জেনারেল রাইটিং-আবারো বাবা মা দুর্ঘটনার শিকার।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা খুবই খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
আবারো বাবা মা দুর্ঘটনার শিকার:

Source
গত সপ্তাহে আমার ছোট বোনকে রেখে আসা হয়েছে রংপুরে। আসলে আমি কিছুদিন আগে ঢাকায় এসেছি। আবার আমার আরেক বোন গিয়েছে রাজশাহীতে। সে যেহেতু রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছে।তাই সে রাজশাহীতে ভর্তি হয়। আর আমার ছোট বোন রংপুরে একটি ভালো কলেজে উত্তীর্ণ হয়। এরপর এক সপ্তাহ আগে তাকেও সেখানে রেখে আসা হয়।
আজ বন্ধের দিন হওয়ায় বাবা-মা খুব সকাল বেলায় ছোট বোনের জন্য রান্নাবান্না করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু আমাদের বাসা থেকে রংপুর খুব বেশি একটা দূরে নয় তাই বাবা-মা বাইকে করে যাচ্ছিল। বেশ ভালোভাবেই যাচ্ছিল। বাসা থেকে বের হওয়ার আগেও আমার সাথে কথা হয়েছিল বাবা মায়ের সাথে।
এরপর বাবা মা যখন কাছাকাছি পৌঁছে যায়। আর মাত্র ৫-১০ মিনিট বাকি পৌঁছানোর সেই সময় পিছন থেকে একটি অটো রিক্সায় এসে বাবার বাইকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে বাবা এবং মা বাইরে থেকে পড়ে যায়।পড়ে গিয়ে মা কোমরে ভীষণ ব্যাথা পায় এবং বাবার পা কিছুটা কেটে যায়।কেন যে এমন দিন জীবনে তা জানি না।
এর আগেও আমার বাবা ভীষণ বড় একটি অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই সময় তিনি একদম বিছানায় পড়েছিলেন। ভালোই ব্যথা পেয়েছিলেন। এবার সুস্থ হয়ে উঠতে না উঠতে বাবা আবারো ব্যথা পেলেন। বাবা-মা অসুস্থ হলে কি যে খারাপ লাগে তা বলে বুঝাতে পারবো না। বাবা-মা রংপুরে যাওয়ার পরেও আমার সাথে কথা বলেছিল। কিন্তু এসব ব্যাপারে আমাকে কিছুই বলেনি।এই কথাগুলো আমার ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। যেহেতু বাবা-মার থেকে অনেক দূরে আছি তাই তারা কথাগুলো আমাকে বলেনি।এই ঘটনার কথা শোনার পর থেকে খুবই কষ্ট হচ্ছে তাদের জন্য।দূর থেকে কিছু করতে পারছি না।সকলে আমার বাবা-মার জন্য দোয়া করবেন। যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দূর থেকে এমন ঘটনা শুনলে সেটা মেনে নেওয়ার খুবই কষ্টকর।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
https://x.com/Maria182143171/status/1964018170324537692?t=61V-LzqKmoJBVD9P1DXVhA&s=19