কবিতা-ভেবেছি তোমায় নিয়ে|
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি কবিতা লিখতে যাচ্ছি।
ভেবেছি তোমায় নিয়ে:

Source
ভেবেছি আমি হাজার কল্পনা,
শুধুমাত্র তোমায় নিয়ে।
ভেবেছি আমি কত কিছু।
আমার দুচোখ জুড়ে।
ভেবেছি আমি তোমায় নিয়ে,
বাঁধবো সুখের ঘর,
সেই ঘরেতে থাকবো দুজন,
আসুক যতই বৃষ্টি ঝড়।
তোমায় নিয়ে ভেবেছি আমি,
কত স্বপ্ন হৃদয়ে।
যেই স্বপ্নগুলো এখন আমার,
রয়েছে মনের গোপন ঘরে।
কি যে ভালো লাগে,
যখন ভাবি তোমায় নিয়ে।
তুমি আমার সব ভাবনায়,
তুমি যে সবার ঊর্ধ্বে।
ভাবি আমি তারার দিকে,
চেয়ে তোমার কথা।
তুমি যে আছো আকাশ জুড়ে,
তুমি যে চাঁদের জোছনা।
সবারই প্রিয়জনকে ঘিরে। রয়েছে ভাবনা।সবারই রয়েছে কল্পনা। সবাই যে যার মত করে নিজেদের প্রিয় মানুষগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করে। নিজেদের ভাবনা গুলো সত্যি করতে উঠে পড়ে। কত কিছু ভেবে রাখি আপন জন দেরকে নিয়ে। আপনজনদের নিয়ে হাজার কল্পনা হাজার স্বপ্ন মনের মাঝে গেঁথে রাখি। হাজার স্বপ্ন বুনি মানুষটিকে নিয়ে সুখের ঘর বাঁধার।রাতের আকাশের জ্যোৎস্নার মত জীবন আলোকিত করে আছে সে।এই সব কিছুকে ঘিরে কবিতাটি লিখার চেষ্টা করেছি। আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1958461420183658712?t=dfEJwfEihqGHuXa3UuM1cw&s=19
https://x.com/Maria182143171/status/1958461784441925754?t=Kyw98MmqaUcVvGFUG-T9Gg&s=19
https://x.com/Maria182143171/status/1958462206804156672?t=PuZT3OmKOxMg3J92Yl68nQ&s=19
ওয়াও আপু আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।ভেবেছি তোমায় নিয়ে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষকে নিয়ে সবাই স্বপ্ন দেখে। আপনি সুন্দর ভালোবাসা এবং অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।