ইকো পার্কে ঘোরাঘুরির কিছু সুন্দর মুহূর্তের চতুর্থ পর্ব।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে ইকো পার্ক ভ্রমণের চতুর্থ পর্বটি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোষ্ট লেখাটি শুরু করছি।



আমরা পিরামিডের আশেপাশে ঘোরাঘুরি করে এরপর আমরা একটি পিরামিডের ভিতরে প্রবেশ করলাম। এই পিরামিডের ভিতরে দেয়ালে সেই সময়কার মিশরের মানুষের কিছু চিত্র অঙ্কন করা রয়েছে। এই চিত্রে তুলে ধরা হয়েছে ওই সময়কার মিশরের মানুষগুলো কিভাবে জীবন যাপন করতো কিভাবে এই পিরামিড তৈরি করা হয়েছে এই সব বিষয় গুলো তুলে ধরা হয়েছে। এখানে একটি মমি ও রয়েছে কিন্তু এটি সত্যিকারের মমি নয় বিশেষ ধরনের বস্তু দিয়ে এই মমিটি তৈরি করা হয়েছে। এরপর আমরা এখান থেকে বের হয়ে লেকের পাশে এসে দাঁড়ালাম কারণ সন্ধ্যা হতেই পার্কের আলো গুলো জ্বালিয়ে দিলে লেকের চারিপাশটা এক আলাদা সৌন্দর্যে ফুটে ওঠে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সৌন্দর্যটা উপভোগ করছিলাম।
IMG20250322174046.jpg

IMG20250322174220.jpg

IMG20250322174312.jpg

IMG20250322174241.jpg

IMG20250322174158.jpg

IMG20250322174146.jpg



এরপর আমরা ইতিহাসের আরেকটি সুন্দর একটি জায়গায় যে উপস্থিত হলাম। এই স্থানটির ভিতরে প্রবেশ করলে আপনার হৃদয় হাহাকার করতে শুরু করবে। কেন বলছি এই কথাটা এর কারণ হলো রাজাদের শাসনামলে নিরীহ প্রজাদের ধরে এনে এই ঘরটির ভেতরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিয়ে এরপর হিংস্র পশু ছেড়ে দেওয়া হতো। আর নিরীহ প্রজা সেই হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করত। আর এই সব ঘটনা দেখে রাজারা খুবই আনন্দিত হতো। এই হলো সেই ঘর যেটি এই পার্কে উপস্থাপন করা হয়েছে একবার চিন্তা করে দেখুন সেই সময়কার রাজারা কতটা পাষাণ ছিল। নিরীহ মানুষদের এইভাবে তারা নির্যাতন করত। আমি এর কিছু ছবি নিচে পোস্ট করছি যেটি দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন।

IMG20250322174925.jpg

IMG20250322175017.jpg

IMG20250322174907.jpg

IMG20250322174806.jpg

IMG20250322174551.jpg

IMG20250322175027.jpg
ক্যামেরা পরিচিতি: OPPO
ক্যামেরা মডেল: OPPO A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:২২.০৩.২০২৫
সময়:০৬.৪৫মিনিট
স্থান: কলকাতা।


পার্কটিতে বিনোদনের সঙ্গে সঙ্গে ইতিহাসটাকে ও তুলে ধরা হয়েছে। এই কারণে কলকাতার এই ইকো পার্কটি অন্যান্য পার্ক থেকে সব থেকে আলাদা। এই জায়গাটি এত সুন্দরভাবে ইতিহাসটাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে না আসলে বুঝাই যাবে না। এক একটি স্থানে একেক রকম ভাবে নিজেকে ফিল করায়। কথায় আছে না একের অধিক তেমনি এই স্থানটিতে কিছু টাকার খরচ করে আপনি একের অধিক আনন্দ এবং জ্ঞান দুটোই অর্জন করতে পারবেন।

আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 3 months ago 

ইকো পার্কে গিয়ে দারুন সময় কাটিয়েছেন দেখছি। আসলেই পুরনো স্মৃতি বিজড়িত সেই ঐতিহ্যের কিছু দৃশ্যপট আপনার ঘুরাঘুরি পর্বের মাধ্যমে দেখতে পেলাম। অনেক ভালো লেগেছে আমার কাছে।

 3 months ago 

ইকো পার্কের কথা অনেক শুনেছি। আর আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে চমৎকার দৃশ্য গুলো দেখে ভালো লেগেছে ভাই। জায়গাটি ভীষণ সুন্দর।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.035
BTC 100776.87
ETH 3273.33
USDT 1.00
SBD 0.51