কাঁচা মাটির গন্ধ আর সবুজ প্রকৃতি।

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০২ সেপ্টেম্বর,মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ

কভার ফটো


1000061890.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

ক্রিয়েটিভিটির পাশাপাশি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে লেখালেখি করতে বেশ ভালো লাগে। আমি সব সময় সবুজ প্রকৃতি ভালোবাসি। সেটা অবশ্য আপনারা যারা আমার পোস্ট দেখেন তারা সকলেই জানেন। সময় এবং সুযোগ হলেই ছুটে চলে যাই একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। ওই সবুজ প্রকৃতির মাঝে শান্তির নিঃশ্বাস নেওয়া যে কতটা তৃপ্তি মেটাই সেটা বলে বোঝানো যাবে না। গ্রামীন সবুজ প্রকৃতি আর কাঁচা মাটির গন্ধ এ যেন অপূর্ব সুন্দর। বাড়ি গিয়ে সেরকম একটি পরিবেশ একটু সময় কাটিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব।



গ্রাম তো সবসময়ই সুন্দর। এক এক ঋতু এক এক সাজ নিয়ে হাজির হয়। গ্রামে গেলে এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য চোখে পড়ে। এবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে ছুটিতে বাড়ি গিয়েছিলাম। এখনতো শরৎকাল। হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে যায়। মাঠে ঘাটে এখনো কাদা। এরই মাঝে মাঠে শুধুই সবুজ ধানের গাছ। যতদূর চোখ যায় ততদূর যেন শুধু সবুজ আর সবুজ। সবুজ মানেই চোখের শান্তি। এই সবুজ দেখতে কতটা যে অপূর্ব লাগে সেটা চোখে না দেখলে বোঝা যাবে না।
1000061891.jpg
মায়ের কাছে অনেকবার বলে মাঠে যাওয়ার জন্য রাজি করালাম। বিকেলের দিকে মায়ের পিছু পিছু চলে গেলাম মাঠের মধ্যে। আমার এরকম সবুজ প্রকৃতি দেখলে মাথা ঠিক থাকে না। মনে হয় যেভাবেই হোক যেতেই হবে। কেন জানিনা প্রকৃতি আমার খুব ভালো লাগে। মাঠে একটু আকটু কাদা ছিল তবে সেটা ব্যাপার না। মায়ের সাথে চলে গেলাম মাঠের মধ্যে।
1000061892.jpg
উপরে রয়েছেন নীল সাদা আর মিশ্রণে চমৎকার একটি আকাশ। আকাশের রং ক্যামেরায় খুব ভালোভাবে বন্দি করতে পারিনি তবে সামনাসামনি দেখতে বেশি অপূর্ব লাগছিল। আকাশ মিশেছে ওই সবুজের মাঝে। অদ্ভুত এক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার প্রকৃতি। চোখে শুধু শান্তি আর শান্তি। আর মনেও শান্তি।
1000061893.jpg
নাকে আসছিল কাঁচা মাটির গন্ধ। হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সবুজ ধান গাছের গান্ধে মোড়ানো রেশ। চারিপাশটা যে কতটা অপূর্ব লাগছিল শুধু যে উপলব্ধি করবে সেই বুঝতে পারবে। ধান গাছের নিচে জমেছে জল। আগে নাকি সেখানে মাছ পাওয়া যেত এখন আর মাছ দেখা যায় না। তবে আমি অনেক খোঁজার পর কিছু কিছু ছোট ছোট মাছের দেখা পেয়েছিলাম তবে ধরতে পারিনি। জলের নিচে যখন সুনীল আকাশের প্রতি ছবি দেখা যাচ্ছিল সেটা ছিল আরো অপূর্ব।
1000061894.jpg
বিকেল গড়িয়ে এসেছে। সূর্য এবার পাটে যাবে। চারিদিকটা গোধূলি বর্ণ ধারণ করেছিল। যদিও আমি যে সময় গিয়েছিলাম সেই সময় সন্দেহ হতে অনেকটা সময় বাকি ছিল। তারপরেও সূর্যের এই আলোকরশ্মীর ভীষণ ভালো লাগছিল। এই সবুজ প্রকৃতির মাঝে এতটাই অপূর্ব লাগছিল দৃশ্যটা সেটা আর বলার অপেক্ষা রাখে না।
1000061895.jpg
যারা এই ফটোগ্রাফি গুলো মন দিয়ে দেখবে তারা অবশ্যই একটু হলেও এই শান্তির স্বাদ নিতে পারবে। গ্রামে গেলে আমার মাঠে না গেলে ভালোই লাগে না। গ্রামের মাঠে লুকিয়ে রয়েছে এক প্রশান্তি। অনেকদিন পর শহর থেকে গ্রামে গেলেই এটা উপলব্ধি করা যায়। এই সবুজ যে কতটা তৃপ্তি দায়ক সেটা শুধু আমার মত প্রকৃতিপ্রেমী মানুষেরাই বুঝবে।
1000061896.jpg
মায়ের সাথে বেশ কিছু সময় ধরে এই প্রকৃতি দেখছিলাম এবং ফটোগ্রাফি করছিলাম। মা নিজের কাজে ব্যস্ত ছিলেন। আমাদেরকে ক্ষেত সবজি তোলার কাজে আমার মায়ের প্রায় প্রায় মাঠে আসা হয়।মা নিজের কাজ করছিলেন আর আমি প্রাণ ভরে প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিছিলাম। এই প্রশান্তির কোন মূল্য হয় না। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই মাঝে মাঝে সময় করে নিজেকে উৎসর্গ করবেন প্রকৃতির মাঝে। মনে হবে এখানেই শান্তির আশ্রয় লুকিয়ে আছে।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৬শে আগস্ট ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111152.00
ETH 4304.17
USDT 1.00
SBD 0.83