জেনারেল রাইটিং-নিজের প্রতি যত্নশীল হতে হবে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখবো। মাঝে মাঝে লেখালেখি করতে ভালো লাগে। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখার চেষ্টা করি। আশা করছি আজকের পোস্ট সবার ভালো লাগবে।
নিজের প্রতি যত্নশীল হতে হবে:

Source
সুস্থতা আমাদের জীবনের অমূল্য এক সম্পদ। সুস্থ থাকার জন্যই আমরা অনেক চেষ্টা করি। অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থ জীবনের মূল্য কতটুকু। মাঝে মাঝে আমরা নিজের কর্মব্যস্ততায় কিংবা পারিবারিক বিভিন্ন কাজের ব্যস্ততায় নিজের প্রতি অবহেলা করে ফেলি। সংসার সবকিছু সামলানোর পর নিজের জন্য একটু সময় আমাদের থাকে না। নিজের প্রতি যত্নশীল হওয়ার সময়টুকু যেন থাকে না। আমরা অবহেলায় ফেলে দেই নিজেকে।
হয়তো কোন একটা সময় আমরা নিজেদের প্রতি অনেক যত্নশীল ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আর ব্যস্ততার বেড়াজালে নিজের প্রতি যত্ন নেওয়া ভুলে গেছি। নিজের জন্যও যে কিছুটা সময় রাখা উচিত সেটাও ভুলে যাই আমরা। আসলে ব্যস্ততা আমাদেরকে হয়তো এরকম পর্যায়ে নিয়ে দাঁড় করায়। কিন্তু এই ব্যস্ততার মাঝেও যখন আমরা এভাবে ধীরে ধীরে নিজের শরীরের প্রতি খেয়াল রাখা ভুলে যাব হয়তো কোনদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়বো।
আমরা যতক্ষণ পর্যন্ত নিজের অসুস্থতা অনুভব না করি ততক্ষণ পর্যন্ত নিজের দিকে সেভাবে খেয়াল করি না। বিভিন্ন ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেওয়া ভুলে যাই। নিজের শারীরিক অবস্থার কথা ভুলে যাই। সব কিছুর আগে নিজের যত্ন নেওয়া উচিত। নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত। কারণ আমরা অসুস্থ হলে আমাদের দেখার মত কেউ থাকবে না। আর অসুস্থতা একান্তই নিজের সমস্যা। এই সমস্যা নিজেকেই মোকাবেলা করতে হয়।
তাই আমার মনে হয় প্রত্যেকের উচিত নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া। ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে হবে। হাজারো ব্যস্ততার মাঝেও নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে এবং নিজের খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি নিজে ভালো থাকি তাহলে পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। নিজে ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1981361193165213871?t=Iw7zexdo5OA4w09xwP5RWQ&s=19
আপনি একদম সঠিক বলেছেন আমরা ততক্ষণ পর্যন্ত নিজের বিষয়টা ততক্ষণ ভাবি না যতক্ষণ পর্যন্ত আমরা অসুস্থ না হই অসুস্থ হলেই আমরা নিজের প্রতি খেয়াল করতে শুরু করি তবে এটা সত্য যে আমাদের উচিত সর্বদা নিজের বিষয়ে নিজের শরীরের বিষয়ে এবং নিজেকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত।
আপু আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার সাথে আমিও একমত কারণ নিজে সুস্থ থাকলে আমরা পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবো।তাই সবার উচিত নিজের প্রতি নিজের যত্নশীল হওয়া।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।