কবিতা-কবিতা|

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি কবিতা লিখতে যাচ্ছি।আমার কবিতার নাম কবিতা।আমি যতটা সম্ভব লেখার চেষ্টা করেছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কবিতা:


tea-time-3240766_1280.jpg

Source


কি কবিতা লিখব,
যে আমি আজ।
নিরালায় ভাবছি বসে,
শুধু বারে বার।


কবিতা লিখি যখন,
আমি ছন্দ মিলিয়ে।
মনে পড়ে যায়,
তখন হাজার কথা।



সব কিছু যে,
যায় না লিখা।
অনেক ভেবে লিখতে,
হয় প্রিয় কবিতা।



নিজের মনের কথা,
যা আছে জমা।
সেই সব নিয়ে,
লিখি ছন্দের কবিতা।


যদিও নই আমি,
কোনো বড় কবি।
তবে নিজের আনমনে,
নিজের মনের কবিতা লিখি।


যখন আমরা কোনো কবিতা লিখতে যাই যাই বা লিখি।তখন আমাদের মনে অনেক কিছুই চলে।কিভাবে লেখা শুরু করব কি নিয়ে লিখব।এইসব ভাবি।আবার যখন কবিতার লাইন গুলো লিখা শুরু করি তখন যে হাজার শব্দ মনে ঘুরে।তখন ইচ্ছে করে সব গুলো নিয়ে কবিতা লিখতে।কিন্তু ইচ্ছে থাকলেও ওইখান থেকে শব্দ গুছিয়ে নিয়ে কবিতা লিখতে হয়।কবিতাকেই ঘিরেই আমার লেখা এই কবিতা জানি না কেমন লিখেছি। তবুও আশা বাদী আমার লেখা কবিতাটি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last month 

IMG_20250727_222736.jpg

 last month 

আজকে খুব সুন্দর একটি অন্যরকম কবিতা শেয়ার। আপনার কবিতা লাইনগুলো পড়ে একটু বেশি ভালো লাগলো। আমি কবিতা পড়তে অনেক পছন্দ করি। বিশেষ করে কবিতার সুন্দর অনুভূতি গুলো একটু বেশি ভালো লাগে। আপনার আজকের এই কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

কবিতা নিয়েও যে এরকম কবিতা লিখা যায় আগে বুঝতে পারিনি। ভালো লিখেছেন আপনি। কবিতার লাইনগুলো সত্যিই ভালো লেগেছে। ছন্দে ছন্দে লিখে ফেলেছেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110547.75
ETH 4375.36
USDT 1.00
SBD 0.83