সে যেন এক মধুর প্রতীক্ষা||

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে অনুগল্প লিখি। আজকে আমি একটি ছোট অনুগল্প সবার মাঝে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি এই অনুগল্প সবার ভালো লাগবে।

সে যেন এক মধুর প্রতীক্ষা:

new-year-429158_1280.jpg

source


দীর্ঘ ১০ বছর পর সীমা মা হতে চলেছে। এ যেন তার জীবনের এক অন্য রকমের খুশির খবর। সীমা অল্প বয়সে রাফিনের সাথে ঘর বেঁধেছিল। রাফিন আর সীমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। সীমা দেখতে শুনতে ভারী মিষ্টি ছিল। আর রাফিন তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এরপর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তাদের সুন্দর দাম্পত্য জীবন কাটছিল। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় তাদের জীবনে যেন নতুন অতিথি আসে।

কিন্তু তাদের জীবনে কোন নতুন অতিথি আসেনা। অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর কোন সমস্যা নির্ণয় হয় না। দুজনেই হতাশার মধ্যে পড়ে যায়। অন্যদিকে পাড়া-প্রতিবেশী সবাই রাফিনকে উৎসাহিত করে। সে যেন আরো একটি বিয়ে করে। দ্বিতীয় বিয়েতে রাফিন রাজি ছিল না। কিন্তু তার প্রতিবেশীর কথাতে ধীরে ধীরে তার মন বদলে যেতে শুরু করে। রাফিন সীমার সাথে ভালোভাবে কথা বলে না। কথা বললেও খুব কম কথা বলে। অন্যদিকে সুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটি সন্তানের জন্য ।

সুমির শরীরটা কয়েক দিন থেকে খুবই খারাপ যাচ্ছে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে রাফিনও তার প্রতি তেমন খেয়াল রাখছে না। একদিন সন্ধ্যা বেলায় রাফিন নতুন বউ নিয়ে ঘরে ফিরে। নতুন বউ দেখে সুমি প্রথমে বিশ্বাসই করতে পারেনি তার স্বামী বিয়ে করেছে। রাফিনের দিকে শুধু তাকিয়ে ছিল। তার মুখের ভাষা হারিয়ে গিয়েছিল। রাফিন সুমির দিকে চোখ তুলে তাকায়নি। সুমি সেদিনই বাড়ি থেকে চলে এসেছে।

কয়েকদিন পরেই সুমি জানতে পারে সে মা হতে চলেছে। অন্যদিকে সে তার সুখের সংসার হারিয়েছে। সুমির মা হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। রাফিনের কাছেও সেই খবর পৌঁছে যায়। রাফিন তখন ভীষণ অনুতপ্ত হয়। তার অনাগত সন্তানের কথা ভেবে বারবার সুমির সাথে যোগাযোগ করতে চাইলেও সুমি তার সাথে আর কোন যোগাযোগ রাখেনি। সুমিতার অনাগত সন্তানের প্রতীক্ষায় আছে। সব কষ্টের মাঝেও এ যেন এক মধুর প্রতীক্ষা।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 103914.44
ETH 3429.43
USDT 1.00
SBD 0.52