বৈচিত্রময় বাহারি রঙের নয়ন তারা ফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় বাহারি রঙের নয়ন তারা ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমি শৈশব এবং কৈশোর কাল গ্রাম বাংলাতে কাটিয়েছে। গ্রামের সবুজ সতেজ প্রকৃতির অক্সিজেন গ্রহণ করে বেড়ে ওঠা আমার। গ্রামে থাকার কারণে দুরন্তপনার কোন শেষ নেই। শৈশব কালে নিজের গ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্ৰামের প্রতিটি আঁকাবাঁকা মেঠো পথ আমার হাতের তালুর রেখার মতো নখদর্পণ ছিলো। শৈশব মনের মধ্যে অনেক শখ ভুনা ছিলো। পশু পাখি পালন, মাছ ধরা, নৌকাতে চড়া, বৃক্ষ রোপন করা। ফুল চাষ করা আমার খুব নেশা ছিলো। শৈশব কালে পড়ন্ত বিকেলে আঁকাবাঁকা মেঠো পথের গাছ গাছালি থেকে বিভিন্ন পাখি এবং পাখি ছানা সংগ্রহ করতাম।
সে গুলো বাড়িতে এনে বেশ যত্ন করে লালন পালন করতাম। বড় হওয়ার সাথে সাথে কর্মব্যস্ততা বেড়ে গেল। মনের মধ্যে শখ থাকার সত্ত্বেও সব গুলো শখ এখন আর পূরণ করতে পারি না। বাস্তবতা জীবনের অনেক কিছু পরিবর্তন এনে দিয়েছে। তবে এখনো পশু পাখি এবং বিভিন্ন গাছ গাছালি প্রতি অন্য রকমের ভালো লাগা কাজ করে। সবুজ প্রকৃতির প্রতি আগ্রহ আগের মতো রয়েছে। আমার ফুল দেখলে কেমন যেন খুব ভালো লাগে। ফুলের সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে যায়। ফুলের নান্দনিক সৌন্দর্য আমি হারিয়ে যাই। তাই নিজে চেষ্টা করি ফুল বাগান করার জন্য। শত ব্যস্ততার মাঝে নিজের হাতে বাগানে ফুল গাছ লাগানোর পর যখন ফুল ফুটে তখন খুব ভালো লাগে।
যখন আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম তখন আমার বাগানে প্রায় সব রকম ফুল গাছ রোপণ করেছি। তখন আমার দেখা এবং জানামতে সকল ফুল গাছ বাগানে এনে লাগিয়েছি। এখন ফুল বাগান আছে তবে আগের মতো সেই পরিমাণ ফুল গাছ নেই। সে দিন গুলো হারিয়ে গেছে। জীবন সংসারের ব্যস্ততার কারণে ফুল বাগানে সময় দেওয়া ঠিক মত হয় না। তবুও হাতে সময় পেলে ফুল গাছের পরিচর্যা করতে ভুলি না। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুলের প্রকৃতির সৌন্দর্য হৃদয়ে মিশে যায়। কিছু কিছু ফুলের সৌন্দর্য এতোটাই গভীর থাকে যে একবার দেখলে বারবার দেখতে খুব ইচ্ছে জাগে। বলা যায় যে আমি একজন ফুল প্রেমিক। ফুল দেখতে হৃদয়ের মাঝে আমার ভালো লাগার অনুভূতি কাজ করে।
আজ আমি আপনাদের মাঝে কিছু বৈচিত্রময় বাহারি রঙ্গের নয়ন তারা ফুলের আলোকচিত্র উপস্থাপন করেছি। নিশ্চয়ই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের বেশ ভালো লাগবে। নয়নতারা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। আমাদের সকলের বাসা বাড়িতে কম বেশি নয়ন তারা ফুল দেখতে পাওয়া যায়। নয়ন তারা ফুল সারা বছর দেখতে পাওয়া যায়। এই ফুল গুলোর অনেক জাত রয়েছে। নয়নতারা ফুল অনেক রংয়ের হয়ে থাকে। সাধারণত নয়ন তারা ফুল লাল, সাদা, গোলাপি, হালকা গোলাপ, খয়রি, বেগুনী রঙের দেখতে পাওয়া যায়। নয়নতারা ফুলের গন্ধ নেই । তবে ফুলের সৌন্দর্য বেশ দারুন।
নয়ন তারা ফুলের পাপড়ি গঠন নান্দনিকতা বেশ দারুণ হয়ে থাকে। ফুলের সৌন্দর্যতার জন্য এই ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। বাগান সৌন্দর্য বর্ধনের জন্য নয়নতারা ফুল খুবই পরিচিত। এই ফুল গুলো বাগানের পাশাপাশি টবের মধ্যে বাসার বারান্দায় এবং ছাদে লাগানো যেতে পারে। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য সবার নজর কাড়ে। নয়নতারা ফুলের সৌন্দর্য দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে থাকে। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলোর দেখতে খুবই সুন্দর। বাগানে এক সাথে যখন অধিক পরিমাণ বৈচিত্র্যময় নয়ন তারা ফুল ফুটে তখন দেখতে খুব সুন্দর লাগে। সত্যি ফুলের অসাধারণ সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

সচরাচর আমরা ফুল দেখতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু একটি ফুলের এতগুলো কালার দেখে তো অনেক ভালো লাগে। নয়ন তারা ফুল এমনিতে অনেক সুন্দর। আপনি অনেকগুলো ফুলের কালার শেয়ার করলেন। ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে।
এতো সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
https://x.com/MdAgim17/status/1850508673778405639?t=FMGGDrgjxDvqgBT0ZZZJcg&s=19
আপনার বৈচিত্র্যময় সুন্দর সুন্দর ফুল গুলো দেখে মুগ্ধ হলাম। খুব সুন্দর ভাবে আপনি ফুলের ফটোগ্রাফি ধারণ করে আমাদের দেখিয়েছেন। এমন ফুলের ফটোগ্রাফি গুলো আমি অনেক পছন্দ করি। যেন ফুলের বাগান সাজিয়েছেন পোষ্টের মধ্য দিয়ে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি মন মুগ্ধকর। আসলে নয়ন তারা ফুল গুলো অনেক রকমের হয় তো তাই বেশি ভালো লাগে।
অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর প্রশংসা করে অনুভূতি শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে বিভিন্ন প্রকারের ফুলের ফটোগ্রাফি করেছেন আসলে ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব চমৎকার ফুলের বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাই, ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।
বিভিন্ন রঙের নয়ন তারা ফুল মানে অন্য রকমের সৌন্দর্য। আর আপনি চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
নয়ন তারা ফুলের সৌন্দর্য দেখে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো আমি বরাবরই ভীষণ পছন্দ করি। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ভাবে ক্যাপচার করেছেন। এতগুলো কালারের নয়ন তারা ফুল আগে দেখা হয়নি। আমি শুধুমাত্র সাদা এবং গোলাপী কালারের নয়ন তারা ফুল দেখেছি। বিভিন্ন ধরনের নয়নতারা ফুল দেখে সত্যি বেশ ভালো লাগলো। মনোমুগ্ধকর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমার ফটোগ্রাফি গুলো আপনি পছন্দ করেন জেনে ভীষণ খুশি হলাম । ধন্যবাদ আপনাকে আপু।
বিভিন্ন কালারের নয়নতারা ফুলের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি আজকে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আর দেখতেও অনেক বেশি ভালো লাগছে। একটা ফুলের উপর প্রজাপতি বসে রয়েছে। যেটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে। ফুল গুলোর উপর বৃষ্টির ফোঁটা পড়ে থাকায় দেখতে বেশি ভালো লাগছিল।
জি আপু, ফুল গুলোর উপর বৃষ্টির ফোঁটা পড়ে থাকায় দেখতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আপু।
প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লাগছে ভাইয়া।নয়ন তারা ফুল যে এতগুলো রংয়ের হয় তা আমার জানা ছিলো না। একসাথে এতোগুলো নয়নতারা ফুল দেখতে অপূর্ব লাগছে। এতো সুন্দর ফটোগ্রাফি তার সাথে এতো সুন্দর উপস্থাপনা সত্যি প্রশংসনীয়। বিস্তারিতভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপু, নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখে এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য।
মনে হল এগুলো সবই নয়ন তারা ফুল। নয়নতারা ফুলের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আমিও এর আগে নয় তারা ফুলের ফটোগ্রাফি করেছি কিন্তু এত সুন্দর ভাবে ক্যাপচার করতে পারি নাই। দারুন হয়েছে ভাই আপনার ধারণ করা।
জি ভাই, সবগুলো ফটোগ্রাফি নয়ন তারা ফুলের। ধন্যবাদ আপনাকে ভাই।
ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। একসাথে সাতটি রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি এখন পর্যন্ত কখনো দেখিনি। প্রথম ফটোগ্রাফিটা তো একদম মাস্টার ক্লাস হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।