শৈশব স্মৃতি-ছোটবেলায় খেলতে গিয়ে হাত ভেঙে যাওয়ার এক কষ্টের স্মৃতি||
আসসালামু আলাইকুম/নমস্কার 
আমি @monira999 বাংলাদেশ থেকে। ছোটবেলার স্মৃতিগুলো সব সময় আমাদের মনের মাঝে থেকে যায়। অনেক ভালো স্মৃতি যেমন আমাদের মনে আছে তেমনি অনেক খারাপ স্মৃতিও মাঝে মাঝে মনে পড়ে। আর সেই খারাপ স্মৃতি গুলোর মাঝে একটি ভয়ংকর স্মৃতি হলো খেলতে গিয়ে হাত ভেঙে যাওয়ার একটি স্মৃতি। সেই স্মৃতির কথাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো।
ছোটবেলায় খেলতে গিয়ে হাত ভেঙে যাওয়ার এক কষ্টের স্মৃতি: 

Source
তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ডিসেম্বর মাস চলছে। বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। চলে গিয়েছি দাদু বাড়িতে। দাদু বাড়ি মানে খেলাধুলা, হইহুল্লোড় আর আড্ডাবাজি। ডিসেম্বর মাস মানে খেলাধুলার একেবারে দারুণ আয়োজন। যেহেতু আমার সমবয়সী অনেকেই ছিল তাই আমি যাওয়ার পর দলবল একখানে হয়ে চলে গিয়েছিলাম খেলতে। তখন যেহেতু শীতকাল ছিল তাই ফসলের মাঠ মোটামুটি ফাঁকা ছিল। আর একটা সময়ে ফসলের মাঠ অনেকটা ফাঁকা হয়ে যায়। তখন খেলার জায়গা অনেক বেশি থাকে।
যেহেতু স্কুল বন্ধ তাই গ্রামের বাড়িতে যাওয়া হয়েছিল। আর কয়েকদিন পরই ছিল ঈদ। তাই ছুটি আর আনন্দ দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর সবার সাথে খেলতে গিয়েছিলাম। এরপর ঘটে গেল এক বিপত্তিকর ঘটনা। আমরা সবাই গোল্লাছুট খেলছিলাম। জানিনা আপনাদের অঞ্চলে এই খেলাটি অন্য কোন নামে পরিচিত কিনা। খেলতে গিয়ে অনেক ভালোই সময় কাটাচ্ছিলাম।
এরপর হঠাৎ করে বড় একটি মাটির টুকুর সাথে পা আটকে যায়। আর সেখানেই পড়ে যাই। পড়ার পর বুঝতে পারলাম আমার হাত একেবারে নড়াতে পারছি না। এরপর কয়েকজন এসে আমাকে ধরে তুলেছিল। কিন্তু হাত আর সোজা করতে পারছিলাম না। এবার শুরু হয়ে গেল কান্নাকাটি। কিছুতেই কোন কিছু হচ্ছিল না। কোনভাবেই হাতের ব্যথা কম ছিল না। হাতের কনুইয়ের উপরের অংশের হাড় ফেটে গিয়েছিল।
এরপর বাবা ছুটিতে এসে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যান। সেখানে যাওয়ার পর ডাক্তার হাতে প্লাস্টার করে দেন। হাড় ফেটে যাওয়ার কারণে আমি কোন ভাবেই হাত সোজা করতে পারছিলাম না। কেননা হাত নাড়াচাড়া করা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল। প্লাস্টার করার কারণে তখন একটু আরাম পাচ্ছিলাম। কিন্তু একমাস পর প্লাস্টার খুলতে বলেছিল। সেই একমাস সত্যি অনেক কষ্টে কেটেছে।
ঈদের দিন জামা পরতে অনেক কষ্ট হয়েছিল। কারণ প্লাস্টার করার কারণে হাত অনেকটা মোটা হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে জামা ঢুকানো হয়েছিল। আসলে সেই কষ্টের স্মৃতিটা এখনো মাঝে মাঝে মনে পড়ে। আর হাত ভেঙে যাওয়ার সেই ভয়ংকর স্মৃতিটা সত্যিই অনেক বেশি কষ্ট দেয়। আসলে আমাদের শৈশবের মধুর স্মৃতি গুলোর মাঝেও কিছু কিছু ভয়ঙ্কর স্মৃতি থাকে যেই স্মৃতিগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আর হাত ভেঙে যাওয়ার এই ভয়ংকর স্মৃতিটিও আমাকে অনেক বেশি কষ্ট দেয়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1971192466452988397?t=AuDAJoY13W-SrL9iJ6qDjQ&s=19
https://x.com/Monira93732137/status/1971248513985245557?t=nX441EQi8O5J6Lu4WFDRdg&s=19
https://x.com/Monira93732137/status/1971248986456797594?t=-r34yw0LY9l3WYGlJHIU0w&s=19
https://x.com/Monira93732137/status/1971249289218375946?t=Y8GWiaDvlpEI_dRJ91BMWg&s=19