জীবন যেন থমকে গেছে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি আপনারা আমার পোস্ট পড়বেন।
জীবন যেন থমকে গেছে:
.jpg)
Source
জীবনের সমীকরণটা মেলাতে গিয়েও আর মেলানো হয়ে উঠল না। মনে হলো জীবনের অনেক পথ পাড়ি দিতে গিয়েও আর পাড়ি দেওয়া হবে না। হয়তো জীবনের বাস্তবতার কাছে বারবার আমরা হেরে যাই। জীবনের বাস্তবতা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। জীবনের বাস্তবতা আমাদেরকে থমকে দাঁড়াতে শেখায়। কেউ নিজের জীবনটাকে নতুন করে সাজাতে পারে কেউবা জীবনের এই থমকে যাওয়াতেই থেমে যায়।
মাঝে মাঝে খুব বাঁচতে ইচ্ছে করে। দীর্ঘ সময় বাঁচতে ইচ্ছে করে। কিন্তু পরিস্থিতি আর মানসিক অবস্থা সেই ইচ্ছাটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। মনে হয় যেন বেঁচে থাকাটা এখন লড়াই হয়ে দাঁড়িয়েছে। নিজের সাথে নিজের লড়াই। অজানা লড়াই জীবনটাকে শেষ করে দিচ্ছে। হৃদয়ের মাঝে তিলে তিলে ক্ষত সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে যেন আঘাতে আঘাতে ভেতরটা শেষ হয়ে যাচ্ছে।
কিছু স্বপ্ন কিংবা কিছু আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। কিন্তু মাঝে মাঝে মনে হয় জীবনটা একেবারে থেমে গেছে। সব আশার প্রদীপগুলো নিভু নিভু করছে। হয়তো কোন এক সময় সব নিভে যাবে। আর তখন অন্ধকারে বেঁচে থাকাটা সত্যি অনেক কঠিন হয়ে যাবে। জীবনের এই থমকে যাওয়াটাকে আটকানোর সদ্ধি আমাদের নেই। হয়তো বাস্তবতা আমাদেরকে এই পরিস্থিতিতে ফেলেছে।
জীবনের সমীকরণটা মেলাতে মেলাতে অবশেষে শুধু শূন্য পেলাম। হয়ত হিসেবের খাতা আর খোলা হবে না। হয়তো জীবনের অভিমানগুলো বলা হবে না। কিংবা কোন অভিযোগ থাকবে না। অভিযোগ শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ থাকবে। জীবনের প্রতি অভিযোগ, বাস্তবতার প্রতি অভিযোগ আর নিজের সাথে নিজের বেঁচে থাকার লড়াইয়ের তীব্র আকুতি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1985361311648325913?t=JPqt-WLBGwpguByK_ALDBg&s=19
https://x.com/Monira93732137/status/1985361675168686395?t=k52yulR69qssZQwdiAujOw&s=19