শূন্য পকেট মানুষকে স্বার্থপরতা শিখায়?

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।


wallet-3548021_1280.jpg

আজ আমি খুবই চমৎকার একটি সত্য কথা নিয়ে পোস্টে লেখা শুরু করলাম। আসলে এই কথাটা সাথে আমিও একমত। কারণ পকেট যখন শূন্য থাকে তখন পৃথিবীটা অন্যরকম লাগে। কিন্তু আসলে পকেট শূন্য থাকলে স্বার্থপরতা শিখায় এই বিষয়টা সাথে আমি পুরোপুরি একমত নয়। এটি সত্য যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষেরই পকেট শূন্য থাকলে স্বার্থপর হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ১০০ ভাগই স্বার্থপর হয়। কিন্তু জীবনটা খুবই ছোট, স্বার্থপর না হয়ে কিভাবে সামনের দিকে এগোনো যায় তা ভাবাই ভালো।

কারণ ম্যাক্সিমাম মানুষই স্বার্থপর হয়ে সামনের দিকে এগোতে চায় না। কিন্তু আমার দৃষ্টিতে স্বার্থপর না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। কিন্তু কিছু কিছু স্বার্থপরতা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু পিছনের কথা মনে রাখা ভালো কিন্তু জিধ করে মনে রাখা একদমই ঠিক নয়। কারণ শুন্য পকেট যেমন স্বার্থপরতা শিখায় তেমনি শুন্য পকেট আবার মানুষকে চিনতে শিখায়। যেমন দুঃখে থাকলে এবং শূন্য পকেট থাকলে আশেপাশে মানুষ খুবই কম পাওয়া যায়। এমনিতেই তো কথা আছে কিন্তু দুঃখের সময় নাহি রয়। এটাও কিন্তু সত্য একটি কথা।

কিন্তু সবচেয়ে বেশি ভাবি আমি শূন্য পকেটের কথা। কারণ এ পরিস্থিতি থেকে আমি নিজেও উঠে এসেছি। মাঝে মাঝে এখনো শুন্য পকেট নিয়ে হাঁটতে হয়। তখন অনেক বেশি খারাপ লাগে। মাঝে মাঝে শূন্য পকেট থাকলে অল্প কিছু টাকা ধার চাইলেও পাওয়া যায় না কারো কাছে। যেন আমি গরিব হলাম জগত টাও গরীব হয়ে গিয়েছে। এই বিষয়টা আমার একদমই মানতে পারিনা। কারণ আমার কাছে যখন টাকা থাকে দেখি সবার কাছে এই টাকা থাকে। কাকতালীয়ভাবে যেন সব মিলে যায়। এজন্য মাঝে মাঝে চিন্তা করি যে পৃথিবীতে টাকাই সব।

কিন্তু যদি শুধু টাকার পিছনে দৌড়ায় তাহলে জীবনে কিছুই করা সম্ভব নয়। টাকার পেছনে দৌড়ালে টাকা উপার্জন করতে পারব কিন্তু দিনশেষে শুন্য পকেট নিয়েই হাঁটতে হবে। আর একসময় এসে টাকাও থাকবে না পকেটও থাকবে না। আর যদি আনন্দ এবং উপার্জন দুইটা একসাথে থাকে তাহলে দীর্ঘ সময় আপনার টাকা উপার্জন বন্ধ হবে না। আর শূন্য পকেট থাকবে না কখনোই।

কিন্তু মাঝে মাঝে মানুষের পকেটের টাকা না থাকলে অনেক বেশি স্বার্থপরতা বেড়ে যায়। তাদের যদি একটু টাকা হয় তাহলে মানুষকে মানুষই মনে করে না। আসলে আমার দৃষ্টিতে স্বার্থপর না হয়ে শূন্য পকেট থেকে শিক্ষা নেওয়া দরকার। আর এই শিক্ষা থেকেই উপার্জন করে একজন ভালো মানুষ হওয়া। স্বার্থপরতা কিন্তু বেশিদূর এগিয়ে নিতে পারেনা। কিন্তু স্বার্থপরতা থেকে শিক্ষা নিয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে অবশ্যই অনেক দূর বহুদূর এগিয়ে যেতে পারবেন। আসলে আজকের পোস্টে আমি সবাইকে প্রশ্ন করেছিলাম শুন্য পকেট মানুষকে সার্থকতা কি বানিয়ে দেয়?

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

এটি সত্য যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষেরই পকেট শূন্য থাকলে স্বার্থপর হয়ে যায়।

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার কথায় আমি একদম একমত শূন্য পকেট মানুষকে স্বার্থপরতা শিখায়। আপনি একদম সত্যি কথা নিয়েই আপনি আজকে আমাদের মাঝে পোস্ট লিখেছেন ভাই। পকেট যদি শূন্য থাকে তাহলে মানুষ স্বার্থপর হওয়ায় স্বাভাবিকভাবে। ধন্যবাদ ভাই আপনি আজকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি মনে করি শূন্য পকেটের এই অভিজ্ঞতা সবারই রয়েছে। আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার মনে হয় শূন্য পকেট মানুষকে স্বার্থপরতা শেখায় না বরং আমাদের সঠিক মানুষ চিনতে সাহায্য করে। আপনার শূন্য পকেটে যখন আশেপাশের মানুষগুলো পাশে থাকবে না তখন তারা আপন হলো কি করে! বরং আপন মানুষগুলোই পাশে থাকে, সাপোর্ট করে! সব থেকে বড় কথা হলো টাকাই কিন্তু সব নয়! যদি টাকাই সব হতো তাহলে শহরের নামকরা ব্যবসায়ী ডিভোর্স ধারী হতো না, হতো না অসুখে ভরা জীবন। টাকা লাগবে তবে সেটা আমাদের যতটুকু চাহিদা পূরণ করতে পারবে সেটুকুই হলো! এর বেশি চাহিদা হলেই যত সমস্যা সৃষ্টি হয়।

 3 years ago 

আপনার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা আমার খুব ভালো লেগেছে ভাই। আসলে মাঝে মাঝে চাহিদা অনেক বেশি হয়। এজন্যই খারাপ লাগে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

পরিস্থিতি মানুষকে বদলে দেয়। হয়তো সামর্থ্য থাকলেও অনেক সময় মানুষ বদলে যায়। আবার পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েও বদলে যায়। শূন্য পকেটে এই পৃথিবীটা বড় অদ্ভুত লাগে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। ভিন্ন ধরনের একটি লিখা পড়লাম।

 3 years ago 

ঠিক বলেছ না আপু আপনি পরিস্থিতি আসলেই মানুষকে বদলে দেয়। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে যদি ভালো কিছু করা যায় তাহলে সম্ভব ভালো থাকা। মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

শুন্য পকেট হচ্ছে নিজের জন্য সবথেকে বড় মোটিভেশনের জায়গা। এই শূন্য পকেট আপনাকে সঠিক মানুষ এবং বন্ধু চিনতে সাহায্য করবে। এমনটাও হতে পারে এটা আপনাকে নিজের মধ্যে জেদ এনে সফলতার দিকে ধাবিত করবে। আমি নিজেও একটা সময় এই পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে এসেছি। এটা আমার অনেক বড় শিক্ষা এবং মোটিভেশন যুগিয়েছে।
ধন্যবাদ ভাই সুন্দর লেখনীর জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আসলে শূন্য পকেট মোটিভেশন পাওয়া যায়। নিজের ভিতরে যদি জেদ সফলতার দিকে যায় তাহলে খুবই ভালো। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি বেশ কিছু মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লেগেছে। তবে আমি মনে করি যখন পকেট শূন্য থাকে তখন মানুষ মানুষকে চিনতে ভুল করে না। এই শূন্য পকেটের কারণে নিজেকে অনেকে অবহেলা করব, অনেক বেশি তিক্ততার শিকার হতে হয়। যখন আপনি টাকা ইনকাম করবেন আপনার মানিব্যাগ ভরপুর থাকবে তখন আপনার সেই তিক্ততার কথা মনে পড়বে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, নিয়তির পরিহাস। তবে সবকিছু মনে রাখা ভালো নয় মানুষ স্বার্থপরতার পরিচয় দেবে তাও যদি আমি মনে রাখি তাহলে তার আর আমার মধ্যে তো কোন তফাৎ থাকে না। সামনের দিকে এগিয়ে যেতে হলে স্বার্থপরতা পরিহার করে এগিয়ে যাওয়াই অনেক ভালো ধন্যবাদ।

 3 years ago 

আপনার কথাগুলো একদমই ঠিক আছে। আমার পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে পরিস্থিতি মানুষকে বদলে দেয়। পকেট শূন্য থাকলে এমনিতেই পৃথিবীটা পুরো অন্যরকম লাগে। শূন্য পকেট মানুষকে চিনতে সাহায্য করে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর কিছু লেখা আমাদের মাঝে শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন । শূন্য পকেট থাকলে পৃথিবীটা অন্যরকম লাগে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার লিখাটি একদম বাস্তবমুখী এটাই প্রকৃতির নিয়ম শূন্য পকেটে নিজের মানুষগুলোকেও অচেনা কাছে। অথচ এই মানুষগুলোই কতটা আপন ছিল পূর্বে।একদম ঠিক বলেছেন ভাইয়া যখন নিজের পকেট খারাপ থাকে তখন পুরো দুনিয়ার পকেট ও খারাপ।অনেক মূল্যবান কথা গুলো শেয়ার করেছেন।ভালো লেগেছে ব্লগটি ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এ ধরনের একটা বাস্তবিক পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে আপু। বলার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 115587.97
ETH 4273.07
USDT 1.00
SBD 0.66