জীবনটা হলো অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ দেখে যেতে পারে না।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, জীবনটা হলো অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ দেখে যেতে পারে না এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
মানুষের জীবন খুবই অদ্ভুত এবং অত্যান্ত বৈচিত্রময়। জীবনের গতিপথ কখনো জানা যায় না। জীবনে শুরুর দিকটা মনে না থাকলেও পরবর্তী জীবনের প্রতিটি পর্যায় খুব ভালোভাবে মনে থাকে। জীবন কোন দিকে, কোন পর্যায়ে মোড় নিবে তা বলা যায় না। আমরা আমাদের জীবনের শেষ দেখে যেতে পারি না। আমাদের জীবন শেষ কিভাবে হবে তাও আমরা বলতে পারি নাই । এইটাই হচ্ছে প্রকৃতির সবচেয়ে কঠিন বাস্তবতা এবং বিস্ময়কর বিষয়। জীবনের প্রতিটি পর্যায়ে হাসি আনন্দ সুখ-দুঃখ উত্থান পতন রয়েছে। জীবন হচ্ছে, একটা চলমান উপন্যাসের মতোন । যেখানে জীবনের মাঝপথ খুব ভালোভাবে অনুভব করা যায়।
জীবনের শুরু দিক দেখতে আমরা যেমন জানি না ঠিক তেমনি জীবন সমাপ্তি দিকটা আমরা জানি না। বলা যায় যে, আমাদের অজান্তেই জীবন শুরু হয় এবং আমাদের অজান্তেই জীবন শেষ হয়। জীবনের গতিপথে শুধু আমরা কিছু সময়ের জন্য সুখ-দুঃখ হাসি আনন্দের সাক্ষী হয়ে থাকি। আসলে জীবন কেমন তা সঠিক ভাবে বলাটা খুবই মুশকিল। জীবনের সুখ দুঃখ, হাসি আনন্দ, কত বাধা বিপত্তি পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু আমাদের জীবন সমাপ্তি কোথায় হবে? জীবন শেষ কিভাবে হবে ?আমরা তা কখনো কেউ জানতে পারি না। আসলে প্রকৃতির বাস্তবতা বড়ই কঠিন।
আমরা যতোই জীবন নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করি না কেন, জীবনের শেষ অধ্যায়টা আমাদের হাতে থাকে না। জীবনের শেষের দৃশ্যপট কেউ জানে না। এটি কেবল ভাগ্য, সময় বা কোনো প্রকৃতির নিয়মে নির্ধারিত হয়। প্রকৃতির বাস্তবতা অত্যন্ত কঠিন। আমাদের জীবন অপূর্ণতা থেকে যায়। আমরা জানি না কখন আমাদের যাত্রা শেষ হবে। জীবন মানে স্মৃতি, কষ্ট এবং ভালোবাসার মাঝে সময় অতিবাহিত করা। জীবন আমাদের দেওয়া একটি সুযোগ, যা আমরা সম্পূর্ণরূপে অনুভব করাই ভালো, কারণ শেষটা কখনোই কারো নিয়ন্ত্রণে থাকে না।
আমাদের জীবন নামের গল্পের শেষ দৃশ্যপট কেমন হবে তা দেখে যেতে পারি না। হঠাৎ চলে যেতে হয় এই পৃথিবী থেকে। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা উচিত, কারণ শেষ পর্যন্ত আমাদের হাতে থাকে শুধু কিছু স্মৃতি এবং ভালোবাসা। জীবন নামের উপন্যাসের চরিত্র গুলো এমন ভাবে রুপ বদলায় যা নাটকের চেয়েও আরো বেশি রোমাঞ্চকর হয়ে থাকে।
জীবনটা যেহেতু অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ দেখে যেতে পারে না তাই জীবনের প্রতিটি মুহূর্তের পূর্ণতা দেওয়ার প্রয়োজন। জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করার প্রয়োজন খুব সুন্দর ভাবে হৃদয়ের আবরণের ভালোবাসা মিশিয়ে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1935916900095345118?t=t_WSkol8DHVvHzb-Ep2syA&s=19

https://x.com/MdAgim17/status/1935910881201938650?t=URLE1RhHqEiFghi3Ex6rJQ&s=19
https://x.com/MdAgim17/status/1935914719606718692?t=kVZSmwuRGsv662PJPDBNrg&s=19
https://x.com/MdAgim17/status/1935915405064937538?t=6-CItD5F0U3MWqU1M2hspw&s=19
https://x.com/MdAgim17/status/1935915884381696281?t=eUrMUgI14KimX0hh-743-A&s=19
https://x.com/MdAgim17/status/1935913903109947808?t=qoGW-ez2Z63522rvAQtGxQ&s=19
https://x.com/MdAgim17/status/1935917978182467819?t=dbIwjeG7rKNQEMYRRs7djg&s=19
https://x.com/MdAgim17/status/1935917883626078251?t=dbIwjeG7rKNQEMYRRs7djg&s=19
https://x.com/MdAgim17/status/1935917789610668408?t=dbIwjeG7rKNQEMYRRs7djg&s=19
https://x.com/MdAgim17/status/1935917607477297566?t=dbIwjeG7rKNQEMYRRs7djg&s=19