জেনারেল রাইটিং-শৈশবের সেই দুষ্টুমির স্মৃতি।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি শৈশবের সেই দুষ্টুমির স্মৃতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
শৈশবের সেই দুষ্টুমির স্মৃতি:

Source
অনেক বছর আগের কথা তখন ছিল ২০১২ সাল।তখন আমি ক্লাস সিক্সে পড়ি।তখনও ছোটদের মতো আচরণ করতাম।দুষ্টামি করতাম বান্ধবীরা মিলে।আজও মনে পড়ে সেই কথা গুলো।তবে সেই দুষ্টামির হারিয়ে যাবে সেটা কখনও ভাবিনি।টিফিনের সময় সকলে মিলে স্কুলের ছাদে আড্ডা দিতাম।
বেশ মজা হতো সেই সময়।গল্প,গানের কলি,আরো অনেক খেলা ছিল যেইগুলো বসে বসে খেলতাম।প্রতিদিন এইভাবে আড্ডা দিতাম সবাই মিলে। হঠাৎ একদিন বন্ধুরা ছাদে উঠে দুষ্টামি করে।ভবন টি ছিল এক তলা।তাই বেশি একটা উঁচু ছিল না।তাই ছেলেরা সেইখান থেকে লাফ দিয়ে বাথরুমের ছাদে নামতো।
বাথরুম টি এক্সটা ভাবে ভবনটির পাশে ছিল।তাই খুব সহজে এক ছাদ থেকে আরেক ছাদে যেতে খুব একটা সময় লাগতো না।লাফ দিয়ে দ্রুত পৌঁছানো যেত।ছেলেরা টিফিনের সময় সেইদিন এইভাবে খেলেছিল।একদিন আমরা বান্ধবীরা মিলে বুদ্ধি করি আমরাও এক ছাদ থেকে আরেক ছাদে যাবো।
পরের দিন ঠিক তাই করি।দুষ্টামি করতে বেশ ভালই লাগছিল।এইগুলো দেখে স্যার ভীষণ রেগে যায়।আর সবাইকে বকা দেয়।কেনো ঐখানে উঠেছিলাম।যেই কয়েকজন ছিলাম সবার বাসায় কল করে বলে।আপনাদের মেয়েরা এমন দুষ্ট যা বলার বাহিরে।এরপর আমাদের জন্য ভবনটির মধ্যে তালা দেয়।যেনো টিফিন এর সময় আর কেউ না উঠে।মনে আছে আজও সেই সব কথা।হারিয়ে গেছে সেইসব দুষ্টামি।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1952405463234212285?t=rR2cU3H-IO2Cy2p92rUFNA&s=19
কি দারুণভাবে আপনি ছোটবেলার সোনালি দিনগুলোর স্মৃতি তুলে ধরেছেন! সেই নিষ্পাপ দুষ্টামিগুলো, টিফিন পিরিয়ডের আড্ডা, আর ছাদে লাফঝাঁপ—সব কিছুই যেন চোখের সামনে ভেসে উঠলো। আমাদের জীবনের সেরা সময়গুলোই হয়তো স্কুলজীবন। আর বন্ধুদের সঙ্গে সেই সময় কাটানো মুহূর্তগুলো আজও মনে করলে মনটা ভরে যায়।