জেনারেল রাইটিং-ফুড পয়জনিং খুবই মারাত্মক||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট করবো। শরীর ভীষণ খারাপ। তবুও এই পোস্ট শেয়ার করবো। ভুল ত্রুটি সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
ফুড পয়জনিং খুবই মারাত্মক:

Source
গত দুইদিন থেকে শারীরিকভাবে অনেক অসুস্থ। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। গত পরশুদিন ডক্টর দেখাতে যাওয়ার কারণে বাহিরের কিছু খাবার খাওয়া হয়েছিল। তখন থেকেই শরীর খারাপ হইতে শুরু করে। এরপর দীর্ঘ সময় বাইরে থাকার কারণে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। গতকাল থেকে অসুস্থতা ধীরে ধীরে আরো বেড়ে গেছে। সকাল থেকেই প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে গেছে।
ফুড পয়জনিং খুবই মারাত্মক। জানিনা এই সমস্যা থেকে কিভাবে বের হব। মেডিসিন, স্যালাইন সবকিছুই খাচ্ছি। এরপরেও কোন ভাবে কমছে না। এখন মনে হচ্ছে যেন শরীরে বিন্দুমাত্র কোন শক্তি পাচ্ছি না। সত্যি কথা বলতে আমরা অনেক সময় না বুঝেই অনেক নোংরা খাবার খেয়ে ফেলি। অনেক সময় বড় বড় হোটেল গুলোতেও বাসি খাবার আমাদেরকে খাওয়ানো হয়। যেগুলো আমরা না বুঝেই খেয়ে ফেলি।
যদিও বাহিরের খাবার খুব একটা খাওয়া হয় না। তবে মাঝে মাঝে পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে। সেদিন যেহেতু ডক্টর দেখাতে গিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল তাই বাহির থেকেই খেয়ে আসা হয়েছিল। তখন থেকে কেন জানি শরীর খারাপ লাগছিল। এরপর বুঝতে পারলাম ফুড পয়জনিং হয়েছে। সকাল থেকে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। সেই সাথে প্রচন্ড রকমের জ্বর উঠেছে।
তবে সবাইকে একটাই অনুরোধ করব ফুড পয়জনিং যেন না হয় সেদিকে খেয়াল রেখে খাবার খাওয়া। কারণ এই ফুড পয়জনিং হলে খুবই ভোগান্তিতে পড়তে হয় এবং অনেক অসুস্থতা দেখা দেয়। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। আমি আসলে বুঝতে পারছি না কিভাবে এই সমস্যার সমাধান করব। ধীরে ধীরে অসুস্থতা যেন আরো বেড়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1978447896228909201?t=tBOgd6xD2TBsOXsUqlsX4w&s=19
https://x.com/Monira93732137/status/1978448342074949937?t=vyfXQRVOqL9_LLBJRsKFHA&s=19