নতুন প্রজন্ম মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সময়ের সাথে সাথে তথ্যপ্রযুক্তির যেমন উন্নতি হয় তেমনি তথ্যপ্রযুক্তির অনেক খারাপ প্রভাব আমাদের জীবনের উপর এসে পড়ে। যেমনটা হয়েছে বর্তমান প্রজন্মের ওপর। তারা মোবাইলের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছে। সেই বিষয় থেকেই কিছু কথা লিখব।


নতুন প্রজন্ম মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে:

boy-3360415_1280.jpg

Source


তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে আমরা সবাই এগিয়ে আছি। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট ভাই বোনের মোবাইলের প্রতি আসক্তি দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। বাবা-মা কোনভাবেই যেন তাদেরকে আটকাতে পারছে না। অনেক বোঝানোর পরেও তাদের মস্তিষ্কে যেন সেই মোবাইল ফোনে আটকে আছে। সেই সাথে ইলেকট্রিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে।


মোবাইলের প্রতি আসক্তি বেশি লক্ষ্য করা যায়। এখন গ্রাম অঞ্চলে গেলেও দেখা যায় ছোট ছোট ছেলেদের হাতেও মোবাইল ফোন। তারা বসে বসে গেম খেলছে। তাদের ভেতরের যে নেশা সেটা দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। আমার তো বেশ খারাপ লাগে। ছোট ছোট বাচ্চারাও এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে তাদের কোন কথা বললেও তারা কানে নেয় না। মনে হয় যেন কোন কিছুতে তাদের কিছু যায় আসে না।


আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা হয়তো নির্দ্বিধায় মোবাইল ফোন তুলে দেই। কিন্তু ছোট থেকে তারা মোবাইল ফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে বড় হওয়ার পর সেই আসক্তি দিনে দিনে বেড়ে যায়। আর সেই আসক্তি থেকে সেই ছোট্ট কোমলমতি শিশুকে বের করে আনা অনেক কঠিন হয়ে যায়। সেই শিশুটি যখন একটি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় তখন পারিবারিক বন্ধন গুলো হালকা হয়ে যায়। পরিবারের মানুষগুলোর সাথে তখন খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়।


আমরা যদি ছোট থেকেই বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখি তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ একটু ভালো হবে। আর আমরা যদি নিজেরাই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রয়োজন আমাদের থেকে সেটাই শিখবে। আর আমাদের এই ভবিষ্যত প্রজন্মকে যদি আমরা এখনই সঠিক পথে আনতে না পারি তাহলে কোন একটা সময় গিয়ে তারা ধ্বংসের পথে চলে যাবে।


চোখের সামনে একজন সুস্থ স্বাভাবিক বাচ্চা যদি ধীরে ধীরে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যায় তখন তার পরিবারের উপর কতটা প্রভাব পড়ে সেটা বলে বোঝানোর মত নয়। আমরা এখন থেকে সচেতন হব এবং নিজের সন্তান, ভাই বোন সবার প্রতি খেয়াল রাখবো। যাতে করে তারা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে না পড়ে। তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার দায়িত্ব আমাদের সবার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 days ago 

আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করছেন।নতুন প্রজন্মে মোবাইল এমন একটি জিনিস হয়ে গেছে যা সবার প্রতি আসক্ত।লক্ষ্য করলেই দেখা যায় ছোট বাচ্চা গুলো এখন মোবাইলের প্রতি আসক্ত।তবে আমাদের উচিত সবাইকে এই কাজ থেকে হেফাজত করার।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 16 hours ago 

IMG_20251108_151440.png

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101749.56
ETH 3381.32
USDT 1.00
SBD 0.56