ইকো পার্কে ঘোরাঘুরির কিছু সুন্দর মুহূর্তের তৃতীয় পর্ব।
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে ইকো পার্কে ভ্রমণের তৃতীয় পর্বটি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোষ্ট লেখাটি শুরু করছি।
পিরামিড তাজমহল যে স্থানটি দিয়ে রয়েছে সেখানে প্রবেশ করতে গেলে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে। টিকিট কাটার জন্য দাদা লাইনে দাঁড়িয়ে পড়ল আর আমি সেই পার্কে সূর্যাস্তের ছবি তুলতে শুরু করলাম। কারণ যখন সূর্যাস্ত হয় তখন পরিবেশটা এত সুন্দর লাগে সেটা বলার বাইরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দাদা আমাদের দুজনের জন্য টিকিট নিয়ে এলো।আমরা দুজনে ভিতরে প্রবেশ করলাম। আমি আগে পরে এ পার্কে এসেছি তবুও যতবার আসি ততবার খুব ভালো লাগে আর নতুন নতুন অভিজ্ঞতা হয়। ভেতরে প্রবেশ করে সোজা চলে গেলাম পিরামিডের কাছে কিছু ছবি তোলার জন্য। কিন্তু এখানে এতটাই ভিড় ছিল যার কারণে আমি আর ছবি তুলতে সুযোগ পাচ্ছিলাম না। পিরামিডের পাশে ছোট্ট একটি সুন্দর লেক ছিল আমি সেখানে দাঁড়িয়ে পিরামিড গুলো দেখছিলাম। পাশ থেকে যাচ্ছিল ঝাল মুড়িয়ালা। আমার খুব পছন্দের একটি খাবার সঙ্গে সঙ্গে দুজনের জন্য ঝালমুড়ি নিলাম। ঝাল মুড়ি খেতে খেতে ভাবছিলাম যদি সত্যি পিরামিডের ভেতর মমি পেতাম তাহলে রাতারাতি বড়লোক হয়ে যেতাম 😄😄😄।
যাই হোক, এটা কখনো সম্ভব নয় তাই বেশি চিন্তা না করে আবার চলে গেলাম পিরামিডের কাছে। পিরামিডের কাছে যে নিজের একটি ছবি তুললাম এবং পিরামিডের কিছু ছবি তুললাম। একটা কথা বলতেই হবে সেটি হল এই জায়গাটিতে আসলে ইতিহাসের কথা মনে করিয়ে দেয় তখনকার রীতি-নীতির কথা। এখানে যে কৃত্রিমভাবে পিরামিড গুলো তৈরি করা হয়েছে তার ভিতরে একটি পিরামিডের ভিতরে কিন্তু মিশরের সেই সময়কার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আমরা সেখানে যাওয়ার আগে চলে গেলাম পাশের সুন্দর একটি জায়গায়। সেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছিল। ওদের খেলা দেখে ওদের সঙ্গে খেলতে খুব ইচ্ছা করছিল। কিন্তু ইচ্ছা গুলো ইচ্ছাই থেকে গেল কারণ ওদের সঙ্গে খেলার বয়স এখন আর নাই। এই পার্কের ভিতরে সব বয়সের মানুষ এসে মজা করতে পারবে। পার্কটি সেই ভাবেই তৈরি করা হয়েছে তাই তো এই পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। আমি নিচে কিছু ছবি পোস্ট করছি আপনারা দেখলে বুঝতে পারবেন পার্কটি কতটা সুন্দর।
ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরার মডেল:oppo A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:২২.০৩.২০২৫
সময়:০৫.৫৫ মিনিট
স্থান:কলকাতা।
Great post! Featured in the hot section by @punicwax.