জেনারেল রাইটিং-ভীষণ মনে পড়ে ছেলেবেলার কথা।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি ভীষণ মনে পড়ে ছেলেবেলার কথা এই টপিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
ভীষণ মনে পড়ে ছেলেবেলার কথা:

Source
ইচ্ছে করে আবারো ছোটবেলায় ফিরে যেতে। মনে পড়ে ছোটবেলায় কাটানো সেই দিনগুলোর কথা। প্রতিটি দিন ছিল কত মধুময়।কত সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম ছোটবেলায়।আজও রয়েছে স্মৃতির পাতায়। দিন গুলো ছিল আমাদের সব থেকে সুন্দর দিন। যেই দিনগুলো আমরা কোন চিন্তা ভাবনা ছাড়া হাসিমুখে কাটিয়ে দিতাম।
দৌড়ে বেড়াতাম নিজের ইচ্ছা মত যেখানে খুশি সেখানে। ছিল না কোন মানা কোন বাঁধা।ইচ্ছে স্বাধীন যে খুশি সেথায় যেতাম। কখনো যেতাম খেলার মাঠে কখন যেতাম বন্ধুদের সাথে ঘুরতে। যদিও দুষ্টুমির সীমা ছিল না।মাঝে মাঝে মায়ের হাতের মার খাওয়ার পর আবার পেতাম অফুরন্ত ভালবাসা।
নিশ্চিন্ত ভাবে কেটে যেতে প্রতিদিন। কখনো সকালে উঠে ভাবতে হতো না কি করব সারাটা দিন।কিভাবে চলবে সেইসব নিয়ে ছিল না কোনো ভাবনা।শুধু ঘুম খাওয়া খেলাধুলা করতাম।মা আদর করে খাওয়ায় দিতো আমাদের।মেয়ার হাতের মজার মজার খাবার খাওয়ার বায়না করতাম।মা আমাদের বায়না রাখতে করে দিতো সেই মজার মজার খাবার।এছাড়াও ছেলেবেলার বন্ধু গুলো আজ আছে অনেক দূরে।
অথচ ছেলে বেলায় ঘুম ছাড়া প্রতিটি সময় থাকতাম তাদের সাথে।খেলতাম কানামাছি আরো কত খেলা।কখনও সবাই মিলে ছোট ছোট হাড়ি পাতিলে রান্না করে পিকনিক খেতাম।এখন সেই বন্ধুরাও হারিয়ে গেছে দূরে।কেউ রয়ে গেছে ফেসবুক ফ্রেন্ড হয়ে।এক সময় দেখা না হলে চলে যেতাম তাদের বাড়িতে।অনেক সময় এক সাথেও থেকেছি রাতে। শৈশবের স্মৃতিগুলো আজও ভীষণ মনে পড়ে।ছোটবেলাটা সত্যি অনেক সুন্দর ছিল আমাদের। ছোটবেলার বন্ধু গুলোর মধ্যে ছিল না কোন হিংসা। ছিল না কোন ভেদাভেদ। একে অপরের পরিপূরক হয়ে থাকতাম আমরা।কোথায় হারিয়ে গেল সেই ছেলেবেলা?কোথায় আজ আমরা সবাই?ভীষণ মিস করি আমাদের সেই ছেলে বেলাকে।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

আপু আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে ছোটবেলার কথা গুলো মনে পড়লেই কেমন যেন লাগে।ছোটবেলার জীবনটা আমাদের অনেক আনন্দময় জীবন ছিলো।কিন্তু বর্তমান জীবনে আমরা এখন বুঝতে পারি যে ছোটবেলার জীবনটা কতটা সুন্দর ছিলো।যাইহোক আপনার পুরো পোস্টটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপু আপনি কিন্তু সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে ছোটবেলার স্মৃতিগুলো সবার মনে পড়ে। ছিল না কোন বাধা নিজের মতো করে খেলাধুলা থেকে শুরু করে ঘুরে বেড়ানো। আর এটি ঠিক বলেছেন মায়ের হাতের শাসন আমার ভালোবাসা অন্যরকম ছিল। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
ডেইলি টাস্ক:
https://x.com/Maria182143171/status/1977745180267545047?t=32CQaFq6Bp7JpY1Eid1cMg&s=19
https://x.com/Maria182143171/status/1977757624360751419?t=388kpxFxnycIVOMVLhJupw&s=19