General Writing: "ভয়কে জয় করলেই সামনে এগোনো যায়।"

in আমার বাংলা ব্লগ6 days ago

ABB 27 আগস্ট ২০২৫ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000339136.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"ভয়কে জয় করলেই সামনে এগোনো যায়।"

আমাদের এগিয়ে যাওয়ার পথে কিন্তু অনেক কিছুর আমাদের সম্মুখীন হতে হয়। আর আমাদের এগিয়ে যাওয়ার পথে যদি কোনো শত্রু থাকে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ভয়। কারণ ভয় আমাদেরকে এগিয়ে যেতে দেয় না ভালোভাবে। আমরা যদি সবার আগে ভয় কে জয় করতে পারি তাহলে এগিয়ে যেতে পারবো অনেক ভালোভাবে। ভয়ের কারনে আমরা ছোট বড় অনেক সুযোগ হারিয়ে ফেলি। কারণ ভয়ের পেছনে অনেক সুযোগ লুকিয়ে থাকে। যেগুলো আমরা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের মধ্যে যদি ভয় না থাকে, তাহলে আমরা সব সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হবো।

আমরা যদি আমাদের মধ্যে থাকা যে কোনো ভয়কে জয় করে ফেলি, তাহলে আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস নিজে থেকেই অনেক বেশি দ্বিগুণ হয়ে যাবে। তখন আমরা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে কাজে নামতে পারব আর জয়ী হতে পারব। কিছু কিছু মানুষ রয়েছে ভয়কে কখনোই অতিক্রম করতে পারেনা। আর এই জন্য তারা কখনো নিজেদের লক্ষ্যে জয়ী হতে পারে না। তবে যে মানুষগুলো ভয়কে অতিক্রম করে ফেলে তারা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। তখন তাদের এগিয়ে যাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়।

কিছু কিছু জিনিসের যে সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতা ভয়কে জয় করার ফলে খুব ভালোভাবেই ভেঙে যায়। তখন ওখানে আর কোন সীমাবদ্ধতা থাকে না। ভয়কে জয় করে সীমাবদ্ধতা ভেঙে ফেলা দরকার আমাদের সবার। অনেকেই রয়েছে ভয়ের কারণে নিজেদের সাহসটাকে চিনতে পারে না। আমাদের ভিতরে লুকিয়ে থাকা সহজ আমাদের সব রকমের ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে অনেক বেশি। এইজন্য সবার আগে সাহস কে জাগ্রত করতে হবে ভয় কে পেছনে ফেলে দিয়ে। আমাদের ভেতরে কতটুকু সাহস রয়েছে এটা আমরা তখনই বুঝতে পারব।

আমাদের ভেতরে থাকা ভয়কে যদি আমরা জয় করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক রকমের অভিজ্ঞতার সম্মুখীন হবো। যে অভিজ্ঞতার সম্মুখীন আমরা ভয়কে জয় না করলে হতাম না। আর আস্তে আস্তে আমাদের জীবনে সাফল্য অনেক সুন্দর ভাবে আসে। আমাদের মধ্যে থাকা ভয় গুলো আমাদেরকে প্রতিনিয়তই পেছনে ফেলে রাখে। তখন আমাদের মনের ভেতর অনেক কিছুই আসে। আমরা কোনো কাজ পারব না। আমাদের দ্বারা কোনো কাজ হবে না। হয়তো আমরা ব্যর্থ হবো এরকম অনেক কিছু। কিন্তু সাহসের সাথে থাকলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো।

ভয় আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেক বড় একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। আর আমরা সেই দেয়ালটাকে ভেঙে ফেলার চেষ্টা করি না কখনোই। কিন্তু যে মানুষগুলো সেই দেয়ালটাকে ভেঙে ফেলে তারা সাফল্যের দরজা দেখতে পায়। আমরা যদি ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই পথ অতিক্রম করতে আমরা পারবো না। তারাই প্রকৃত অর্থে বিজয়ী হয় যারা ভয়কে জয় করতে পারে। এইজন্য আমাদেরকে সবার আগে ভয় কে জয় করতে হবে। ভয় আমাদেরকে এগিয়ে যেতে দেয় না।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro

Sort:  
 6 days ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। ভয়কে জয় করলে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে এটিই ঠিক ভয় আমাদের জীবনে একটি দেওয়ালের মত হয়ে দাঁড়িয়ে থাকে। আর ভয় যখন জয় করা হয় তখন মনের আত্মবিশ্বাস অনেক অনেক ঘুন বেড়ে যায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 5 days ago 

আমার এই পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 6 days ago 

ভয় সাফল্যের পথে বড় বাঁধা যারা ভয়কে জয় করতে পারে তাই সামনের দিকে এগিয়ে যায়। আমাদের চলার পথে অনেক ধরনের বাঁধার সম্মুখিন হতে হয়। সে সকল বাঁধা যখন আমরা অতিক্রম করতে পারি তখন সাফল্য আসে।

 5 days ago 

এরকম বাঁধাগুলো আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে।

 6 days ago 

1000340349.jpg

 6 days ago 

1000340350.jpg

 6 days ago 

1000340350.jpg

 6 days ago 

1000340351.jpg

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110018.34
ETH 4281.60
USDT 1.00
SBD 0.83