কবিতা-হতে চাই|

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি কবিতা লিখতে যাচ্ছি।আমি যতটা সম্ভব লেখার চেষ্টা করেছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


হতে চাই:


hot-air-balloon-8539287_1280.png

Source



হতে চাই আমি,
তোমার চোখের ভাষা।
হতে চাই তোমার ওই,
মিষ্টি ঠোঁটের হাসি।


হতে চাই আমি,
তোমার কবিতার ছন্দ।
বইয়ের পাতায় লিখবে,
আমায় নিয়ে হাজার গল্প।



তোমার ঘুমের দেশে,
হতে চাই আমি স্বপ্ন।
তোমার চোখের প্রতি পলকে
হতে চাই আমি নিস্তব্ধ।



হতে চাই প্রিয়,
তোমার হৃদয়ের স্পন্দন।
তোমার প্রতিটা নিঃশ্বাস,
হোক শুধুই আমার।


হতে চাই আমি,
তোমার পথের সঙ্গী।
তোমার ছায়ায় থাকবো আমি,
আমি যে তোমার প্রিয় মায়াবতী।


আমরা হতে চাই প্রিয় মানুষটির চোখের ভাষা।হতে চাই প্রিয় মানুষটির সব থেকে আপন জন।যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমার কথা ভাববে।তার সকল গল্প, স্বপ্ন যা কিছু রয়েছে সবকিছু ঘিরে থাকবো আমি। হতে চাই তার স্বপ্নের রানী। হতে চাই তার রাজ্যের মায়াবতী।সে শুধু আমার নিয়ে ভাববে। আপন মানুষটি সব সময় আমার পাশে থেকে এভাবে ভালোবেসে যাবে। তার প্রতিটা স্বপ্নে যেন আমাকে ঘিরে থাকে। তার প্রতিটা নিঃশ্বাসে থাকতে চাই।তার বেঁচে থাকার কারণ হতে চাই।এই সব কিছুকে ঘিরে আমার আজকের লেখা কবিতাটি। আশা করি আমার লেখা কবিতাটি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 12 days ago 

IMG_20250827_182521.jpg

 11 days ago 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111624.13
ETH 4299.03
SBD 0.85