জেনারেল রাইটিং-চাকরির বাজার আর বর্তমান অবস্থা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি আমার অনুভূতি থেকে কিছু কথা লিখবো। আজকে আমার একটি চাকরির পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাই সবার মাঝে তুলে ধরবো।
চাকরির বাজার আর বর্তমান অবস্থা:
.jpg)
Source
বর্তমানে চাকরির বাজারের অবস্থা দেখলে মনে হয় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আজকে আমার খাদ্য অধিদপ্তরের একটি পরীক্ষা ছিল। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য যখন পেরিয়ে পড়েছিলাম তখন পরীক্ষার্থীদের আনাগোনা দেখে বেশ অবাক হয়েছিলাম। অনেকে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। আমিও নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই গিয়েছিলাম।
পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পর সত্যিই অনেক ভয় লেগেছে। কেন জানি নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়েছে। আমার পরীক্ষার কেন্দ্রে যারা পরীক্ষা দিয়েছে তাদের কয়েকজনের সাথে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। তাদের অবস্থান আর নিজের অবস্থান চিন্তা করলে অনেক পিছিয়ে আছি। অনেকেই ইতোমধ্যে কোন ভালো জবের সাথে যুক্ত হয়েছে। এরপরেও পরীক্ষা দিতে এসেছে।
আসলে যারা পরীক্ষার্থী ছিল তারা অনেকেই আবার দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। বিভিন্ন কেন্দ্রে ডিভাইস ব্যবহার করা হয়েছে। যদিও আমার রুমে এরকম কোন কিছু লক্ষ্য করিনি। তবে পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়ার পরেই জানতে পেরেছি বিভিন্ন রুমে ডিভাইস ব্যবহার করা হয়েছে। আসলে চাকরির বাজার এতটাই করুন হয়ে গেছে যে মানুষ যে কোন উপায়ে চাকরি পেতে চায়।
বর্তমানে সবকিছু দুর্নীতিতে ভরে গেছে। হয়তো উপরে দেখা যায় কোন কিছুই হচ্ছে না। কিন্তু ভেতর ভেতর লক্ষ্য করলে বোঝা যায় অনেক কিছুই হচ্ছে। একটি চাকরি পাওয়ার জন্য একজন মানুষ তার নিজের সর্বশেষ টুকু উজাড় করে দিতেও দ্বিধাবোধ করছে না। নিজের কাঙ্খিত একটি চাকরি পাওয়ার আশায় নিজের শেষ সম্বল ভিটামাটি বিক্রি করে দিচ্ছে।
একটি চাকরি পাওয়ার আশায় সবার এত এত হাহাকার দেখে সত্যিই খারাপ লেগেছে। বর্তমানে চাকরির বাজারের অবস্থা সত্যিই অনেক করুন। প্রকৃত মেধাবীরা কখনো জিতে যাচ্ছে কখনো বা দুর্নীতির কাছে হেরে যাচ্ছে। আসলে চাকরির বাজারের এই করুণ দশা দেখলে আর মন চায় না কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে। আমার মনে হয় সব জায়গাতেই একই অবস্থা।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1982399026457891279?t=c6xGr2XMZjtWDc7VUIhQaw&s=19
https://x.com/Monira93732137/status/1982399391832150188?t=gdn9PNa7nI4CMZo6nZUkQg&s=19