জেনারেল রাইটিং-কখন কার মৃত্যু হবে কেউ জানে না||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। মাঝে মাঝে কিছু লিখতে গিয়েও লিখা হয়ে ওঠে না। আর কিছু কথা লিখতে গেলেও দুচোখে পানি চলে আসে। যাইহোক আজকে আমি নতুন একটি টপিক নিয়ে লিখবো।
কখন কার মৃত্যু হবে কেউ জানে না:

Source
মৃত্যু যেমন চিরন্তন সত্য তেমনি কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানিনা। এমন অনেক মানুষকে দেখেছি যারা সুস্থভাবে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু তার আর ঘরে ফেরা হয় না। মৃত্যুর দুয়ারে দাড়িও অনেকে হাসিমুখে পরিবারের কাছ থেকে বিদায় নেয়। সে নিজেও জানে না এটাই তার শেষ বিদায়। তার গন্তব্যে পৌঁছা হয় না কিংবা আপন মানুষগুলোর কাছে আর ফেরা হয় না। মৃত্যু যে তার বড়ই অনিশ্চিত।
অসুস্থতায় ধুকে ধুকে মৃত্যুবরণ করে অনেকে। অসুস্থতায় একজন মানুষকে কতটা কষ্ট পেতে হয় এটা হয়তো আমরা অনেকেই কাছ থেকে দেখেছি। সে হাজার অসুস্থতার মাঝেও একটু বেঁচে থাকতে চায়। মৃত্যু মেনে নিতে চায় না। ভালো থাকার জন্য এই ডাক্তার ও ডাক্তার এই হসপিটাল সেই হসপিটালের ছুটে বেড়ায়। কিন্তু সময় যখন ফুরিয়ে যায় তখন আর কেউ তাকে ধরে রাখতে পারে না।
মাঝে মাঝে যখন পরিচিত কারো মৃত্যুর সংবাদ শুনি তখন ভীষণ খারাপ লাগে। আবার যখন অপরিচিত কারো মৃত্যুর সংবাদ শুনি তখনও অনেক খারাপ লাগে। মনে হয় যেন বুকের মাঝে শূন্যতা তৈরি হয়েছে। মৃত্যু আমাদের জীবনের একটি অংশ। তবুও আমরা মৃত্যুটাকে মেনে নিতে পারি না। আমাদের মন খারাপ হয়। অনেক কষ্ট হয়। মানুষটি চিরদিনের জন্য হারিয়ে যাবে এটা ভেবে খুবই কষ্ট লাগে।
একদিন আমাদের সবাইকেই পরপারে চলে যেতে হবে। হয়তো এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সবাই অতিথি। কিন্তু কখন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে আমরা কেউ জানিনা। হয়তো আমরা ভাবছি আমাদের জীবনের চলার পথ আরো অনেক বাকি। কিন্তু আমাদের জীবনের চলার পথ একেবারে নির্ধারিত। নির্দিষ্ট সময়ে এসে থমকে যাবে এই চলার পথ। আর থেমে যাবে জীবন।
চারপাশে অনেক মৃত্যুর সংবাদ শুনতে শুনতে মাঝে মাঝে খুবই খারাপ লাগে। আজকেও অনেক মৃত্যুর সংবাদ শুনেছি। পরিচিত অপরিচিত যারই মৃত্যুর সংবাদ শুনি না কেন ভীষণ খারাপ লাগে তখন। আসলে মৃত্যু চিরন্তন সত্য হলেও আমরা মৃত্যুটাকে মেনে নিতে চাই না। আপন মানুষগুলোকে হারাতে চাই না। তাদেরকে চিরদিনের জন্য বিদায় দিতে চাই না। তবুও চির বিদায় দিতে হয়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1983560749378351599?t=RakiadeNBYA3ZIMiP81SGQ&s=19
একেবারে যথার্থ বলেছেন আপু। কখন কার মৃত্যু হবে, সেটা কেউ বলতে পারে না। তাই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি ভালো কাজ করতে হবে। সর্বোপরি পরকালের কথা ভাবতে হবে এবং সেই অনুযায়ী নেক আমল করতে হবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।