জেনারেল রাইটিং-আহারে জীবন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। কয়েকদিন থেকে মনটা খুবই খারাপ। আমার খুবই পরিচিত একজন মানুষ হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেছেন। উনার কথা ভেবে সত্যিই অনেক খারাপ লাগছে। আসলে জীবনের কোন মূল্য নেই। কখন কার জীবনটা শেষ হয়ে যাবে আমরা কেউ জানিনা। সেই অনুভূতি থেকেই কিছু কথা লিখবো।
আহারে জীবন:

Source
আমাদের জীবন সত্যিই অনেক বেশি ক্ষণস্থায়ী আর অনেক বেশি অনিশ্চিত। জীবনের এই সমীকরণটা কখনো হয়তো মেলানো যায় না। এই তো কয়েকদিন আগের কথা লোকটির সাথে আমার দেখা হলো। উনার ছেলেদেরকে নিয়ে অনেক কথা হলো। বড় ছেলে অনেক মেধাবী। ছেলেকে নিয়ে উনার নানান রকমের স্বপ্ন। অল্প আয় দিয়ে তিনি ছেলেদের মানুষ করার চেষ্টা করছেন।
বড় ছেলে ভালো একটি বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগও পেয়েছে। বাবা যেন খুশিতে আত্মহারা। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। মধ্যবিত্ত মানুষদের গল্প গুলো একটু আলাদা রকমেরই হয়। তাদের সন্তান যদি ভালো কোথাও ভর্তির সুযোগ পায় তখন বাবা মা অনেক কষ্ট করে হলেও সন্তানের সব দায়িত্ব পালন করে। এমনকি পড়াশোনা শেষ পর্যন্ত বাবা-মা তাদের পাশে থাকে।
হয়তো তিনিও অনেক স্বপ্ন দেখেছিলেন। তিনি নিজের সঞ্চয় নিজের সন্তানের পিছনে খরচ করেছিলেন। কিন্তু সৃষ্টিকর্তা তার সন্তানের সফলতা দেখার সুযোগ তাকে দিল না। হঠাৎ এক দুর্ঘটনায় হারিয়ে গেল সেই মানুষটি। আর তার দু চোখের স্বপ্নগুলো নিমিষেই ধুলিস্যাৎ হয়ে গেল। সন্তানদেরকে নিয়ে দেখা স্বপ্নগুলো যেন এক নিমিষেই অন্ধকার হয়ে গেল।
জানিনা সেই সন্তানদের দায়িত্ব এখন কে নিবে। সেই সন্তানরা কি পারবে নিজের বাবার স্বপ্ন পূরণ করতে? বাবা নামক বট বৃক্ষের ছায়া যখন মাথার উপর থেকে সরে যায় তখন পৃথিবীটা অনেক বেশি কঠিন হয়ে যায়। হয়তো তারা এখন বুঝবে তাদের বাবা তাদের জন্য কত কিছু করেছে। বাবা যখন থাকে তখন হয়তো কেউ সেভাবে মূল্য দিতে জানে না। কিন্তু যখন মানুষটি হারিয়ে যায় তখন প্রত্যেকটা সন্তান তার শূন্যতা অনুভব করে।
ক্ষণিকের এই জীবনে হয়তো অনেক অসম্পূর্ণ কাজ জীবনে থেকে যায়। হয়তো তারও ইচ্ছে ছিল সন্তানকে মানুষের মতো মানুষ করার। কিন্তু তার অপূর্ন ইচ্ছা অপূর্ণই থেকে গেল। হয়তো তিনি সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না। এখন অজানা এক ভবিষ্যতের মাঝে তার সন্তানরা বেড়ে উঠবে। হয়তো বাবার স্বপ্ন পূরণ করবে কিংবা বুকে লালন করা স্বপ্নগুলো দুমড়ে মোচরে শেষ হয়ে যাবে বাস্তবতার কাছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1985360862874566882?t=DUCVqhoDFD-f5bWjmz-s0Q&s=19