বিকালে সুন্দর মুহূর্ত উপভোগ।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ-৫ ই অক্টোবর ,রবিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে।
শারদীয়া দুর্গাপূজার ছুটিতে বেশ কিছুদিন হলো বাড়িতে আছি। সারাবছর শহরের ব্যস্ত জীবনে পড়াশোনা আর কাজের চাপে মনটা ক্লান্ত হয়ে পড়ে। তাই ছুটি মানেই একটুখানি মুক্তি, একটুখানি শান্তির সময়। বাড়িতে ফিরেই মনে হলো, বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসি প্রকৃতির সান্নিধ্যে।
কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গড়াই নদীর পাড়ের দিকে। এই জায়গাটা আমাদের খুব প্রিয়। মাঝে মাঝেই আমরা সেখানে যাই। নদীর ধারে বসে থাকা, বাতাসে চুল উড়ে যাওয়া, আর চোখের সামনে বিশাল জলরাশি সব মিলিয়ে মনটা যেন অন্য রকম শান্তিতে ভরে যায়।
নদীর পাড়ে পৌঁছে বাইকগুলো পাশে রেখে সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। চারপাশের নিস্তব্ধতা আর পাখির ডাক মিলেমিশে এক সুন্দর সুরের সৃষ্টি করছিল। বিকেলের কোমল আলোয় নদীর জল ঝলমল করছিল, যেন প্রকৃতি নিজের সাজে সেজে উঠেছে।
সন্ধ্যা ঘনিয়ে এলে নদীর পাড়ের সৌন্দর্য আরও বেড়ে গেল। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছিল। বাতাসে ঠাণ্ডা ভাব, মনটা আরও বেশি শান্ত হয়ে উঠলো। আমরা সবাই মিলে হাসি-ঠাট্টা, গল্প আর স্মৃতির জগতে হারিয়ে গেলাম।
এদিনের সময়টা সত্যিই ছিল অবিস্মরণীয়। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মাঝে কাটানো এই বিকেলটা যেন নতুন করে জীবনকে ভালোবাসতে শেখালো। গড়াই নদীর পাড়ে কাটানো সেই বিকেল আজও মনে পড়লে মনটা ভরে যায় প্রশান্তিতে
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১লা এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


@aongkon, this post is fantastic! It's so refreshing to see your enthusiasm for contributing to the "Amar Bangla Blog" community. Your creative cover photo and the vibrant pictures really capture the essence of your surroundings. The clear details about the photos – device, camera specs, and location – add a professional touch.
It's inspiring to read about your dedication to enriching the community and your passion for your homeland. Your diverse interests, from technology to the arts, make you a well-rounded contributor. I especially appreciate your humility and willingness to learn and grow within the platform. Keep up the amazing work; your positive energy is contagious! I am looking forward to your next post. কিপ ইট আপ!