জেনারেল রাইটিং-এসেছিলাম সবাই মিলে থাকতে হচ্ছে একা।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি দীর্ঘদিন পর নিজের অনুভূতি নিয়ে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
এসেছিলাম সবাই মিলে থাকতে হচ্ছে একা:

Source
বিয়ের পর বাবা-মাকে ছেড়ে মেয়েদেরকে সব সময় দূরে থাকতে হয়।যখন বাবা মার কাছে যাই তখন অনেক ভালো লাগে। কিন্তু যখন তাদেরকে ছেড়ে চলে আসি তখন খুবই কষ্ট হয়। প্রতিবারই আমি আমার হাজবেন্ডের সাথে ঢাকায় ফিরি। কিন্তু এইবার আমার বাবা-মা ও ছোট বোন সহ এসেছিলাম ঢাকায়।
আমার বাবার অসুস্থতার কারণে এইখানে চিকিৎসা করতে এসেছিলেন। তাই কয়েক দিন আমার বাসায় ছিল। বেশ মজা করে সবাই মিলে এসেছিলাম বাবার বাসা থেকে।ছোট বোন ও মা-বাবা থাকার কারণে বাসা থেকে আসার সময় কোন কষ্ট হয়নি। মনে হচ্ছিল সবাই মিলে যাচ্ছি কোথাও ঘুরতে। এভাবে অনেকদিন পর সকলে মিলে দীর্ঘ সময় জার্নি করেছিলাম।
এভাবে সবাই মিলে জার্নি করতে কোন বিরক্ত লাগেনি।কিন্তু যখন তারা বাড়ি যাওয়ার কথা বলছিল তখন বুকের ভেতরটা দুমড়ে মুছতে যাচ্ছিল। কি যে কষ্ট হচ্ছিল তাদের যাওয়ার কথা শুনে তা বলে বোঝাতে পারবো না। ঢাকায় আসার পর বেশ ভালোই ছিলাম। আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার বাবা-মা ও ছোট বোন মিলে বেশ আনন্দ করেছিলাম।অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম।
কিন্তু যখন তাদের যাওয়ার সময় ঘনিয়ে আসে তখন যেন খারাপ লাগাটা বেড়ে যায়।দুপুর গড়িয়ে যখন বিকেল হয় তখন যেন আরো ঘড়ির কাঁটা দ্বিগুণ পরিমাণে চলছিল।এরপর সময় হয়ে আসে তাদের বাড়ি ফেরার। তাদেরকে যখন আমরা বাস টার্মিনালে এগিয়ে দিতে গিয়েছিলাম তখন তো সবাই একদম কান্না কাটি করে শেষ। তাদের কান্না দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। যদিও বাসা থেকে আসার পর অবগতি পর্যন্ত নিজেকে শক্ত করে রেখেছিলাম।কিন্তু আমার মায়ের কান্না দেখে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমার সাথে ছোট বোন ও কান্না করছিল। যাওয়ার সময় আমার মেয়ে তার নানুর পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টেনে ধরেছিল।সে তার নানুকে কিছুতেই গাড়িতে উঠতে দিবে না। সেও তাদের সাথে যাবে।ভীষণ কান্না করছিল। সত্যিই যখন সবাই মিলে এসেছিলাম তখন খুব আনন্দ হয়েছিল।এসেছিলাম সবাই মিলে এখন থাকতে হচ্ছে একা। এটা সত্যি এমন মুহূর্তগুলো যখন জীবনে আসে তখন খুবই কষ্ট হয়।কেন যে এমন নিয়ম।এক সাথে সবাইকে নিয়ে থাকা যায় না।যদি সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগলো।কিন্তু কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1959857265176952941?t=cihciNq6FJUWZe86Qk2qCw&s=19
https://x.com/Maria182143171/status/1959857704710918407?t=qaI6YZiuow87VbmDnlG7qQ&s=19
https://x.com/Maria182143171/status/1959858121406357543?t=FHGgBvvPAadWYuVxA2VOcA&s=19