জেনারেল রাইটিং-মানসিক চাপ খুবই কষ্টের||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখবো। আসলে মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো লেখার চেষ্টা করি। আশা করছি সবার ভালো লাগবে।
মানসিক চাপ খুবই কষ্টের:

Source
এই ক্ষুদ্র জীবনে আমাদের হয়তো একটাই চাওয়া থাকে একটু ভালো থাকা। কিন্তু মাঝে মাঝে ভালো থাকাগুলো আর হয়ে উঠে না। পরিবার-পরিজন কিংবা নিজের ব্যক্তিগত কিছু কারণ হয়তো সামনে এসে দাঁড়ায়। মাঝে মাঝে আপন মানুষগুলো অনেক বেশি কষ্ট দেয়। তাদের কাছ থেকে পাওয়া কষ্টগুলো মানসিক চাপের সৃষ্টি করে। তাদের দেওয়া কষ্টের আঘাতগুলো অনেক বেশি আহত করে।
যখন আমরা কাউকে অনেক বেশি ভালোবাসি কিংবা আমাদের আপন মানুষগুলোর উপর অনেক বেশি ভরসা করি তখন মন প্রাণ দিয়েই তাদেরকে আগলে রাখার চেষ্টা করি। কিন্তু সেই মানুষগুলোই যখন আমাদের ভরসা ভেঙ্গে দেয় এবং ভরসার জায়গাটা তিক্ততায় ভরিয়ে তোলে সেই মানুষটির প্রতি ভালোবাসা হারিয়ে যায়। তখন মানসিক চাপ অনেক বেড়ে যায় ।
আসলে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে বেশি কষ্ট দেয়। তাদের ব্যবহার তাদের কার্যকলাপ আমাদেরকে প্রতিনিয়তই কষ্ট দেয়। তাদের এই কার্যকলাপের ফলে আমরা যেমন মানসিকভাবে আঘাত পাই তেমনি ব্রেনের উপর প্রচন্ড চাপ পড়ে যায়। তাদেরকে বললেও হয়তো সেই সমস্যাগুলো বুঝতে পারবে না। আসলে কাছের মানুষদের দ্বারাই আমরা সব সময় কষ্ট পাই।
কয়েকদিন থেকে মানসিক চাপের মধ্যে সময় কাটছে। আসলে ভালো থাকা এখন অনেকটা বিলাসিতার মতো হয়ে গেছে। চাইলেও আর ভালো থাকা হয়ে ওঠে না। চাইলেও আর মন খুলে হাসা হয় না। চাইলেও আর প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচা হয় না। সময় কঠিন হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে মানসিক চাপ যেন আরো বেশি আষ্ঠে-পৃষ্ঠে বেঁধে ফেলছে। বড্ড বেশি কঠিন হয়ে যাচ্ছে সময় গুলো আর সেই সাথে কঠিন হয়ে যাচ্ছে বেঁচে থাকা।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1977015432327708984?t=kKPPHJ8yA-4cTIsixn2rcA&s=19
https://x.com/Monira93732137/status/1977047745375748406?t=YlDaG_01ZV50XNbwb27IrA&s=19
https://x.com/Monira93732137/status/1977048197907595472?t=-chQDoqK5eYmPF3RUUydVA&s=19
https://x.com/Monira93732137/status/1977048534395625861?t=IfZeKmcJ59pJlaCdvO5PWg&s=19