1280 (2).jpg

source


ছোটবেলায় মাছ ধরতে আমার খুবই ভালো লাগতো। স্কুল থেকে ফেরার পরেই বরসি নিয়ে কিংবা ছোট জাল নিয়ে বেরিয়ে পড়তাম মাছ ধরতে। আমাদের পুকুরেও অনেক মাছ ছিল। পুকুরের মাছ ধরার পাশাপাশি বাড়ির পাশের ছোট নদীতেও মাছ ধরতে যেতাম। তখন মাছ ধরা এক প্রকারের নেশা হয়ে গিয়েছিল। মাছ ধরতে না যেতে দিলে খুবই কান্নাকাটি করতাম।

সেদিনও স্কুল শেষ করে এসে বই ছাতা বাড়িতে রেখেই বেরিয়ে পড়েছিলাম মাছ ধরার জন্য। সেদিন আমি একা একাই মাছ ধরতে গিয়েছিলাম। প্রথমে পুকুরে ছোট্ট জাল ফেলেছিলাম কিন্তু সেখানে ভালো মাছ পাইনি। তাই চলে গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে কয়েক জাল টান দেওয়ার পরেই কিছু মাছ পেয়েছিলাম। ছোট ছোট চিংড়ি মাছ গুলো পেয়েছিলাম।

ছোট ছোট চিংড়ি মাছগুলো দেখে তো আমার মন আনন্দে নেচে উঠেছিল। তাই আরো মাছ ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি জাল খুবই ভারি ভারি লাগছে। এরপর তুলে দেখি একটি সাপ। দেখে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একহাতে মাছ ধরার জাল আর অন্য হাতে মাছের ব্যাগ দুটোই ফেলে রেখে এক দৌড়ে উপরে চলে এসেছিলাম।

হঠাৎ এরকম পরিস্থিতিতে পড়ে খুবই ভয় পেয়েছিলাম। তাই কোন কিছু না ভেবেই বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে যখন সবাইকে সব কিছু বলেছি সবাই খুবই রাগারাগি করেছিল। বলেছে আর কখনো যেন মাছ ধরতে না যাই। সেদিনের পর থেকে একা একা আর কখনোই মাছ ধরতে যাইনি। আমার এখনো যদি সেই স্মৃতিটা মনে পরে তাহলে হাত পা ঠান্ডা হয়ে আসে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107869.41
ETH 3771.08
USDT 1.00
SBD 0.58