দীর্ঘদিন পর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি আমার ট্রেন ভ্রমণের একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। নিজের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো সব সময় সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


দীর্ঘদিন পর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা:

train-4998334_1280.jpg

Source


ট্রেন ভ্রমণ করার অভিজ্ঞতা খুব একটা নেই বললেই চলে। অনেকদিন আগে ট্রেন ভ্রমণ করার সুযোগ হয়েছিল। আমার বাসার পাশেই রেললাইন আছে। সেখান দিয়ে ট্রেন চলাচল করে। আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি কোন একদিন আমিও ট্রেন ভ্রমণ করবো। কিন্তু সেভাবে সুযোগ হয়ে ওঠে না। গতকালকে যেহেতু ডক্টর দেখানোর ডেট ছিল তাই প্লান করলাম এবার ট্রেনে করে যাব।


যেহেতু আগে কখনো যাওয়া হয়নি তাই সময়সূচীও ভালোভাবে জানা ছিল না। এরপর অনলাইনে জানতে পারলাম বিকেলে ট্রেন আছে। চলে গেলাম রেলওয়ে স্টেশনে। সেখানে যাওয়ার পর টিকিট কাউন্টার খুঁজেই পাচ্ছিলাম না। কারণ প্রথমবার সেখানে গিয়েছি। তাই একটু সমস্যা হচ্ছিল। এরপর টিকিট সংগ্রহ করলাম। মাত্র ১৪ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে ফেললাম। টিকিটের মূল্য সত্যিই অনেক কম।


নির্দিষ্ট সময়ে ট্রেন চলে এলো। ট্রেনে উঠে পড়লাম। পুরো ট্রেন ভরে উঠলো। সত্যি কথা বলতে এই অভিজ্ঞতাটা বলে বোঝানোর মত নয়। প্রথমবার যখন ট্রেনে উঠলাম তখন সত্যিই ভালো লেগেছিল। বেশ কিছু বছর আগে ট্রেনে উঠেছিলাম। সেভাবে এখন আর মনেই পড়ে না। তবে গতকাল যখন ট্রেন ভ্রমণের সুযোগ হয়েছিল ভালোই লেগেছিল ব্যাপারটা।


তবে সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক মানুষজন যখন একসাথে ট্রেনে উঠে পড়ে তখন গল্পগুজব করতে করতেই পুরো রাস্তা পাড়ি দেওয়া যায়। স্টেশনে কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে ট্রেন ছেড়ে দিয়েছিল। এরপর পরবর্তী স্টেশনগুলোতে অল্প কিছুক্ষণ সময়ের জন্য ট্রেন দাঁড়িয়ে ছিল। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। বেশি সময় লাগেনি সেখানে পৌঁছাতে।


সব মিলিয়ে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাটা ভালোই ছিল। যখন ট্রেন চলছিল তখন শব্দ হচ্ছিল আমার ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছিল। ঝকঝক ঝক ট্রেন চলেছে এই কবিতাটি সবাই হয়তো পড়েছেন। ট্রেনে বসে বসে আমারও এই কবিতার কথা কেন জানি বারবার মনে পড়ছিল। যাইহোক ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 days ago 

IMG_20251013_175845.png

 9 hours ago 

ঝকঝক ঝক ট্রেন চলেছে এই কবিতাটি সবাই হয়তো পড়েছেন।

এই কবিতাটি পড়তে আমার খুব ভালো লাগতো। যাইহোক আপনি ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা দারুণভাবে শেয়ার করেছেন আপু। ট্রেনে চড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 111299.69
ETH 4009.37
USDT 1.00
SBD 0.62