জেনারেল রাইটিং-হাসিমুখে থাকা প্রিয় আপুর আজ কথা বলতে কষ্ট হচ্ছে।

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি হাসিমুখে থাকা প্রিয় আপুর আজ কথা বলতে কষ্ট হচ্ছে এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


হাসিমুখে থাকা প্রিয় আপুর আজ কথা বলতে কষ্ট হচ্ছে:


love-996887_1280.jpg

Source

আমাদের আপন মানুষ গুলো যখন অসুস্থ থাকে তখন খুবই খারাপ লাগে। বুকটা কেঁপে উঠে প্রিয়জনদের অসুস্থতার কথা শুনলে।আপন মানুষগুলোর থেকে অনেক দূরে থাকি। তাই তাদের অসুস্থতার কথা শুনলে খুবই কষ্ট হয়।আমার বড় আপু মানে আমার হাজবেন্ডের সব থেকে বড় বোন। যে আমাদের সকলেরই আদরের বোন।আমাদের সবাইকে খুবই ভালোবাসে।মায়ের মত আগলে রাখে সব ভাই বোনদের।


আমার শ্বশুর-শাশুড়ি কেউ নেই। আমাদের বড় বলতে সেই আপু। আপু ভীষণ অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে শোনার পথ থেকে খুবই কষ্ট হচ্ছে।আসলে প্রিয় মানুষগুলোর অসুস্থতা খুবই কষ্ট দেয় আমাদেরকে। কয়েকদিন থেকেই আপু একটু অসুস্থ বোধ করছিল। এরপর হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়। মাঝে বিছানা থেকে একদমই উঠতে পারছিল না।এরপর একটু সুস্থ হয়।কিন্তু আজ যখন তার সাথে কথা বললাম তখন খুবই কষ্ট হচ্ছিল আপুর কথা বলতে।


আসলে অতিরিক্ত চিন্তার কারণে আজ আপুর এই অবস্থা। বলতে গেলেই ছোটখাটো মিনি স্টক করেছে। আসলে মেয়ে মানুষের জীবনটাই অন্যরকম। ভাই বোনদের কথা সবসময় চিন্তা করে। যেহেতু সবাই অনেক দূরে থাকে।তাই আপু তাদের নিয়েই চিন্তা করে।সবার ভালো-মন্দের কথা সবসময় ভেবে যায়। কি করলে সকলের ভালো হবে। কি করলে সবাই খুশি হবে।ভাই বোনদের কথা ছেলে মেয়ে স্বামীর কথা ভাবতে ভাবতে সে আজ নিজের কথা ভাবতে ভুলে গেছে।


যে সব সময় হাসিখুশি ভাবে থাকতো।আজ তার মুখে নেই কোন হাসি।কথা বলতেও তার ভীষণ কষ্ট হচ্ছে। কি যে কষ্ট করে কথা বলতে তা আল্লাহ জানে। কিছু দিন আগে মাথা ঘুরে পড়ে গিয়ে হাত ভেঙ্গে গিয়েছে। এরপর আবার স্টক করেছে সবকিছু মিলিয়ে সময়টা খুবই খারাপ যাচ্ছে আপুর।দূরে আছি তাই কাছে যেতে পারছি না। তার বাসায় গেলে কি করবে না করবে বুঝে উঠতে পারে না। একদম পাগল হয়ে যায়। ভাঙ্গা হাত নিয়েও দৌড়াদৌড়ি করে এই ছোট ছোট ভাই বোনদের জন্য। খুবই ভালোবাসে সবাইকে। আসলে বড়দের ভালোবাসা এমনই হয়।যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা।সকলে আমার আপুর জন্য দোয়া করবেন।ঠিক আগের মত হাসিমুখে যেন আবার আপুকে দেখতে পাই।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112989.37
ETH 4195.10
USDT 1.00
SBD 0.88