স্বপ্নগুলো ধোঁয়াশা আর শূন্যতায় ভরা||

in আমার বাংলা ব্লগ15 days ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে ভালো লাগে। তবে কয়েকদিন থেকে শরীর খুবই খারাপ। কিছু করতে পারছি না সেভাবে। আর শরীর খারাপের মাঝেও নিয়মিত নিজের পোস্ট শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। তেমনি আজকেও আমি আমার কিছু কথা শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


স্বপ্নগুলো ধোঁয়াশা আর শূন্যতায় ভরা:

woman-4786974_1280.jpg

Source


আমাদের জীবনের সমীকরণটা বড্ড বেশি আলাদা। সময়ের সাথে সাথে জীবনের সমীকরণ বদলে যায়। সময়ের সাথে সাথে আমাদের উপলব্ধিগুলো বদলে যায়। বদলে যায় স্বপ্নগুলো। সময়ের সাথে সাথে আমরা ভালো-মন্দ বুঝতে শিখি। কিন্তু মাঝে মাঝে মনে হয় সবকিছু বুঝেও কিছু করার থাকে না। সবকিছু ধোঁয়াশার মধ্যে আটকে গেছে। ভালো কিংবা মন্দ সবকিছুর উপলব্ধি আমাদের মাঝে আছে। কিন্তু উপস্থাপন করার মত অবস্থান তৈরি হয়নি।


জীবনের একটি সময় ছিল যখন ছোট ছোট উপলব্ধিগুলো অনেক বেশি অনুপ্রেরণা দিত। ছোট ছোট কাজগুলোর মাধ্যমে অনেক উৎসাহ পেতাম। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। আর সেই ধোঁয়াশায় আটকে গিয়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে যাই। সময় আমাদেরকে আটকে দিচ্ছে। সময়ের সাথে সাথে আমরা আটকে যাচ্ছি এক অচেনা অদৃশ্য কল্পনায়।


জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যেন জীবনের এক একটি শিক্ষা। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা উপলব্ধি থেকে শিক্ষা অর্জন করি। আর প্রত্যেকটা উপলব্ধি আমাদের জীবনকে নতুনভাবে সাজানো অনুপ্রেরণা যোগায়। কিন্তু মাঝে মাঝে যখন ধোঁয়াশা নেমে আসে তখন সবকিছুই বড্ড বেশি শূন্যতায় ভরে উঠবে। আর তখন শূন্যতার মাঝে ভালো থাকতে গিয়েও আর ভালো থাকা হয়ে ওঠেনা।


জীবনের কোন একটা পর্যায়ে এসে মনে হয় জীবনের সবকিছুই বড্ড বেশি শূন্য। আর বড্ড বেশি ধোঁয়াশায় আচ্ছন্ন। এই ধোঁয়াশা থেকে বের হওয়া কখনোই সম্ভব নয়। জীবনের সমীকরণটাই যেন এক গোলক ধাঁধায় আটকে গেছে। হয়তো এভাবেই জীবনের শেষ দিন চলে আসবে। হয়তো এভাবেই শেষ হয়ে যাবে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র উপলব্ধিগুলো কিংবা অপূর্ন স্বপ্নগুলো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 107964.48
ETH 3802.06
USDT 1.00
SBD 0.62