গল্প- স্মৃতির ভাঁজে তোমার বিচরণ||

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার অনেক ভালো লাগে। কখনো ভেবে চিন্তে গল্প লিখতে বসি না। যখন লিখতে শুরু করি তখন একেকটি প্লট এক একটি ক্যারেক্টার এমনিতেই তৈরি হয়ে যায়। আর সেখান থেকে সুন্দর একটি গল্প তৈরি করার চেষ্টা করি। আজকেও একটি দারুণ গল্প শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


স্মৃতির ভাঁজে তোমার বিচরণ:

people-2565169_1280.jpg

Source


রুহি আজও একা একা বসে বসে ভাবে সত্যিই কি তাদের মাঝে ভালোবাসা ছিল? রুহির মনে এখনো প্রশ্ন জাগে রাহুল কি সত্যিই তাকে ভালোবাসতো? তবে কেন সেদিন এলো না? মনের মাঝে একগাদা প্রশ্ন নিয়ে আজ বসে আছে রুহি। কারণ অনেকদিন পর রাহুলের সাথে তার দেখা হয়েছে। হঠাৎ ট্রেনে তাদের এভাবে দেখা হয়ে যাবে রুহি বুঝতে পারেনি। দীর্ঘ ৮ বছর পর দুজনার দেখা হয়েছে। অনেক সময় পেরিয়ে গেছে আর দুজনের মাঝে দূরত্ব বেড়ে গেছে।


রুহি আর রাহুল দুজনে ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্বটা এতটাই গভীর ছিল যে কেউ কাউকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না। হয়তো তাদের বন্ধুত্বের মাঝে ভালোবাসা লুকিয়ে ছিল। তাই তো তাদের বন্ধুত্বটা এতটাই মধুর ছিল। রুহি রাহুলকে সত্যিই অনেক ভালোবাসতো। কিন্তু কখনো বলতে পারেনি। কারণ রুহি ভেবেছিল রাহুল যদি তাকে ভালো না বাসে তাহলে তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। মনের মাঝে লুকানো ভালোবাসা রুহি কখনো প্রকাশ করতে চায়নি।


দেখতে দেখতে কেটে যাচ্ছিল দিনগুলো। রুহি আর রাহুলের বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরো বেশি গভীর হয়ে যাচ্ছিল। কিন্তু রুহি বুঝতে পারছিল না রাহুল তাকে ভালোবাসে কিনা। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যায়। গ্রাজুয়েশনের জন্য দুজন দুই কলেজে ভর্তি হয়ে যায়। যখন দুজনের দূরত্ব তৈরি হয় তখন রুহি বুঝতে পারে সে রাহুলকে অনেক বেশি ভালোবাসে। কারণ তার ভীষণ কষ্ট হচ্ছিল রাহুলের থেকে দূরে থাকতে। অন্যদিকে রাহুলও তাকে অনেক মিস করছিল।


কিন্তু সময়ের সাথে সাথে রাহুল কেন জানি বদলে যেতে শুরু করল। রুহি বুঝতে পারত সবকিছুই। মনে মনে অনেক কষ্ট পেত। নিরবে চোখের জল ফেলতো। কিন্তু কখনো রাহুলকে মুখ ফুটে বলতে পারতো না। এভাবে অনেক সময় কেটে গেল। দেখতে দেখতে তাদের গ্রাজুয়েশন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। রুহি হঠাৎ একদিন জানতে পারল তার বিয়ে ঠিক হয়ে গেছে। রুমে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একদিকে তার মনের কোণে জমা রাহুলের জন্য ভালোবাসা অন্যদিকে পরিবার।


অবশেষে রুহি রাহুলকে তার ভালোবাসার কথা জানিয়েছিল। রাহুল সম্মতি জানিয়েছিল। রাহুল তাকে বলেছিল সে ঠিক সময় এসে তাকে নিয়ে যাবে। সময় পেরিয়ে গেল বিয়ের দিন ঘনিয়ে এলো। কিন্তু রাহুল আর এলো না। দেখতে দেখতে রুহির সংসার জীবনের দীর্ঘ সময় পার হয়ে গেল। রুহি জানতে পেরেছিল রাহুল বিয়ে করেছে। কিন্তু কখনো যোগাযোগ করেনি আজ দীর্ঘ সময় পর চলার পথে দুজনার দেখা হয়ে গেল। রাহুল আর রাহুলের স্ত্রীকে দেখে রুহির একদিকে যেমন ভালো লাগছিল অন্যদিকে ভেতরের চাপা কষ্টগুলো তাকে ভীষণ কাঁদাচ্ছিল। কারণ আজও তার স্মৃতির মাঝে সেই পুরনো ভালোবাসাই লুকিয়ে আছে। তার স্মৃতির ভাঁজে আজো সেই ভালোবাসার বিচরণ খুঁজে পায় রুহি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110018.34
ETH 4281.60
USDT 1.00
SBD 0.83