সফলতার পিছে ছুটতে গিয়ে হারিয়ে যায় ভালো থাকা||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে ইচ্ছে করে। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখব। আশা করছি এই পোস্ট পড়ে সবাই অনেক শিক্ষনীয় বিষয় খুঁজে পাবেন।
সফলতার পিছে ছুটতে গিয়ে হারিয়ে যায় ভালো থাকা:

source
আমরা প্রত্যেকেই সফল হতে চাই। সফল হওয়ার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করি। কখনো বা সফলতার পিছে ছুড়তে গিয়ে নিজের জীবনের মূল্যবান সময়গুলো, মূল্যবান মুহূর্তগুলো উপভোগ করি না। তখন হয়তো আমাদের মনে একটাই চিন্তা চলে আসে যে আমরা আরো সফল হব। সফল হলে সব কিছুই পাবো। এই চিন্তা যখন আমাদের মস্তিষ্কে ঢুকে যায় তখন আমাদের যা কিছু আছে সেগুলোকে বড্ড বেশি হালকা মনে হয়।
সফলতার পিছে ছুটতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি না। অতিরিক্ত সফলতা আশা করা কখনো ভালো কিছু বয়ে আনে না। অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। কথায় আছে জীবনটাকে কখনো অতিরঞ্জিত করে গড়ে তুলতে নেই। সাদামাটা জীবনের মাঝে অদ্ভুত এক মায়া আছে, অদ্ভুত এক আবেগ আছে। আর মিশে আছে ভালোবাসা। আর যখনই আমরা জীবনটাকে অতিরঞ্জিত করার চেষ্টা করব তখনই জীবনের ভালো থাকা হারিয়ে যাবে।
আমরা যখন পাগল হয়ে সফলতার পিছে ছুটবো তখন আমাদের মনে লোভ জাগ্রত হবে। আর লোভের কারণে আমরা ভুল পথে পা বাড়াবো। সেই সাথে যা কিছু আছে সেগুলো উপভোগ করার মত শান্তি থাকবে না। মনের মাঝে অশান্তি ঘুরে বেড়াবে। অন্যের সফলতা দেখে হিংসে হবে। আর সেই হিংসের আগুনের জ্বলতে জ্বলতে নিজেই শেষ হয়ে যেতে হবে।
তাই আমরা যতটুকু সফল ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো। আর আমাদের যা কিছু আছে তাই উপভোগ করব। জীবন তো একটাই। জীবনটাকে উপভোগ করতে হবে। জীবনটাকে যদি উপভোগ করতে না পারি তাহলে সবকিছুই বৃথা হয়ে যাবে। জীবনের এই মূল্যবান সময়গুলো একবার চলে গেলে ফিরে আসবে না। আর মূল্যবান এই সময়গুলোকে নষ্ট করতে নেই। তাই সবাইকে একটি কথা বলবো শুধু সফলতা নয় জীবনটাকে উপভোগ করতেও শিখুন
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

https://x.com/shopon700/status/1980992559481757885?t=-v7xnRFX6EbPDP7wiLt1Dw&s=19
https://x.com/shopon700/status/1980992915628609628?t=cCzkK_PrGypUpOD000b12g&s=19