ভালো থাকার লড়াইয়ে যেন বারবার হেরে যাই||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আসলে মাঝে মাঝে নিজের ভালো অনুভূতি শেয়ার করি মাঝে মাঝে কিছু খারাপ অনুভূতি তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনারা আমার অনুভূতি বুঝতে পারবেন।
ভালো থাকার লড়াইয়ে যেন বারবার হেরে যাই:
.jpg)
Source
আমরা এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু পাই আবার অনেক কিছু হারিয়ে ফেলি। এই জীবনের চাওয়া পাওয়া গুলো হয়তো খুবই অল্প ছিল। তবুও কেন জানি জীবন যুদ্ধে বারবার হেরে যাই। ভালো থাকার লড়াইয়ে নেমে বারবার যেন খালি হাতে ফিরতে হয়। একটু ভালো থাকার জন্য ছটফট করি প্রতিনিয়ত। জীবনের কাছে হয়তো তেমন কিছুই চাওয়ার নেই। তবুও কেন জানি জীবন বারবার কষ্ট দেয়। জীবনের সময় গুলো বড্ড বেশি আঘাত করে।
আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো একটু ভালো থাকার আকুতি করি সব সময়। কিন্তু সেই ভালো থাকাটা আর হয়ে উঠে না। সময়ের সাথে সাথে ভালো থাকা অনেক কঠিন হয়ে যায়। কঠিন এই জীবনের সাথে যখন ভালো থাকার জন্য লড়াই করতে হয় তখন মনে হয় যেন লড়াইটা হচ্ছে নিজের সাথে নিজের। আর নিজের সাথে নিজের লড়াইটা সত্যিই অনেক কঠিন। ভালো থাকতে গিয়েও আর ভালো থাকা হয়ে ওঠে না।
পারিপার্শ্বিক অবস্থা কিংবা নিজের অবস্থান হয়তো সময়ের সাথে সাথে বদলে যায়। আর সেই সাথে বদলে যায় আপন মানুষগুলো কিংবা তাদের অনুভূতিগুলো। আর আমরাও সেই অনুভূতির বদলে যাওয়াটাকে মেনে নিতে পারি না। কখনো আমরা ভালো থাকার জন্য একটু শান্তি খুঁজি তখন আমরা ভালো থাকার জন্য একটু অনুভুতি খুঁজি। কিন্তু মাঝে মাঝে মনে হয় অনুভূতির খাতাটা সত্যি শূন্য হয়ে গেছে।
জীবনে হয়তো খুব একটা বেশি কিছু চাওয়ার ছিল না। তবুও জীবন বারবার শূন্য হাতে ফিরিয়ে দিল। এই জীবনে বারবার হেরে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর। বারবার যেন নিজেই নিজের মাঝে বিলীন হয়ে যাই। বারবার যেন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাই। মনে হয় যেন সব কিছুই এলোমেলো হয়ে গেছে। হয়তো জীবনটা আর গোছানো সম্ভব না। জীবনের এই অগোছালো সময়টা সত্যি অনেক বেশি কঠিন।
একটু ভালো থাকার জন্যই আমাদের জীবনের যত আয়োজন। তবুও আমরা সব আয়োজন শেষে ভালো থাকা খুজে পাইনা। ভালো থাকতে গিয়েও ভালো থাকতে পারিনা। দিনশেষে শূন্য হাতে ফিরে আসতে হয়। নিজের সাথে নিজের লড়াই করে বাঁচাটা সত্যিই অনেক বেশি কঠিন। তবুও আমরা বাঁচতে চাই। কিংবা ভালো থাকতে চাই। যাই হোক নিজের অনুভূতি থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1983068184656916529?t=uUxk0X9htEaKvEajOI91kg&s=19