'তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই' গল্পের পঞ্চম পর্ব।

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে 'তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই' গল্পের পঞ্চম পর্ব উপস্থাপন করছি। আশা করি, গল্পের পঞ্চম পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

pexels-vjapratama-935824.jpg

সোর্স


অনুষ্ঠানের পর সৃষ্টি বাড়িতে চলে যায়। বাড়িতে যে সৃষ্টি রাজুর কথা ভাবতে থাকে। সে তার মনকে প্রশ্ন করে রাজুকে ভালোবাসা কি ঠিক হবে। রাজু একজন নেশাগ্রস্ত মানুষ সবসময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। তাকে আমি কিভাবে আলোর পথে ফিরিয়ে আনব। আমি পারবো না আমি মেঘাকে কাল কলেজে যে বলব তার দাদাকে আমার পছন্দ হয় না। পরের দিন সকালে কলেজে যে মেঘাকে সৃষ্টি বলে, আমার পক্ষে সম্ভব নয় মেঘা, আমাকে তুই ভুল বুঝিস না। মেঘা বলে, সৃষ্টি আমি জানি এটা করাটা খুবই কঠিন কিন্তু আমার বিশ্বাস তুই পারিস একমাত্র আমার দাদাকে ফিরিয়ে আনতে। তুই আমার ব্যাপারে সবই জানিস আমার পরিবার জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তোর দাদাকে বলে দিস আমি তাকে পছন্দ করি না আমাকে পাবার আশা যেন না করে। মেঘা আমি চাইনা তোর দাদার সঙ্গে সম্পর্ক করে আমার জীবনটা নষ্ট করতে। পারলে আমাকে ক্ষমা করে দিস আমি তোর কথা রাখতে পারলাম না।


এরপর মেঘা ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই তার দাদা ডাক দেয়। ডাক শুনে মেঘা রাজুর রুমে যায়। রাজু মেঘা কে বলে, তোর ফ্রেন্ড সৃষ্টি আজ কলেজে এসেছিল? মেঘা বলে, হ্যাঁ দাদা এসেছিল। আমি তাকে একটা কথা বলেছিলাম তোকে কি কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে সে আমাকে পছন্দ করে তো? না দাদা সে তোকে পছন্দ করে না। দাদা তোকে সৃষ্টি কেন পৃথিবীর কোন মেয়ে তোকে পছন্দ করবে না। রাজু বলে এমন করে বলছিস কেনো? ও তোকে কি কি বলেছে আমাকে বল? সৃষ্টি বলেছে তুমি নেশা করো আর তোমার সাথে সম্পর্ক করে তার জীবনটাকে সে নষ্ট করতে পারবে না। তোমার তো কোনো সম্মান নেই কিন্তু সৃষ্টি তো আছে। আমি যখন কলেজে যাই কলেজের সবাই আমাকে নেশাখোরের বোন বলে। দাদা একটা কথা বলব রাখবি আমার কথা। তোর কথা পরে রাখবো কিন্তু আমি তোকে কথা দিচ্ছি। তোর বন্ধু একমাত্র আমাকেই ভালবাসবে তুই দেখে নিস।


সৃষ্টি একদিন কলেজে যাওয়ার সময় হঠাৎ দেখতে পায় কলেজের সামনে রাজু দাঁড়িয়ে আছে। রাজু সৃষ্টিকে ডাক দেয় কিন্তু সৃষ্টি তার কথার উত্তর না দিয়ে দ্রুত কলেজের ভেতর প্রবেশ করে। এমন করে বেশ কয়েকদিন কেটে যায়।প্রতিদিন রাজু কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। একদিন রাজু সৃষ্টির সামনে এসে দাঁড়ায়। রাজু বলে তুমি আমাকে ইগনোর কেনো করছ? আমি জানি আমি খারাপ, বন্ধুদের সঙ্গে বাজে আড্ডা দেই।কিন্তু আমার একটা কথা তো একটু শুনবে। সৃষ্টি বলে, আমি আপনার কোন কথা শুনতে চাই না। আমি জানি আপনি কি বলবেন। আমি আপনাকে ভালবাসতে পারব না আমি আপনাকে পছন্দ করি না। এটা জেনেও কেনো বারবার আপনি আমাকে বিরক্ত করছেন। রাজু বলে, তুমি একবার আমাকে ভালোবেসে দেখো আমি তোমাকে কথা দিচ্ছি সবকিছু ছেড়ে আমি তোমার কাছেই ছুটে আসবো।


সৃষ্টি বলে, যারা একবার নেশার জগতে প্রবেশ করে তারা কিছুতেই ফিরে আসতে পারে না। তাই আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিবেন না। আপনি কখনো আপনার নেশাকে ছাড়তে পারবেন না।হয়তো কিছুদিনের জন্য ছেড়ে দিবেন কিন্তু পরবর্তীতে আপনি আবার নেশায় জড়িয়ে পড়বেন। আপনার সঙ্গে জড়িয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। রাজু হাতজোড় করে সৃষ্টিকে বলে, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগে না সব সময় শুধু তোমার কথাই ভাবি। আমি জানি নেশা করলে আমি তোমাকে পাবো না। তাই আমি নেশা ছেড়ে দিয়েছি। বন্ধুদের সঙ্গে আড্ডা ছেড়ে দিয়েছি। তুমি আমাকে একটাবার সুযোগ দাও তোমার কাছে আসার। সৃষ্টি বলে, আপনি প্লিজ আমাকে জোর করবেন না। আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে পছন্দ করি না। কেনো বারবার আমাকে আপনি বিরক্ত করছেন। আমার থেকে আপনি আরো ভালো মেয়ে পাবেন। রাজু বলে, আমার জীবনে আমি তোমাকেই পেতে চাই অন্য কাউকে নয়। আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছো ঠিক আছে।কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি একটি ভালো ছেলে হয়ে আবারো তোমার সামনে আসব।

আজ গল্পের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 7 months ago 

আপনার এই গল্পের মাঝখানের এক দুটি পর্ব হয়তো পড়া হয়নি তবে আজকের পর্ব পড়ে খুব ভালো লাগলো। সৃষ্টির দিক থেকে দেখলে সে যা করছে ভালোই করছে। কারণ এমন ছেলের সাথে সম্পর্ক করলে যেমন তার জীবন নষ্ট হতে পারে তেমনি তার পরিবারের ও মান সম্মান নষ্ট হবে। তবে রাজু যদি ভালো হয়ে আসতে পারে তখন হয়তো সৃষ্টি চিন্তা করে দেখতে পারে। দেখা যাক রাজু যে কথা দিচ্ছে তা রাখতে পারে কিনা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 7 months ago 

আসলে কাউকে মন থেকে ভালোবাসলে, ভালোবাসার মানুষকে পেতে আমরা সবকিছুই করতে পারি। তাই রাজুও পারবে সৃষ্টির জন্য নেশা করা ছেড়ে দিতে। তখন সৃষ্টি অবশ্যই রাজুকে মেনে নিবে। যাইহোক এই পর্বটা পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 7 months ago 

গল্পটার পঞ্চম পর্ব অনেক সুন্দর হয়েছে। সৃষ্টি রাজুকে ভালো না বাসলেও রাজু তাকে অনেক বেশি ভালোবাসে। তাইতো নেশা করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সবকিছু ছেড়ে দিয়েছে। এখন সে আরো ভালো হয়ে সৃষ্টির সামনে আসার কথা বলেছে। এখন দেখা যাক সে পুরোপুরি ভাবে ভালো হতে পারে কিনা। রাজু সৃষ্টিকে পায় কিনা দেখার অপেক্ষায় থাকলাম।

 7 months ago 

আস্তে আস্তে গল্পটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। রাজু দেখছি আস্তে আস্তে মেয়েটার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আর তার জন্য সবকিছুই ছেড়ে দিচ্ছে। কিন্তু মেয়েটা রাজি হচ্ছে না কারণ তার সাথে সম্পর্কে জড়ালে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত তাদের কি হয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 114680.28
ETH 4429.07
SBD 0.87