জেনারেল রাইটিং- ভাগ্যের নির্মমতায় মানুষ বড় অসহায়
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

ভাগ্যের নির্মমতায় মানুষ বড় অসহায় এই কথাটি আমাদের জীবনের এক গভীর বাস্তব সত্যকে প্রকাশ করে মানুষ যতই শক্তিশালী হোক যতই বুদ্ধিমান হোক না কেন ভাগ্যের সামনে সে প্রায়ই অসহায় হয়ে পড়ে জীবন এক অজানা পথে এগিয়ে চলে কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো অশ্রু দিয়ে আমাদের জীবনযাত্রা গঠিত হয় আমরা সবাই চাই সুখী হতে সফল হতে কিন্তু সব সময় আমাদের ইচ্ছার সঙ্গে বাস্তবতা মেলে না এখানেই আসে ভাগ্যের নির্মমতার বিষয়টি
কখনো কখনো মানুষ পরিশ্রম করে যায় রাতদিন চেষ্টা করে কিন্তু সফলতা যেন তার নাগালের বাইরে থেকে যায় আবার কেউ কেউ খুব কম পরিশ্রম করেও জীবনের অনেক কিছু পেয়ে যায় তখন মনে প্রশ্ন জাগে কেন এমন হয় কেন কেউ সফল আর কেউ ব্যর্থ উত্তর সহজ নয় কারণ জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে যাকে আমরা ভাগ্য বলি কেউ একে সৃষ্টিকর্তার ইচ্ছা মনে করে কেউ আবার বলে এটা সময়ের খেলা কিন্তু বাস্তব সত্য হলো ভাগ্যের হাতে আমরা অনেক সময় খেলনা মাত্র
যখন আমরা ব্যর্থ হই বা কষ্টে পড়ি তখন মনের ভেতর একধরনের হাহাকার তৈরি হয় আমরা ভাবি আমি তো এত চেষ্টা করেছি তবুও কেন এমন হলো এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না তখনই মনে হয় ভাগ্যের নির্মমতায় মানুষ বড় অসহায় জীবনের প্রতিটি পর্যায়ে আমরা এই সত্যটা অনুভব করি কখনো প্রিয়জনকে হারিয়ে কখনো চাকরি হারিয়ে কখনো নিজের যোগ্যতার প্রমাণ দিতে না পেরে ভাগ্য তখন যেন আমাদের সাথে এক নিষ্ঠুর খেলা খেলে। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেখানে সে কিছুই করতে পারে না যতই চেষ্টা করুক না কেন ফলাফল তার বিপরীতে যায় যেমন হঠাৎ অসুস্থতা কোনো দুর্ঘটনা প্রিয় সম্পর্কের বিচ্ছেদ বা প্রিয় স্বপ্নের ভাঙন এসবই ভাগ্যের অপ্রত্যাশিত পরিণতি এই সময়গুলোতে মানুষ বুঝতে পারে তার ক্ষমতা সীমিত তার হাতের মুঠোয় সব কিছু নেই তখন সে নিরব হয়ে যায় মেনে নিতে শেখে এই কঠিন বাস্তবতাকে।
তবে ভাগ্যের নির্মমতা মানে এই নয় যে মানুষ চেষ্টা ছেড়ে দেবে বরং এখানেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা জীবন মানে তো সংগ্রাম এবং চেষ্টা অনেক সময় ভাগ্য আমাদের পরীক্ষা নিতে চায় আমাদের ধৈর্য আর সাহস মাপতে চায় যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই শেষ পর্যন্ত সফল হয় মানুষকে কখনো ভেঙে পড়লে চলে না বরং প্রতিকূল সময়ে নিজের ভেতরের শক্তিটা খুঁজে নিতে হয় কারণ ভাগ্য যতই নির্মম হোক চেষ্টা আর সাহসের কাছে সেটা একদিন হার মানে। আমরা প্রায়ই দেখি কেউ কঠিন পরিস্থিতিতেও হাসিমুখে বেঁচে থাকে কারণ সে বুঝে গেছে জীবনের প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা প্রতিটি পরাজয়ই নতুন করে শুরু করার আহ্বান কেউ কেউ আবার কষ্ট পেয়ে হাল ছেড়ে দেয় ভাবে তার জীবনে আর ভালো কিছু হবে না কিন্তু সত্যি কথা হলো জীবনের পরিবর্তন খুব হঠাৎ করেই আসে আজ যে মানুষ দুঃখে ভুগছে কাল সে হয়তো সুখের আলোয় ভরে উঠবে তাই ভাগ্যের নির্মমতা যতই কঠিন হোক আশা হারানো উচিত নয়।
আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে দেখব ইতিহাসে অনেক মহান মানুষই ভাগ্যের কঠিন সময় পেরিয়ে সফল হয়েছে কেউ একদিন সব হারিয়েছিল কিন্তু হাল না ছেড়ে আবার উঠে দাঁড়িয়েছে কারণ তারা জানত জীবনের ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরুর ইঙ্গিত তারা বুঝেছিল ভাগ্যের নির্মমতা আসলে মানুষকে শক্ত করে গড়ে তোলে জীবনের সত্য রূপ বোঝায়। কখনো কখনো আমরা ভাবি কেন আমার সাথে এমন হলো কিন্তু হয়তো সেই ঘটনাটিই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় অনেক সময় ভাগ্য আমাদের কষ্টের পথ দেখিয়ে ভালো কিছু প্রস্তুত করে রাখে শুধু আমরা তখন তা বুঝতে পারি না সময়ের সঙ্গে বুঝি সব কষ্টই বৃথা যায় না জীবনের প্রতিটি ক্ষতই কোনো না কোনো শিক্ষা দেয় তাই ভাগ্যের নির্মমতা আমাদের যতই কাঁদাক না কেন শেষ পর্যন্ত সেটা আমাদের নতুন করে গড়ে তোলে
জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ভাগ্যের সাথে লড়ছি কখনো জিতে যাচ্ছি কখনো হারছি কিন্তু এই হার জয়ই জীবনকে অর্থবহ করে তোলে যদি সব কিছু আমাদের ইচ্ছেমতো হতো তাহলে হয়তো জীবন এত আকর্ষণীয় হতো না ভাগ্যের অনিশ্চয়তাই জীবনকে রঙিন করে তোলে কখনো আনন্দে কখনো দুঃখে আমাদের শেখায় কিভাবে টিকে থাকতে হয়। যখনই জীবনে কঠিন সময় আসে তখন মনে রাখতে হবে এটি চিরস্থায়ী নয় ভাগ্যের অন্ধকার যতই গভীর হোক একদিন সূর্যের আলো আসবেই জীবনের প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা অনেক সময় সেই কষ্টই আমাদের চোখ খুলে দেয় নতুন পথ দেখায় তাই ভাগ্যের ওপর অতিরিক্ত অভিযোগ না করে আমাদের উচিত ধৈর্য ধরে এগিয়ে যাওয়া কারণ একদিন না একদিন ভাগ্যও হাসবে
মানুষের জীবনে সব কিছুই পরিকল্পনামতো চলে না কিন্তু সেটাই জীবনের সৌন্দর্য যদি আমরা প্রতিটি বিপর্যয়কে শিক্ষা হিসেবে নিতে পারি তাহলে ভাগ্যের নির্মমতাও আমাদের ক্ষতি করতে পারবে না বরং আমাদের আরও অভিজ্ঞ আর দৃঢ় করে তুলবে তাই আমাদের উচিত প্রতিটি ঘটনার ভালো দিক খুঁজে বের করা। যখন কেউ খুব কষ্টে থাকে তখন মনে হয় পৃথিবী তার বিপক্ষে কিন্তু বাস্তবে পৃথিবী কারো বিরুদ্ধে নয় ভাগ্যও নয় কেবল সময়ের চাকা কখনো সামনে কখনো পিছনে ঘোরে সেই মুহূর্তগুলো পেরিয়ে গেলে জীবন আবার হাসে তাই জীবনের কঠিন সময়ে নিজেকে সাহস দিতে হবে মনে রাখতে হবে ভাগ্যের নির্মমতা সাময়িক স্থায়ী নয়। আমরা যদি নিজেদের বিশ্বাস করতে শিখি তাহলে ভাগ্যের নির্মমতাও আমাদের ভয় দেখাতে পারবে না কারণ ভাগ্য কেবল পথ দেখায় কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদেরই হাতে আমরা যদি চেষ্টা চালিয়ে যাই আশা রাখি আর নিজের প্রতি বিশ্বাস না হারাই তাহলে একদিন ভাগ্যও আমাদের পক্ষে দাঁড়াবে
ভাগ্যের নির্মমতায় মানুষ বড় অসহায় এই সত্যটা অস্বীকার করা যায় না কিন্তু সেই অসহায়তার মধ্যেও মানুষ আশ্চর্যভাবে টিকে থাকে বেঁচে থাকে নতুন দিনের অপেক্ষায় জীবন যতই কঠিন হোক মানুষের ভেতরের আশা আর বিশ্বাসই তাকে টেনে রাখে এই পৃথিবীতে তাই ভাগ্যের ওপর রাগ না করে তাকে বন্ধু হিসেবে মেনে নিতে হবে কারণ সে আমাদের জীবনের গল্প লেখে কখনো দুঃখের ছোঁয়ায় কখনো সুখের আলোয়। শেষ পর্যন্ত আমরা সবাই এক জিনিস বুঝতে পারি জীবন আসলে একটি চলমান নদীর মতো এর ঢেউ কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু নদী যেমন থেমে যায় না তেমনি আমাদেরও থেমে থাকা উচিত নয় ভাগ্যের নির্মমতা যতই প্রবল হোক আমাদের এগিয়ে চলার ইচ্ছাশক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি
তাই বলা যায় মানুষ সত্যিই ভাগ্যের নির্মমতায় অসহায় কিন্তু সে কখনো পরাজিত নয় কারণ প্রতিটি কষ্টের পরই আসে নতুন সকাল নতুন সূর্যের আলো নতুন জীবনের ডাক আর সেই ডাকই মানুষকে টিকিয়ে রাখে বাঁচিয়ে রাখে আশায় ভরিয়ে দেয় তার আগামী দিনগুলিকে।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
