জেনারেল রাইটিং-মেডিসিনের দাম ঊর্ধ্বমুখী||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করবো। মাঝে মাঝে লিখতে ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় যখন চোখে ভীষণ লাগে সেই বিষয়গুলো নিয়ে লেখার চেষ্টা করি।আশা করছি আজকের পোস্ট সবার ভালো লাগবে এবং সবাই সহমত পোষণ করবেন।


মেডিসিনের দাম ঊর্ধ্বমুখী:

medicine-6392470_1280.jpg

Source


মেডিসিন আমাদের সবারই অনেক প্রয়োজনীয়। সময়ের সাথে সাথে রোগ ব্যাধি যেমন বেড়ে গেছে তেমনি মেডিসিনের চাহিদা অনেক বেড়ে গেছে। আগেকার সময় দেখা যেত প্রাকৃতিক উপায়ে বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করা হতো। আর তাৎক্ষণিক চিকিৎসা করা হতো। সেই সময় মেডিসিনের এতটা মূল্য ছিল না। সময়ের সাথে সাথে মেডিসিনের চাহিদা যেমন বেড়ে গেছে মেডিসিনের দাম।


যে মেডিসিন গুলো প্রতি পিস ৪৬ টাকা করে বিক্রি হতো এখন সেই মেডিসিন গুলোই ৬২ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। আমরা যারা দীর্ঘমেয়াদী মেডিসিন গ্রহণ করি তাদের জন্য এটা সত্যিই অনেক ভয়ানক ব্যাপার। কারণ একটি মেডিসিনের দাম যদি এত টাকা হয় তাহলে পিস প্রতি কত টাকা বেড়ে গেছে এই কথা হিসাব করলে দেখা যায় অনেক গুণ বেড়ে গেছে দাম। আর যারা নিয়মিত মেডিসিন সেবন করে তাদের জন্য এই মেডিসিনের দাম অনেকটা আকাশ সমান।


মেডিসিনের দাম বাড়ার সাথে সাথে হয়তো আমাদের চাহিদা একটু কমে গেছে। কিন্তু পরিস্থিতি আর শারীরিক সমস্যাগুলো সময়ের সাথে সাথে আবারো হয়তো বেড়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে চড়া দামে মেডিসিন কিনতে হচ্ছে। আসলে মেডিসিন বাণিজ্যটা বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে। একই মেডিসিন একেক জায়গায় একেক দামে বিক্রি হচ্ছে। একটু যাচাই-বাছাই করলে দেখা যায় একেক দোকানে একেক রকমের প্রাইস তারা নিচ্ছেন।


যখন কেউ প্রতিবাদ করতে যাচ্ছে তখনই তারা বলছে বর্তমানে মেডিসিনের দাম বেড়েছে। আসলে সেই কথাটুকু কতটা সত্য কিংবা মিথ্যা সেটা আমরা হয়তো জানি না। তবে ছোট ছোট নিত্য প্রয়োজনীয় মেডিসিন গুলোর দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সেটা থেকে কিছুটা হলেও আন্দাজ করা যায় প্রত্যেকটি মেডিসিনের দাম অনেক বেড়ে গেছে। আর ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষজন।


এমন অনেক অসুস্থ মানুষ আছে যারা সারা মাস জুড়ে মেডিসিন সেবন করেন। আবার এমন বয়স্ক মানুষ আছে যারা মেডিসিনের উপরেই একটু ভালো থাকে। তাদের জন্য এই দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। আসলে মেডিসিনের প্রাইস এভাবে বাড়তে থাকলে সাধারণ মধ্যবিত্ত মানুষরা আসলে ভীষণ ভোগান্তির মধ্যে পড়বে। মেডিসিনের দামের এই ঊর্ধ্ব গতি আমাদের সবার জন্যই অনেক বেশি ক্ষতিকারক এবং অনেক বেশি চিন্তার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.035
BTC 100336.63
ETH 3259.43
USDT 1.00
SBD 0.51