জেনারেল রাইটিং-হসপিটালের দুর্নীতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে কিছু কিছু বিষয় আমাদেরকে ভীষণ কষ্ট দেয়। আর সেই বিষয়গুলো একটি সাধারণ পরিবারের উপর অনেক প্রভাব ফেলে। সেই অনুভূতি থেকেই আজকে একটি পোস্ট শেয়ার করবো।
হসপিটালের দুর্নীতি:

Source
বর্তমান সময়ে হসপিটালগুলোতে দুর্নীতি অনেক বেড়ে গেছে। রোগীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছে তেমনি তাদের পরিবার অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। সামান্য সমস্যা নিয়ে গেলেও অনেক টাকার টেস্ট হাতে ধরিয়ে দিচ্ছে। সেই সাথে কিছু কিছু রোগীকে ভর্তি করে নেওয়া হচ্ছে। আবার সরকারি হাসপাতালগুলোতে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। পরবর্তীতে বেসরকারি হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে।
সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা না পেয়ে যখন কেউ বেসরকারি হাসপাতালে যায় তখন সে আরো বেশি বিপদের মধ্যে পড়ে যায়। বেসরকারি হাসপাতালগুলোতে মাত্রা অতিরিক্ত খরচ হাতে ধরিয়ে দেয়। এমন অনেক খবর আমরা শুনেছি যে রোগী মারা গেছে অথচ তারা আইসিইউতে রেখে দিনের পর দিন লাখ লাখ টাকার বিল তুলে ফেলছে। রোগী মারা গেছে দুই দিন আগেই অথচ স্বজনরা তখনও কিছুই জানে না। তাদের আপন মানুষটিকে বাঁচানোর জন্য তারা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে।
হসপিটালগুলোর এই দুর্নীতি মেনে নেওয়ার মতো নয়। মৃত মানুষকে দিয়েও তারা ব্যবসা করছে। একজন মৃত মানুষকে জীবিত হিসেবে সাজিয়ে রেখেও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আবার কয়েকদিন পর লাখ টাকার বিল মিটিয়ে সেই মৃত মানুষটিকে নিয়ে নিঃস্ব হয়ে ফিরছে সেই পরিবারটি। একদিকে যেমন আপন মানুষটিকে হারিয়ে ফেলছে অন্যদিকে তাদের শেষ সম্বলটুকু উজাড় করে দিচ্ছে।
হসপিটাল গুলোতে এরকম দুর্নীতি প্রতিনিয়তই হচ্ছে। আমরা হয়তো আমাদের আপন মানুষগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। কোন কিছু না ভেবেই হসপিটালে ভর্তি করে রাখি। যাতে করে সে আবারও সুস্থ হয়ে ওঠে। তখন হয়তো আমাদের মনে টাকার চিন্তা থাকে না। যে করেই হোক টাকা যোগাড় করার চেষ্টা করে সবাই। কিন্তু তারা যে আমাদের উপর ব্যবসা করে সেটা ভেবে সত্যিই খারাপ লাগে।
এরকম ছোট বড় অনেক হসপিটাল আছে যেগুলোতে প্রতিনিয়তই মানুষ প্রতারিত হচ্ছে। চিকিৎসা সেবার নাম করে দরিদ্র মানুষ গুলোর কাছ থেকে হাজার হাজার টাকা কেড়ে নেওয়া হচ্ছে। অনেকে আবার ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করছে। এই দায় আসলে কেউ নিতে চায় না। শুধুমাত্র ভুক্তভোগী পরিবার বুঝতে পারে এই কষ্টটা কতটুকু। আর এই অসহায়ত্ব দেখার কেউ নেই। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই। হসপিটালের দুর্নীতি দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1986979957437047288?t=mv9QBXgU932R3NlMmQdGTQ&s=19